ETV Bharat / state

Panchayat Elections 2023: যাঁকে ইচ্ছে ভোট দিন, তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে এসে বললেন নুসরত - nusrat jahan is in barabani

বুধবার পশ্চিম বর্ধমানের বারাবনিতে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে আসেন নুসরত জাহান ৷ রোড শোও করেন তিনি ৷

ETV Bharat
প্রচারে নুসরত
author img

By

Published : Jul 5, 2023, 10:16 PM IST

নুসরত জাহানের বক্তব্য

বারাবনি, 5 জুলাই: 8 জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ তার আগে এখন প্রায় শেষবেলার প্রচারে ঝাঁপিয়েছে সবকটি রাজনৈতিক দল ৷ তৃণমূলের হয়ে ভোটের প্রচারের শেষবেলায় ঝড় তুলতে বুধবার পশ্চিম বর্ধমানের বারাবনিতে আসেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী অভিনেত্রী নুসরত জাহান । এদিন দলীয় প্রার্থীর হয়ে প্রচারে এলেও তাঁর মুখে শোনা যায়, যাকে ইচ্ছে তাঁকে ভোট দেওয়ার কথা ৷

এদিন বিকেলে তিনি বারাবনি এলাকায় একটি রোড শো ও একাধিক সভা করেন । এদিনের প্রচারে নুসরতের সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় ও অনান্য নেতৃত্ব । এদিন বারাবনিতে প্রথমে কয়েকটি জনসভা করেন নুসরত ৷ তারপর একটি রোড শোও করেন বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ ৷

এদিন প্রথমে তিনি বারাবনি বিধানসভার জামগ্রাম, খোঁড়াবড়, মদনপুর অঞ্চলে জনসভা এবং তারপর দোমোহানি লাইব্রেরি থেকে বারাবনি বিডিও অফিস পর্যন্ত রোড শো করেন । নুসরাত জাহান তাঁর বক্তব্যে বলেন,"যাকে আপনাদের ইচ্ছে তাঁকে ভোট দেবেন । আমি জোর করতে আসিনি । আপনার দুয়ারে যদি কেউ এসে ভগবানের নাম নিয়ে ভোট চায়, বা কোনও পার্টি এসে যদি বলে এই ক'রে দেব, ওই ক'রে দেব । তাহলে তাদের জিজ্ঞেস করবেন এখনও পর্যন্ত কী করেছেন ? কিছু করে থাকলে একশোবার ভোট দেব আপনাদের, তৃণমূলকে বাদ দিয়ে।"

আরও পড়ুন: পাণ্ডুয়ায় অভিষেকের নির্বাচনী প্রচারে কালো পতাকা দেখিয়ে আটক এক

এরপরেই সবাইকে চমকে দিয়ে প্রার্থীদের দাঁড় করিয়ে নুসরাত জাহান বলেন, "আমি আপনাদের সকলকে হাতজোড় করে অনুরোধ করব, এনাদের কাউকে ভোট দিতে হবে না । আমরা কেউই নেতৃত্ব নই । মনে রাখবেন যে সরকারকে আপনারা ভোট দেবেন সেই সরকার যেন ভালোবাসার সরকার হোক, সততার সরকার হোক, মনুষ্যত্বের সরকার হোক, সম্প্রীতির সরকার হোক । সেই সরকারকেই আপনারা ভোট দেবেন । আমরা আপনাদের পাশে ছিলাম, আছি আর থাকব ৷"

নুসরত জাহানের বক্তব্য

বারাবনি, 5 জুলাই: 8 জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ তার আগে এখন প্রায় শেষবেলার প্রচারে ঝাঁপিয়েছে সবকটি রাজনৈতিক দল ৷ তৃণমূলের হয়ে ভোটের প্রচারের শেষবেলায় ঝড় তুলতে বুধবার পশ্চিম বর্ধমানের বারাবনিতে আসেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী অভিনেত্রী নুসরত জাহান । এদিন দলীয় প্রার্থীর হয়ে প্রচারে এলেও তাঁর মুখে শোনা যায়, যাকে ইচ্ছে তাঁকে ভোট দেওয়ার কথা ৷

এদিন বিকেলে তিনি বারাবনি এলাকায় একটি রোড শো ও একাধিক সভা করেন । এদিনের প্রচারে নুসরতের সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় ও অনান্য নেতৃত্ব । এদিন বারাবনিতে প্রথমে কয়েকটি জনসভা করেন নুসরত ৷ তারপর একটি রোড শোও করেন বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ ৷

এদিন প্রথমে তিনি বারাবনি বিধানসভার জামগ্রাম, খোঁড়াবড়, মদনপুর অঞ্চলে জনসভা এবং তারপর দোমোহানি লাইব্রেরি থেকে বারাবনি বিডিও অফিস পর্যন্ত রোড শো করেন । নুসরাত জাহান তাঁর বক্তব্যে বলেন,"যাকে আপনাদের ইচ্ছে তাঁকে ভোট দেবেন । আমি জোর করতে আসিনি । আপনার দুয়ারে যদি কেউ এসে ভগবানের নাম নিয়ে ভোট চায়, বা কোনও পার্টি এসে যদি বলে এই ক'রে দেব, ওই ক'রে দেব । তাহলে তাদের জিজ্ঞেস করবেন এখনও পর্যন্ত কী করেছেন ? কিছু করে থাকলে একশোবার ভোট দেব আপনাদের, তৃণমূলকে বাদ দিয়ে।"

আরও পড়ুন: পাণ্ডুয়ায় অভিষেকের নির্বাচনী প্রচারে কালো পতাকা দেখিয়ে আটক এক

এরপরেই সবাইকে চমকে দিয়ে প্রার্থীদের দাঁড় করিয়ে নুসরাত জাহান বলেন, "আমি আপনাদের সকলকে হাতজোড় করে অনুরোধ করব, এনাদের কাউকে ভোট দিতে হবে না । আমরা কেউই নেতৃত্ব নই । মনে রাখবেন যে সরকারকে আপনারা ভোট দেবেন সেই সরকার যেন ভালোবাসার সরকার হোক, সততার সরকার হোক, মনুষ্যত্বের সরকার হোক, সম্প্রীতির সরকার হোক । সেই সরকারকেই আপনারা ভোট দেবেন । আমরা আপনাদের পাশে ছিলাম, আছি আর থাকব ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.