আসানসোল, 21 জানুয়ারি: টোটোচালকদের আন্দোলনে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল আসানসোল ৷ শনিবার আসানসোলের বাজার এলাকায় টোটোচালকদের আন্দোলনে পুলিশ লাঠি চার্জ করলে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা (Toto Driver Agitation in Asansol) ৷ যানজট এড়াতে পুলিশ ও আসনসোল প্রশাসনের পক্ষ থেকে শহরের পুরোনো জিটি রোডের একটা বিশেষ অংশে টোটো চলাচল বন্ধের নির্দেশিকা জারি করা হয় (Stop Toto at Asansole GT road Area) । সেই সিদ্ধান্ত মানতে নারাজ টোটো চালাকরা । প্রতিবাদে শনিবার আন্দোলনে নামেন তারা । শহরের বিভিন্ন দিক থেকে মিছিল করে টোটো চালকরা জমায়েত করেন হটনরোড মোড় এলাকায় । সেখানে পথ অবরোধ করেন তারা । সেই অবরোধ তুলতে লাঠিচার্জ করে আসানসোল পুলিশ ৷
এদিন শহরের বিভিন্ন অংশ থেকে তৃণমূলের ঝান্ডা নিয়ে মিছিল করে টোটো চালকরা জমায়েত করেন আসানসোল হোটেল মোড় এলাকায় । এরপর তারা পথ অবরোধ শুরু করেন ৷ পুলিশ এসে কথা বসে অবরোধ তোলার চেষ্টা করেন ৷ কিন্তু অবস্থানে অনড় থাকেন চালকরা ৷ পরিস্থিতি নাগালের বাইরে চলে যেতে পারে আঁচ করে পুলিশ কমব্যাট ফোর্স নামায় । পুলিশের পক্ষ থেকে রাস্তা ছেড়ে টোটো চালকদের সরে যেতে অনুরোধ করা হয়। কিন্তু তারপরেও টোটো চালকরা সরেনি। ঘটনাস্থলে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দেবরাজ দাস। টোটো চালকদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে পুলিশ ৷ এর কিছুক্ষণ পরেই যান চলাচল স্বাভাবিক হয় । প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয় হটনরোড মোড় এলাকায় । টোটো চালকেরা তৃণমূলের ঝান্ডা নিয়ে এই আন্দোলন করলেও তাদের তৃণমূল মানতে রাজি নন, তৃণমূল মোটর ওয়ার্কার্স ইউনিয়নের নেতা রাজু আলুওয়ালিয়া।
আরও পড়ুন: শিলিগুড়ির টোটো চালক আইএসআই এজেন্ট, গ্রেফতার করল এসটিএফ
এই প্রসঙ্গেই রাজু আলুওয়ালিয়া বলেন, 'এগুলো বিরোধীদের চক্রান্ত । শহরকে অশান্ত করতে তারা বেশ কিছু লোককে পাঠিয়েছিল । তৃণমূল কংগ্রেস মানুষের ক্ষতি করে না ৷ এই ধরনের অশান্তি করে না। আমরা যেখানে টোটো চালকদের আশ্বাস দিয়েছি, যে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান সূত্র নিয়ে আসা হবে । কাউকেই বঞ্চিত করা হবে না ৷ সেখানে এই ধরনের জঙ্গি আন্দোলনকে আমরা সমর্থন করছি না। ঝান্ডা নিয়ে যে কেউ আসতে পারে তবে তারা কেউই তৃণমূল নয় ।"
প্রসঙ্গত, আসানসোল বাজার অঞ্চল প্রায়শই যানজটের কারণে অবরুদ্ধ হয়ে যায় । আর তাই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, 20 জানুয়ারি থেকে আসানসোল আশ্রম মোড় থেকে হটন রোড পর্যন্ত রাস্তায় টোটো চলাচল করবে না । এই সিদ্ধান্ত টোটো চালকদের জানিয়ে দেওয়া হয়েছিল । যারাই আইন ভাঙ্গবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার কথাও ঘোষণা করা হয়েছিল । সেইমত শুক্রবার থেকেই এই নিয়ম লাগু হয় ৷ ব্যাপক আকারে ধরপাকড় শুরু হয়েছিল ।