ETV Bharat / state

নেই নিকাশি ব্যবস্থা, জলমগ্ন দুর্গাপুরের একাধিক ওয়ার্ড - bjp

দুর্গাপুর নগর নিগমের 16 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঋষি অরবিন্দ নগর এলাকায় জলমগ্ন । ব্যাপক দুর্ভোগে এলাকাবাসীদের। চরম সমস্যার মধ্যে যাতায়াত করতে হচ্ছে তাদের । নিকাশি ব্যবস্থা ঠিকমত না থাকার জন্যই এই ধরনের ঘটনা ঘটছে বারেবারেই বলে দাবি এলাকাবাসীদের ৷

নেই নিকাশি ব্যবস্থা, জলমগ্ন দুর্গাপুরের বহু ওয়ার্ড
নেই নিকাশি ব্যবস্থা, জলমগ্ন দুর্গাপুরের বহু ওয়ার্ড
author img

By

Published : Jun 16, 2021, 10:30 PM IST

দুর্গাপুর, 16 জুন : বুধবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টিপাত শহর দুর্গাপুর জুড়ে । নিম্নচাপের জেরে এই বৃষ্টিপাত চলছে গত কয়েকদিন ধরে । বুধবার সকালে এই প্রচণ্ড বৃষ্টিপাতের জেরে দুর্গাপুরের বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দারা জলবন্দি দশায় কাটাচ্ছেন । আর তা নিয়ে শুরু রাজনৈতিক বিতর্ক ।

দুর্গাপুর নগর নিগমের 16 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঋষি অরবিন্দ নগর এলাকায় জলমগ্ন । ব্যাপক দুর্ভোগে এলাকাবাসীদের। চরম সমস্যার মধ্যে যাতায়াত করতে হচ্ছে তাদের । এই ধরনের জল এলাকায় না জমে সেই ব্যবস্থা করুক প্রশাসন, এমনই দাবি রাখছে এলাকাবাসীরা । নিকাশি ব্যবস্থা ঠিকমত না থাকার জন্যই এই ধরনের ঘটনা ঘটছে বারেবারেই বলে দাবি এলাকাবাসীদের ৷ আর তাই নিয়েই অভিযোগ, পাল্টা অভিযোগে মাতলেন বিজেপির দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষন ঘোড়ুই এবং দুর্গাপুর নগর নিগমের দু'নম্বর বরো কমিটির চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার ৷

রমাপ্রসাদ হালদার বলেন, "গতকাল রাত থেকে যে হারে বৃষ্টি হচ্ছে তাতে বেশকিছু এলাকায় জল জমেছে ৷ বাম আমলে কাজের গাফিলতির কারণে এই এলাকার নিকাশির এই অবস্থা ৷ আমরা জল নিকাশির কাজ শুরু করেছি ৷ করোনার কারণে কাজ শেষ করতে সময় লাগছে ৷ এক দেড় মাসের মধ্যে কাজ শেষ হয়ে গেলে এলাকার মানুষ উপকৃত হবে ৷ "

নিকাশি ব্যবস্থা নিয়ে শুরু রাজনৈতিক বিতর্ক

আরও পড়ুন : জামাই ষষ্ঠীতে ভিলেন বৃষ্টিতে ব্যবসা লাটে

অন্যদিকে বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, " সামান্য বৃষ্টিতেই এই অবস্থা, বেশি বৃষ্টি হলে কী হবে ? 2017 সালে মানুষের কাছে থেকে জোর করে ভোট আদায় করে তৃণমূল ক্ষমতায় এসেছিল ৷ এখন আর কাউন্সিলরের দেখা নেই ৷ এলাকার মানুষের জন্য আমি চিন্তিত ৷ "

দুর্গাপুর, 16 জুন : বুধবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টিপাত শহর দুর্গাপুর জুড়ে । নিম্নচাপের জেরে এই বৃষ্টিপাত চলছে গত কয়েকদিন ধরে । বুধবার সকালে এই প্রচণ্ড বৃষ্টিপাতের জেরে দুর্গাপুরের বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দারা জলবন্দি দশায় কাটাচ্ছেন । আর তা নিয়ে শুরু রাজনৈতিক বিতর্ক ।

দুর্গাপুর নগর নিগমের 16 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঋষি অরবিন্দ নগর এলাকায় জলমগ্ন । ব্যাপক দুর্ভোগে এলাকাবাসীদের। চরম সমস্যার মধ্যে যাতায়াত করতে হচ্ছে তাদের । এই ধরনের জল এলাকায় না জমে সেই ব্যবস্থা করুক প্রশাসন, এমনই দাবি রাখছে এলাকাবাসীরা । নিকাশি ব্যবস্থা ঠিকমত না থাকার জন্যই এই ধরনের ঘটনা ঘটছে বারেবারেই বলে দাবি এলাকাবাসীদের ৷ আর তাই নিয়েই অভিযোগ, পাল্টা অভিযোগে মাতলেন বিজেপির দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষন ঘোড়ুই এবং দুর্গাপুর নগর নিগমের দু'নম্বর বরো কমিটির চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার ৷

রমাপ্রসাদ হালদার বলেন, "গতকাল রাত থেকে যে হারে বৃষ্টি হচ্ছে তাতে বেশকিছু এলাকায় জল জমেছে ৷ বাম আমলে কাজের গাফিলতির কারণে এই এলাকার নিকাশির এই অবস্থা ৷ আমরা জল নিকাশির কাজ শুরু করেছি ৷ করোনার কারণে কাজ শেষ করতে সময় লাগছে ৷ এক দেড় মাসের মধ্যে কাজ শেষ হয়ে গেলে এলাকার মানুষ উপকৃত হবে ৷ "

নিকাশি ব্যবস্থা নিয়ে শুরু রাজনৈতিক বিতর্ক

আরও পড়ুন : জামাই ষষ্ঠীতে ভিলেন বৃষ্টিতে ব্যবসা লাটে

অন্যদিকে বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, " সামান্য বৃষ্টিতেই এই অবস্থা, বেশি বৃষ্টি হলে কী হবে ? 2017 সালে মানুষের কাছে থেকে জোর করে ভোট আদায় করে তৃণমূল ক্ষমতায় এসেছিল ৷ এখন আর কাউন্সিলরের দেখা নেই ৷ এলাকার মানুষের জন্য আমি চিন্তিত ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.