আসানসোল, 20 ডিসেম্বর: কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনায় বিজেপি নেত্রী তথা আসানসোলের কাউন্সিলর চৈতালি তিওয়ারিকে জেরা করতে গিয়ে তাঁর ফ্ল্যাট বন্ধ দেখে ফিরে গেল পুলিশ । মঙ্গলবার আসানসোলের ভাঙা প্রাচীর এলাকায় ঘনশ্যাম অ্যাপার্টমেন্টে জিতেন্দ্র তিওয়ারির ফ্ল্যাটে পৌঁছয় আসানসোল উত্তর থানার পুলিশ । উদ্দেশ্য ছিল, শিবচর্চা এবং কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজক হিসেবে জিতেন্দ্র জায়া চৈতালি তিওয়ারিকে জেরা করা । কিন্তু ফ্ল্যাটে তালা ঝুলছে দেখে পুলিশকে ফিরে যেতে হয় (Police could not Interrogate Chaitali Tiwari)।
প্রসঙ্গত, গত বুধবার আসানসোলের রামকৃষ্ণ ডাঙালে শিবচর্চা ও কম্বল বিতরণের আয়োজন করেছিলেন 27 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি । ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শুভেন্দু অধিকারীর কয়েকটি কম্বল বিতরণ করে বেরিয়ে যাওয়ার পরেই সেখানে মানুষজনের মধ্যে কম্বল নিতে হুড়োহুড়ি পড়ে যায় এবং তাতেই পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয় । ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জিতেন্দ্র তিওয়ারি, চৈতালি তিওয়ারি-সহ বেশ কয়েকজনের নামে আসানসোল উত্তর থানায় অভিযোগ জমা পড়েছে । তার মধ্যে 6 জনকে গ্রেফতার করে আটদিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
অন্যদিকে, সোমবার জিতেন্দ্র তিওয়ারির বাড়িতে নোটিশ দিয়ে মঙ্গলবার নথি-সহ চৈতালি তিওয়ারিকে পুলিশি জেরার জন্য প্রস্তুত থাকতে বলা হয়। যদিও সোমবার যেমন তালা দেওয়া ছিল বাড়িতে মঙ্গলবারও সেই একই অবস্থায় দেখা যায় ৷ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটর এসিপি পদাধিকারীরা এদিন এসে ফিরে যান ৷ একদিকে যখন পুলিশ চৈতালি তিওয়ারিকে জেরা করতে বাড়িতে যায়, তখনই জিতেন্দ্র তিওয়ারি টুইটে লেখেন, "ছেড়ে যাব না এই বাংলাকে । জন্ম হয়েছে বাংলার মাটিতে ৷ মৃত্যুবরণ করব বাংলা মায়ের কোলে ৷ আসানসোলের তৃণমূলের নেতারা যা পারবে কর।"
আরও পড়ুন : পদপিষ্ট হওয়ার ঘটনা তৃণমূলের ষড়যন্ত্র, দাবি জিতেন্দ্র'র