ETV Bharat / state

শহিদের কফিনবন্দী দেহ পানাগড়ের বায়ুসেনা ঘাঁটিতে, কাল বীরভূমে শেষকৃত্য - India China border news

আজ সন্ধে 7 টা 45 মিনিট নাগাদ শহিদ জওয়ানের দেহ এসে পৌঁছায় পানাগড়ের বায়ুসেনা ঘাঁটিতে । আজ তাঁর দেহ রাখা হবে পানাগড় সেনা হাসপাতালে ।

পানাগড়
পানাগড়
author img

By

Published : Jun 18, 2020, 8:35 PM IST

Updated : Jun 18, 2020, 9:08 PM IST

দুর্গাপুর, 18 জুন : বীরভূম জেলার মহম্মদবাজার থানা এলাকার বেলগড়িয়া গ্রামের রাজেশ ওরাং । 15 জুনের রাতে চিনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শহিদ হন তিনি । শহিদ এই জওয়ানের কফিনবন্দী দেহ আজ সন্ধে 7 টা 45 মিনিট নাগাদ দুর্গাপুরের পানাগড় বায়ুসেনা ছাউনিতে এসে পৌঁছায় । আজ তাঁর দেহ পানাগড় সেনা হাসপাতালে থাকবে । আগামীকাল সড়ক পথে তাঁর দেহ বীরভূমের বাড়িতে নিয়ে যাওয়া হবে । কাল সেখানে শেষকৃত্য হবে ।

শহিদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও চন্দ্রনাথ সিনহা, পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দে মাঝি, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার সুকেশ জৈন, আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি-সহ প্রশাসন ও পুলিশের অন্য কর্তারা ।

শহিদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করে সাধারণ মানুষও । আজ দুপুর থেকেই পানাগড় বায়ুসেনা ছাউনির সামনে দলে দলে এসে ভিড় বাড়তে থাকে । BJP কর্মী-সমর্থকদের দেখা যায় ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে ভারত মাতার নামে জয়ধ্বনি দিতে । পাশাপাশি, শহিদের আত্মবলিদান ব্যর্থ হতে দেওয়া হবে না বলেও স্লোগান ওঠে । পানাগড় বায়ুসেনা ছাউনির সামনে কাঁকসা থানার পুলিশকে মোতায়েন থাকতে দেখা যায় ।

দুর্গাপুর, 18 জুন : বীরভূম জেলার মহম্মদবাজার থানা এলাকার বেলগড়িয়া গ্রামের রাজেশ ওরাং । 15 জুনের রাতে চিনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শহিদ হন তিনি । শহিদ এই জওয়ানের কফিনবন্দী দেহ আজ সন্ধে 7 টা 45 মিনিট নাগাদ দুর্গাপুরের পানাগড় বায়ুসেনা ছাউনিতে এসে পৌঁছায় । আজ তাঁর দেহ পানাগড় সেনা হাসপাতালে থাকবে । আগামীকাল সড়ক পথে তাঁর দেহ বীরভূমের বাড়িতে নিয়ে যাওয়া হবে । কাল সেখানে শেষকৃত্য হবে ।

শহিদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও চন্দ্রনাথ সিনহা, পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দে মাঝি, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার সুকেশ জৈন, আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি-সহ প্রশাসন ও পুলিশের অন্য কর্তারা ।

শহিদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করে সাধারণ মানুষও । আজ দুপুর থেকেই পানাগড় বায়ুসেনা ছাউনির সামনে দলে দলে এসে ভিড় বাড়তে থাকে । BJP কর্মী-সমর্থকদের দেখা যায় ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে ভারত মাতার নামে জয়ধ্বনি দিতে । পাশাপাশি, শহিদের আত্মবলিদান ব্যর্থ হতে দেওয়া হবে না বলেও স্লোগান ওঠে । পানাগড় বায়ুসেনা ছাউনির সামনে কাঁকসা থানার পুলিশকে মোতায়েন থাকতে দেখা যায় ।

Last Updated : Jun 18, 2020, 9:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.