ETV Bharat / state

চোর সন্দেহে নাবালককে মার RPF জওয়ানের ! - durgapur rail station

কয়েকবছর আগে মা মারা গেছে ৷ স্টেশনেই ভিক্ষা করে ওই নাবালক৷ পড়াশোনা করা তো দূর-অস্ত ৷ রোজ ঠিক মতো খাবারই জোটে না ৷ দু'মুঠো অন্ন জোগাড়ের তাগিদে স্টেশন চত্বরে বসে ভিক্ষা করে ৷ প্রতিদিনের মতো আজও স্টেশন চত্বরে বসে ভিক্ষা করছিল সে ৷ হঠাৎই এক RPF জওয়ান তাকে চোর সন্দেহে জোর করে রাস্তায় টেনেহিঁচড়ে নিয়ে যায় ৷ এলোপাথাড়ি মারধর করতে থাকে ৷

নাবালক
author img

By

Published : Aug 27, 2019, 11:23 PM IST

Updated : Aug 27, 2019, 11:57 PM IST

দুর্গাপুর, 27 অগাস্ট : চোর সন্দেহে এক নাবালককে মারধরের অভিযোগ উঠল RPF-এর এক জওয়ানের বিরুদ্ধে ৷ ওই নাবালকের বয়স 9 ৷ প্রতিদিনের মতো আজও স্টেশন চত্বরে বসে ভিক্ষা করছিল সে ৷ অভিযোগ, হঠাৎই এক RPF জওয়ান চোর সন্দেহে তাকে টেনেহিঁচড়ে রাস্তায় নিয়ে যায় ৷ এরপর এলোপাথাড়ি মারতে থাকে ৷ দুর্গাপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের ঘটনা ৷ ঘটনার প্রতিবাদ করেন স্থানীয়রা ৷ ঘিরে রাখা হয় ওই RPF জওয়ানকে ৷

স্থানীয়রা জানিয়েছেন, ওই নাবালক স্টেশনেই ভিক্ষা করে ৷ কয়েকবছর আগে মা মারা গেছে তার ৷ পড়াশোনা তো দূর-অস্ত ৷ রোজ ঠিক মতো খাবারই জোটে না ৷ দু'মুঠো অন্ন জোগাড়ের তাগিদে স্টেশন চত্বরে বসে ভিক্ষা করে ৷ প্রতিদিনের মতো আজও স্টেশন চত্বরে বসে ভিক্ষা করছিল সে ৷ হঠাৎই এক RPF অফিসার তাকে চোর সন্দেহে তুলে নিয়ে যায় ৷ জোর করে রাস্তায় টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে এলোপাথাড়ি মারধর করতে থাকে ৷ ঘটনার প্রতিবাদ করেন উপস্থিত অনেকেই ৷ চুরি যদি সে করে থাকে তবে প্রমাণের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া উচিত রেলপুলিশের ৷ এভাবে রাস্তায় চোর সন্দেহে আচমকা কোনও নাবালককে মারধর করতে পারেন না কোনও RPF জওয়ান ৷

শুনুন নাবালকের বক্তব্য

সোমবার ডাউন দুন এক্সপ্রেস ট্রেনে এক মহিলার টাকার ব্যাগ চুরি হয় । ঘটনার পরে নড়েচড়ে বসে রেলপুলিশ ৷ তবে আজ ওই RPF জওয়ান বিনা প্রমাণেই ওই নাবালককে মারধর করতে থাকে বলে অভিযোগ ৷ তার এহেন 'বীরত্ব' প্রদর্শনে স্বভাবতই ক্ষুব্ধ হয় স্থানীয়রা ৷ ঘিরে রাখা হয় ওই জওয়ানকে । দুর্গাপুর স্টেশন বাসস্ট্যান্ডে আসেন, RPF-এর অফিসার ইনচার্জ মুকেশ কুমার সহ পদস্থ আধিকারিকরা । প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় নাবালককে । সে বলে, "আমি বারবার বলছিলাম আমি চুরি করিনি । তাও আমাকে স্টেশন থেকে টানতে টানতে বাসস্ট্যান্ডে এসে রাস্তায় ফেলে মারল ।" নাবালকের এক আত্মীয়ের অভিযোগ, "নাবালকের উপর কী ভাবে এমন অমানবিক অত্যাচার করল ওই RPF জওয়ান?" দুর্গাপুর স্টেশনের RPF অফিসার ইনচার্জ মুকেশ কুমার বলেন, "যা বলার উর্ধ্বতন কর্তৃপক্ষ বলবেন ৷"

