ETV Bharat / state

পরিষ্কারের নামে 'হাতসাফাই', দেড় লাখের সোনা নিয়ে চম্পট - Paschim burdwan

কুলটি থানার মিঠানির চাটুজ্জেপাড়ায় দেড় লাখ টাকার সোনার গয়না চুরির অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে ।

দেড় লাখের সোনা নিয়ে চম্পট
author img

By

Published : Sep 2, 2019, 10:58 PM IST

কুলটি, 2 সেপ্টেম্বর : সেলসম্যান সেজে দেড় লাখ টাকার সোনার গয়না চুরির অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে । কুলটি থানার মিঠানির ঘটনা । ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ।

জানা গেছে, আজ মিঠানির চাটুজ্জেপাড়ায় নীলমণি চট্টোপাধ্যায়ের বাড়িতে আসে দুই যুবক । বাড়ির দুই মহিলা মৌসুমি চট্টোপাধ্যায় ও বিউটি চট্টোপাধ্যায়কে জানায়, তাদের কাছে এক ধরনের ডিটারজেন্ট আছে । যা দিয়ে বাসন ছাড়াও সোনা-রুপোও পরিষ্কার করা যাবে । এরপরই মৌসুমি ও বিউটি বিষয়টি জানতে আগ্রহ প্রকাশ করে । তাঁরা তাঁদের সোনার গয়না খুলে দুই যুবককে পরিষ্কার করতে দেন । অভিযুক্তরা গয়না পরিষ্কার করে কাগজের প্যাকেটে ভরে দিয়ে ঘটনাস্থান থেকে চলে যায় ।

মৌসুমি বলেন, "প্রথমে আমার কাছ থেকে পায়ের তোড়া নিয়ে পরিষ্কার করে ওই দুই যুবক । তোড়া পরিষ্কারের পর তা ফেরত দিয়ে দেয় । তারপর সোনা পরিষ্কার করবে বলে জানায় । আমার জা বিউটির কাছ থেকে সোনার কানের চায় । কানের নিয়ে তারা আমাকে বলে বাটিতে অনেকটা ডিটারজেন্ট দেওয়া আছে, আরও কিছু গয়না থাকলে দিন । আমরা ওদের বিশ্বাস করে সোনার হার, আংটি, কানের দুল খুলে দিই । অভিযুক্তরা সেগুলি পরিষ্কার করে একটি কাগজের প্যাকেটে ভরে দেয় । প্যাকেটটি স্টেপল করে আমাদের বলে কিছুক্ষণের জন্য প্যাকেটটি ফ্রিজে রেখে দিন । এরপর তারা চলে যায় । কিন্তু আমাদের সন্দেহ হলে প্যাকেট খুলতেই দেখি কোনও গয়না নেই । আমরা পুলিশে অভিযোগ দায়ের করেছি ।"

পুলিশ জানিয়েছে, ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে । তদন্ত চলছে ।

কুলটি, 2 সেপ্টেম্বর : সেলসম্যান সেজে দেড় লাখ টাকার সোনার গয়না চুরির অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে । কুলটি থানার মিঠানির ঘটনা । ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ।

জানা গেছে, আজ মিঠানির চাটুজ্জেপাড়ায় নীলমণি চট্টোপাধ্যায়ের বাড়িতে আসে দুই যুবক । বাড়ির দুই মহিলা মৌসুমি চট্টোপাধ্যায় ও বিউটি চট্টোপাধ্যায়কে জানায়, তাদের কাছে এক ধরনের ডিটারজেন্ট আছে । যা দিয়ে বাসন ছাড়াও সোনা-রুপোও পরিষ্কার করা যাবে । এরপরই মৌসুমি ও বিউটি বিষয়টি জানতে আগ্রহ প্রকাশ করে । তাঁরা তাঁদের সোনার গয়না খুলে দুই যুবককে পরিষ্কার করতে দেন । অভিযুক্তরা গয়না পরিষ্কার করে কাগজের প্যাকেটে ভরে দিয়ে ঘটনাস্থান থেকে চলে যায় ।

