ETV Bharat / state

আস্তাকুঁড়ে মৃত হাঁস-মুরগি ঘিরে বার্ড ফ্লু আতঙ্ক দুর্গাপুরে

বার্ড ফ্লুয়ের আতঙ্ক ছড়াল দুর্গাপুরের আশিস মার্কেট চত্বর । পড়ে রয়েছে হাঁস মুরগির দেহ ।

বার্ড ফ্লু আতঙ্ক দুর্গাপুরে
বার্ড ফ্লু আতঙ্ক দুর্গাপুরে
author img

By

Published : Jan 11, 2021, 9:24 PM IST

দুর্গাপুর, 11 জানুয়ারি : কোরোনা ভাইরাসের পর বার্ড ফ্লু আতঙ্ক। বিভিন্ন জায়গায় মরে পড়ে রয়েছে পাখি, আস্তাকুঁড়ের মধ্যে পড়ে রয়েছে হাঁস-মুরগির দেহ । আজ এমনই দৃশ্য দেখা গেল দুর্গাপুরের স্টিল টাউনশিপের আশিস মার্কেট লাগোয়া পুজো ময়দান চত্বরে । আর এতেই বার্ড ফ্লু আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।

পুজো ময়দানের আবর্জনা ফেলার জায়গায় পড়ে থাকতে দেখা যায় 4টি দেশি মুরগি ও 1টি হাঁস । আর তা দেখে আতঙ্কিত এলাকাবাসী । তাদের কথায়, পৌরসভার পক্ষ থেকে এই আস্তাকুঁড় দ্রুত সরিয়ে ফেলা উচিত । এই বাজারে মুরগি ও হাঁস বিক্রির বেশ কয়েকটি দোকান রয়েছে । তারাই সম্ভবত এই কাজ করেছে ।

আরও পড়ুন : এবার মহারাষ্ট্র ও দিল্লিতেও বার্ড ফ্লু

দুর্গাপুর পৌরনিগমের 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব ঘোষ এবিষয়ে জানার পর আশ্বাস দেন, "ঘটনার তদন্ত করা হবে । যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ।"

দুর্গাপুর, 11 জানুয়ারি : কোরোনা ভাইরাসের পর বার্ড ফ্লু আতঙ্ক। বিভিন্ন জায়গায় মরে পড়ে রয়েছে পাখি, আস্তাকুঁড়ের মধ্যে পড়ে রয়েছে হাঁস-মুরগির দেহ । আজ এমনই দৃশ্য দেখা গেল দুর্গাপুরের স্টিল টাউনশিপের আশিস মার্কেট লাগোয়া পুজো ময়দান চত্বরে । আর এতেই বার্ড ফ্লু আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।

পুজো ময়দানের আবর্জনা ফেলার জায়গায় পড়ে থাকতে দেখা যায় 4টি দেশি মুরগি ও 1টি হাঁস । আর তা দেখে আতঙ্কিত এলাকাবাসী । তাদের কথায়, পৌরসভার পক্ষ থেকে এই আস্তাকুঁড় দ্রুত সরিয়ে ফেলা উচিত । এই বাজারে মুরগি ও হাঁস বিক্রির বেশ কয়েকটি দোকান রয়েছে । তারাই সম্ভবত এই কাজ করেছে ।

আরও পড়ুন : এবার মহারাষ্ট্র ও দিল্লিতেও বার্ড ফ্লু

দুর্গাপুর পৌরনিগমের 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব ঘোষ এবিষয়ে জানার পর আশ্বাস দেন, "ঘটনার তদন্ত করা হবে । যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.