দুর্গাপুর, 27 অগাস্ট : চোর সন্দেহে এক নাবালককে মারধরের অভিযোগ উঠল RPF-এর এক জওয়ানের বিরুদ্ধে ৷ ওই নাবালকের বয়স 9 ৷ প্রতিদিনের মতো আজও স্টেশন চত্বরে বসে ভিক্ষা করছিল সে ৷ অভিযোগ, হঠাৎই এক RPF জওয়ান চোর সন্দেহে তাকে টেনেহিঁচড়ে রাস্তায় নিয়ে যায় ৷ এরপর এলোপাথাড়ি মারতে থাকে ৷ দুর্গাপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের ঘটনা ৷ ঘটনার প্রতিবাদ করেন স্থানীয়রা ৷ ঘিরে রাখা হয় ওই RPF জওয়ানকে ৷

স্থানীয়রা জানিয়েছেন, ওই নাবালক স্টেশনেই ভিক্ষা করে ৷ কয়েকবছর আগে মা মারা গেছে তার ৷ পড়াশোনা তো দূর-অস্ত ৷ রোজ ঠিক মতো খাবারই জোটে না ৷ দু'মুঠো অন্ন জোগাড়ের তাগিদে স্টেশন চত্বরে বসে ভিক্ষা করে ৷ প্রতিদিনের মতো আজও স্টেশন চত্বরে বসে ভিক্ষা করছিল সে ৷ হঠাৎই এক RPF অফিসার তাকে চোর সন্দেহে তুলে নিয়ে যায় ৷ জোর করে রাস্তায় টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে এলোপাথাড়ি মারধর করতে থাকে ৷ ঘটনার প্রতিবাদ করেন উপস্থিত অনেকেই ৷ চুরি যদি সে করে থাকে তবে প্রমাণের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া উচিত রেলপুলিশের ৷ এভাবে রাস্তায় চোর সন্দেহে আচমকা কোনও নাবালককে মারধর করতে পারেন না কোনও RPF জওয়ান ৷

শুনুন নাবালকের বক্তব্য

সোমবার ডাউন দুন এক্সপ্রেস ট্রেনে এক মহিলার টাকার ব্যাগ চুরি হয় । ঘটনার পরে নড়েচড়ে বসে রেলপুলিশ ৷ তবে আজ ওই RPF জওয়ান বিনা প্রমাণেই ওই নাবালককে মারধর করতে থাকে বলে অভিযোগ ৷ তার এহেন 'বীরত্ব' প্রদর্শনে স্বভাবতই ক্ষুব্ধ হয় স্থানীয়রা ৷ ঘিরে রাখা হয় ওই জওয়ানকে । দুর্গাপুর স্টেশন বাসস্ট্যান্ডে আসেন, RPF-এর অফিসার ইনচার্জ মুকেশ কুমার সহ পদস্থ আধিকারিকরা । প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় নাবালককে । সে বলে, "আমি বারবার বলছিলাম আমি চুরি করিনি । তাও আমাকে স্টেশন থেকে টানতে টানতে বাসস্ট্যান্ডে এসে রাস্তায় ফেলে মারল ।" নাবালকের এক আত্মীয়ের অভিযোগ, "নাবালকের উপর কী ভাবে এমন অমানবিক অত্যাচার করল ওই RPF জওয়ান?" দুর্গাপুর স্টেশনের RPF অফিসার ইনচার্জ মুকেশ কুমার বলেন, "যা বলার উর্ধ্বতন কর্তৃপক্ষ বলবেন ৷"

