ETV Bharat / state

দুর্গাপুরের উপসংশোধনাগারে কোরোনার থাবা, আক্রান্ত বিচারাধীন বন্দী - দুর্গাপুরের উপসংশোধনাগারে কোরোনায় আক্রান্ত এক বন্দি

দুর্গাপুরের উপসংশোধনাগারে কোরোনায় আক্রান্ত এক বন্দী ।

one prisoner is infected with corona virus in durgapur
দুর্গাপুরের উপসংশোধনাগারে আক্রান্ত বিচারাধীন বন্দী
author img

By

Published : Sep 3, 2020, 10:59 PM IST

দুর্গাপুর , 3 সেপ্টেম্বর : এবার দুর্গাপুরের উপসংশোধনাগারে কোরোনায় আক্রান্ত এক বন্দী । এরপর সংশোধনাগারের বাকি বন্দীদের ব়্যাপিড টেস্টের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে আজ সকালে তড়িঘড়ি একটি টিম পাঠানো হয় । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায় ।

দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ইন্দ্রজিৎ মাজি বলেন, "31 অগাস্ট দুপুর 12 টা নাগাদ দুর্গাপুর উপসংশোধনাগার থেকে ওই বিচারাধীন বন্দীকে প্রস্রাব ও উচ্চরক্তচাপজনিত সমস্যা নিয়ে ভরতি করা হয়েছিল । 1 তারিখ এই ব্যাক্তির জ্বরের উপসর্গ দেখা দেওয়ায় তার কোরোনা নমুনা পরীক্ষা করানো হয় । এরপর তার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ এরপর আজ তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে মলানদিঘির কোরোনা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে । "

এরপরই কোনওরকম ঝুঁকি না নিয়ে দুর্গাপুর মহকুমা প্রশাসন উপসংশোধনাগারের বাকি বিচারাধীন বন্দিদের ব়্যাপিড টেস্টের জন্য সরকারি হাসপাতাল থেকে একটি বিশেষ চিকিৎসক দল পাঠানো হয় সংশোধনাগারে ।

দুর্গাপুর , 3 সেপ্টেম্বর : এবার দুর্গাপুরের উপসংশোধনাগারে কোরোনায় আক্রান্ত এক বন্দী । এরপর সংশোধনাগারের বাকি বন্দীদের ব়্যাপিড টেস্টের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে আজ সকালে তড়িঘড়ি একটি টিম পাঠানো হয় । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায় ।

দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ইন্দ্রজিৎ মাজি বলেন, "31 অগাস্ট দুপুর 12 টা নাগাদ দুর্গাপুর উপসংশোধনাগার থেকে ওই বিচারাধীন বন্দীকে প্রস্রাব ও উচ্চরক্তচাপজনিত সমস্যা নিয়ে ভরতি করা হয়েছিল । 1 তারিখ এই ব্যাক্তির জ্বরের উপসর্গ দেখা দেওয়ায় তার কোরোনা নমুনা পরীক্ষা করানো হয় । এরপর তার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ এরপর আজ তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে মলানদিঘির কোরোনা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে । "

এরপরই কোনওরকম ঝুঁকি না নিয়ে দুর্গাপুর মহকুমা প্রশাসন উপসংশোধনাগারের বাকি বিচারাধীন বন্দিদের ব়্যাপিড টেস্টের জন্য সরকারি হাসপাতাল থেকে একটি বিশেষ চিকিৎসক দল পাঠানো হয় সংশোধনাগারে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.