জামুড়িয়া, 11 জুন : মানসিক ভারসাম্যহীন যুবককে তাঁর পরিবারের কাছে তুলে দিল জামুড়িয়া থানার পুলিশ । ওই যুবকের নাম রাধাগোবিন্দ প্রধান ওরফে বিজু ৷ আজ ওই নিখোঁজ যুবককে ফিরে পেয়ে খুশি তাঁর পরিবারের সদস্যরা । যুবককে ফিরে পেয়ে জামুড়িয়া থানার পুলিশকে ধন্যবাদ জানাল তাঁর পরিবার । জানা যায়, গত 4 এপ্রিল ওড়িশার বস্তা থানা এলাকা থেকে নিখোঁজ হয়ে যায় ওই যুবক ৷
পুলিশ সূত্রে জানা গেছে, গত 7 দিন আগে জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ গভীর রাতে এলাকায় টহল দেওয়ার সময় বাহাদুরপুর মোড় সংলগ্ন রাস্তায় ওই যুবককে ঘোরাঘুরি করতে দেখে । এরপর ওই যুবককে ফাঁড়িতে নিয়ে আসে পুলিশ কর্মীরা । পুলিশ প্রথমে যুবক দেখে বুঝতে পারেনি যে তিনি মানসিক ভারসাম্যহীন । পরে পুলিশ জানতে পারে যুবক মানসিক ভারসাম্যহীন ৷ এরপর ফাঁড়িতে রেখেই তাঁর সেবা শুশ্রুষা করে পুলিশ ৷ দু'দিন আগে পুলিশ জানতে পারে যুবকের নাম রাধাগোবিন্দ প্রধান । ওড়িশার বালেশ্বের জেলার বস্তা থানার মেরাইন ফাঁড়ি এলাকার বাসিন্দা তিনি । কেন্দা ফাঁড়ির পুলিশ মেরাইন ফাঁড়িতে খোঁজ নিয়ে জানতে পারনে রাধাগোবিন্দ প্রধান(বিজু) নামে এক যুবকের নিখোঁজ ডায়রি হয়েছে । এরপর সংশ্লিষ্ট থানার পুলিশ যুবকের বাড়িতে যোগাযোগ করে ।
নিখোঁজ যুবকের বাবা যদুনন্দন প্রধান বলেন, " গত 4 এপ্রিল সকালে সাইকেল নিয়ে বাজারে বেরিয়েছিল । রাত পর্যন্ত বাড়ি না ফেরায় আশাপাশে খোঁজাখুঁজি করি । লকডাউন ছিল বলে সেভাবে খোঁজাখুঁজি করতে পারিনি । এরপর মেরাইন ফাঁড়িতে নিখোঁজ ডায়রি করানো হয় । এক মাস পর মেরাইন ফাঁড়ির পুলিশ খবর দেয় পশ্চিম বাংলার জামুড়িয়া থানায় আমার ছেলে বিজু রয়েছে । আজ জামুরিয়া থানার অনুমতি নিয়ে ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছি । " পুলিশের প্রাথমিক অনুমান, পথ ভুল করে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে চলে আসে ওই যুবক ।