Intro:সোমবার ডাউন দুন এক্সপ্রেস ট্রেনে এক মহিলার টাকার ব্যাগ চুরি হয়।এই ঘটনার পরে নড়ে চড়ে বসা রেলপুলিশের এক জওয়ান নিজের বীরত্ব দেখালেন আদুল গায়ে থাকা অপুষ্টির অভাবে ভুগতে থাকা নয়বছর বয়সী এক হাড়জিরজিরে কিশোরকে ধরে টেনেহিঁচড়ে রাস্তায় ফেলে পিটিয়ে। রেলপুলিশের এই জওয়ানের অমানবিকতার ছবি দেখল দুর্গাপুর স্টেশন।মঙ্গলবার এই ঘটনায় নিন্দার ঝড়।প্রতিবাদেও গর্জে উঠল অনেকেই।

মা মারা যাওয়ার পর থেকে পড়াশুনা করার আর অবকাশ ছিল না।তাই স্টেশনে ভিক্ষে করেই দুবেলা দুমুঠো অন্ন জোগাড়ের লড়াই শুরু হয় ৯ বছর বয়সী সারতা র।মঙ্গলবার বিকালে দুর্গাপুর স্টেশনের চার নম্বর প্লাটফর্মে বসেছিল স্থানীয় শিমুলতলা বস্তির বছর নয়ের সারতা।অভিযোগ, হটাৎই আর.পি. এফের এক জওয়ান সারতার ঘাড়ে ধরে সে কোথায় চুরির টাকা রেখেছে জানাতে বলে তাকে। এর পরে টেনে হিঁচড়ে চার নম্বর প্লাটফর্ম থেকে দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ড চত্বরে নিয়ে আসে।রাস্তায় ফেলে চলে নয় বছরের এই শিশুর ওপর অমানবিক অত্যাচার।
চোর সন্দেহে এক কিশোরকে এভাবে মারধর করছে আর.পি.এফ এর এক জওযান এই দৃশ্য দেখে আশপাশের লোকজন ছুটে আসেন।শিশুর ওপরে বীরত্ব দেখানো জওযানকে ঘিরে ধরে ক্ষোভে ফেটে পড়েন অনেকেই।ঘিরে রাখে ওই জওয়ান কে। আর ততক্ষনে ধুলায় লুটিয়ে সারতা। দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডে ছুটে আসেন,আর.পি.এফের অফিসার ইন চার্জ মুকেশ কুমার সহ পদস্থ আধিকারিকরা। আর.পি.এফ জওযানরা শিশুটির প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় একটি নার্সিং হোমে নিয়ে যায়।নির্যাতিত সারতা নামে বছর নয়ের ঐ শিশুর কথায়, ""আমি পুলিশ কাকুকে বলেছি বারবার আমি চুরি করিনি। তাও পুলিশ কাকু স্টেশন থেকে টানতে টানতে বাস স্ট্যান্ডে এসে রাস্তায় ফেলে মারলো।"" শিশুটির এক আত্মীয়ের অভিযোগ, "" শিশুর ওপর কিভাবে এমন অমানবিক অত্যাচার করলো জওয়ান?""" স্থানীয়রা বাস আর.পি.এফ এর আধিকারিকদের সাথে দেখা করে জানান, এইভাবে আর.পি.এফ গুন্ডাগিরি চালালে তারা সবাই মিলে আন্দোলনে নামতে বাধ্য হবেন। দুর্গাপুর স্টেশনের আর.পি.এফের অফিসার ইনচার্জ মুকেশ কুমার বলেন, যা বলার উর্দ্ধতন কর্তৃপক্ষ বলবেন।
এই ঘটনায় নিন্দার ঝড় শহরজুড়ে।Body:গConclusion:হ
Last Updated : Aug 27, 2019, 11:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.