আসানসোল, 27 জুলাই: শনিবার সোয়াবের নমুনা পরীক্ষা করতে দেন আসানসোল জেলা হাসপাতালে ৷ সেই রিপোর্ট আসার আগেই মৃত্যু হল এক ব্যক্তির ৷ পরে দেখা যায়, ওই ব্যক্তি কোরোনা পজিটিভ ৷
আসানসোল জেলা হাসপাতালে গত শনিবার সোয়াব পরীক্ষা করতে আসেন আসানসোল সাঁতা ডাঙালের এক বাসিন্দা । বছর পঞ্চাশের ওই ব্যক্তি হাসপাতালে সোয়াব পরীক্ষা করতে দিয়ে বাড়ি ফিরে যান । রবিবার দুপুরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি । কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় । ময়নাতদন্তের পর মৃতদেহ সৎকার করে পুলিশ । পরে আসানসোল জেলা হাসপাতাল জানায়, ওই ব্যক্তি কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে । যদিও কোরোনাই মৃত্যুর কারণ কি না জেলা প্রশাসন সে বিষয়ে মুখ খুলোনি ।
পশ্চিম বর্ধমান জেলায় প্রতিদিনই সংক্রমিতের সংখ্যা বাড়ছে । সরকারি হিসেবে, জেলায় এখনও পর্যন্ত 645 জন কোরোনা আক্রান্ত হয়েছেন । এরমধ্যে সক্রিয় রোগী 332 জন । আসানসোল জেলা হাসপাতালে আইসোলেশন বিভাগে নতুন করে 14 জন ভরতি হয়েছেন । শনিবার রাত পর্যন্ত 1005 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে জেলা হাসপাতালে ।
এদিকে, জেলা হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী কোরোনা আক্রান্ত হয়েছেন বলে খবর । তিনি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের এক কর্মীর আত্মীয় । আগেই জেলার স্বাস্থ্য দপ্তরের ওই কর্মীর কোরোনা রিপোর্ট পজেটিভ এসেছিল । এরপর তাঁর আত্মীয়দের সোয়াব পরীক্ষা করা হয় । আসানসোল জেলা হাসপাতালের স্বাস্থ্যকর্মী সহ মোট 5 জন কোভিড আক্রান্ত হয়েছেন বলে খবর ।