ETV Bharat / state

জামুড়িয়ায় ডাম্পারের ধাক্কায় মৃত 1 , আহত 1 - পশ্চিম বর্ধমান

জামুড়িয়ার কুনুস্তোরিয়া মোড়ে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল একজনের । ঘাতক ডাম্পারের চালক পলাতক ৷

jamuria
জামুড়িয়ায় ডাম্পারের ধাক্কায় মৃত 1 , আহত 1
author img

By

Published : Jun 17, 2020, 10:32 AM IST

Updated : Jun 17, 2020, 11:23 AM IST

জামুড়িয়া ,17 জুন : জামুড়িয়ায় 60 নম্বর জাতীয় সড়কে কুনুস্তোরিয়া মোড়ে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল একজনের । গুরুতর আহত হয়েছে একজন । খবর পেয়ে ঘটনাস্থানে যায় জামুড়িয়া থানার পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । গুরুতর আহত ব্যক্তি আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন । দুর্ঘটনার জেরে 60 নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ।

কী কারণে জামুড়িয়ার 60 নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ ? দেখুন ভিডিয়োয়...

দুর্গাপুরে বিধাননগর থেকে বাইকে কাজের জন্য জামুড়িয়ার সিমেন্ট কারখানাতে যাচ্ছিলেন ওই দু'জন । স্থানীয় এক বাসিন্দা বলেন, "হঠাৎই কুনুস্তোরিয়া মোড়ের কাছে ডাম্পারের সঙ্গে ধাক্কা খায় বাইকটি । ঘটনাস্থানেই মৃত্যু হয় এক ব্যক্তির । গুরুতর আহত হন আর একজন ।" খবর দেওয়া হয় জামুড়িয়া থানায় । পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্ত জন্য পাঠায় । ঘাতক ডাম্পারের চালক পলাতক । "

দুর্ঘটনার জেরে আশপাশের বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান । জামুড়িয়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ফের যানচলাচল স্বাভাবিক হয় ।

জামুড়িয়া ,17 জুন : জামুড়িয়ায় 60 নম্বর জাতীয় সড়কে কুনুস্তোরিয়া মোড়ে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল একজনের । গুরুতর আহত হয়েছে একজন । খবর পেয়ে ঘটনাস্থানে যায় জামুড়িয়া থানার পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । গুরুতর আহত ব্যক্তি আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন । দুর্ঘটনার জেরে 60 নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ।

কী কারণে জামুড়িয়ার 60 নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ ? দেখুন ভিডিয়োয়...

দুর্গাপুরে বিধাননগর থেকে বাইকে কাজের জন্য জামুড়িয়ার সিমেন্ট কারখানাতে যাচ্ছিলেন ওই দু'জন । স্থানীয় এক বাসিন্দা বলেন, "হঠাৎই কুনুস্তোরিয়া মোড়ের কাছে ডাম্পারের সঙ্গে ধাক্কা খায় বাইকটি । ঘটনাস্থানেই মৃত্যু হয় এক ব্যক্তির । গুরুতর আহত হন আর একজন ।" খবর দেওয়া হয় জামুড়িয়া থানায় । পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্ত জন্য পাঠায় । ঘাতক ডাম্পারের চালক পলাতক । "

দুর্ঘটনার জেরে আশপাশের বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান । জামুড়িয়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ফের যানচলাচল স্বাভাবিক হয় ।

Last Updated : Jun 17, 2020, 11:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.