মৌসুমি বলেন, "প্রথমে আমার কাছ থেকে পায়ের তোড়া নিয়ে পরিষ্কার করে ওই দুই যুবক । তোড়া পরিষ্কারের পর তা ফেরত দিয়ে দেয় । তারপর সোনা পরিষ্কার করবে বলে জানায় । আমার জা বিউটির কাছ থেকে সোনার কানের চায় । কানের নিয়ে তারা আমাকে বলে বাটিতে অনেকটা ডিটারজেন্ট দেওয়া আছে, আরও কিছু গয়না থাকলে দিন । আমরা ওদের বিশ্বাস করে সোনার হার, আংটি, কানের দুল খুলে দিই । অভিযুক্তরা সেগুলি পরিষ্কার করে একটি কাগজের প্যাকেটে ভরে দেয় । প্যাকেটটি স্টেপল করে আমাদের বলে কিছুক্ষণের জন্য প্যাকেটটি ফ্রিজে রেখে দিন । এরপর তারা চলে যায় । কিন্তু আমাদের সন্দেহ হলে প্যাকেট খুলতেই দেখি কোনও গয়না নেই । আমরা পুলিশে অভিযোগ দায়ের করেছি ।"

পুলিশ জানিয়েছে, ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে । তদন্ত চলছে ।

Intro:কেতাদুরস্ত পোশাক পরে, দুই যুবক সেলসম্যান সেজে এসেছিল গৃহস্থ বাড়িতে। চোখের পলকে হাতসাফাই করে নিয়ে পালাল দেড়লক্ষ টাকা মুল্যের সোনার গহনা। কুলটি থানার মিঠানির ঘটনা। পুলিশ অভিযোগ দায়ের করা হলেও ওই দুই যুবকের হদিশ মেলেনি।
জানা গেছে আজ মিঠানীর চাটুজ্যে পাড়ায় নীলমনি চট্টোপাধ্যায়ের বাড়িতে দুই সেলসম্যান আসে। তারা বলে তাদের কাছে একধরনের ডিটারজেন্ট আছে যা দিয়ে শুধু বাড়ির বাসনকোসন নয়, চাইলে সোনা-রুপোও পরিস্কার হয়ে যাবে। বিষয়টি জানতে উত্সাহ প্রকাশ করেন বাড়ির দুই গৃহবধু মৌসুমি চট্টোপাধ্যায় ও বিউটি চট্টোপাধ্যায়। ওই দুই যুবক এরপর পরীক্ষা করে ডিটারজেন্টের ক্ষমতা বোঝাতে শুরু করে।
মৌসুমী দেবী জানান, “প্রথমে আমার কাছ থেকে পায়ের তোড়া নেয় ওরা পরিস্কার করে ফেরত দিয়ে দেয়। এরপর বলে সোনা পরিস্কার করবে। আমার জায়ের কাছে সোনার কানের চায়। সেই কানের খুলে দেয় আমার জা। আমাকে বলে বাটিতে এতটা ডিটারজেন্ট গোলা হয়েছে। আরও কিছু থাকলে দিন। আপনার সামনেই তো হচ্ছে পরিস্কার। সরল বিশ্বাসে দুই জা মিলে সোনার হার, আঙটি, কানের খুলে দেয়। তা পরিস্কার করার পর একটি কাগজের প্যাকেটে চোখের সামনেই ভরা হয়। এরপর প্যাকেটটি স্টেপলিং করে বলা হয় ফ্রিজে কিছুক্ষনের জন্য রেখে দিন। কথা মত তাই করি। ওই দুজন চলে যায়। কিন্তু সন্দেহ হওয়ায় দৌড়ে গিয়ে প্যাকেট খুলে দেখি কিছু নেই। বাইরে বেরিয়ে দেখি ওই দুজনও নেই। অনেক খুঁজেও পাওয়া যায়নি তাদের।”
এই ঘটনার পর গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশে অভিযোগ জানানো হয়েছে। যদিও ওই দুজনের কোন খোঁজ মেলেনি।

Body:..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.