দুর্গাপুর , 5 মে : দীর্ঘদিন লকডাউনে বন্ধ থাকার পর শর্তসাপেক্ষে খুলেছে মদের দোকান । গতকাল সারাদিন একাধিক এলাকায় মদের দোকানের ভিড়ের চিত্র ধরা পড়েছে সংবাদমাধ্যমে ক্যামেরায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোথাও কোথাও পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে । পরে এবিষয়ে সচেতন করা হলেও আজও কোনও পরিবর্তন নজরে পড়ল না । দুর্গাপুর স্টেশন বাজারে মাস্ক ছাড়া, সামাজিক দূরত্ব না মেনেই মদের দোকানে ভিড় করতে দেখা গেল ক্রেতাদের । সকাল থেকে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় পুলিশকেও আর সেভাবে সক্রিয় ভূমিকা নিতে দেখা গেল না ।
লকডাউনের জেরে মাসখানেক মদ ছাড়াই কেটেছে । রবিবার খবর পাওয়া যায়, গতকাল সকাল দশটা থেকে খুলে যাবে জেলার সমস্ত মদের দোকান । আর কোনওরকম 'ঝুঁকি' নেননি মদ্যপায়ীরা । ভোররাত থেকেই দোকানের সামনে লাইন দিতে শুরু করেন তাঁরা । সামাজিক দূরত্ব, মাস্ক ? ওসবের থোড়াই কেয়ার । মদ কিনতে তাই কার্যত একজন আরেকজনের গায়ের উপর উঠেই লাইনে ভিড় জমালেন । গতকাল দুর্গাপুরের স্টেশন বাজার চত্বরে তাও কেউ কেউ নির্দেশিকা মানলেও, আজ একেবারেই তা চোখে পড়েনি । প্রশ্ন করতে তাঁরা অনেকেই বিষয়টি এড়িয়ে গেছেন ।
এদিকে পুলিশকে মদের দোকানের ভিড় সামলাতে বেগ পেতে হচ্ছে । আজ বেলার দিকে দুর্গাপুরে পুলিশকে সক্রিয় ভূমিকাও নিতে দেখা গেল না । এখন স্থানীয়দের অনেকেই বলছেন, পুলিশ লকডাউন মানা হচ্ছে দেখবে না মদের দোকানের লাইন সামলাবে ? এতে আরও বেশি করে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে তাঁদের আশঙ্কা । যাতে বিপদে পড়তে পারেন পুলিশকর্মীরাও ।