সালানপুর, 24 অগাস্ট : খরাপ্রবণ এলাকায় চাষবাস হয় না ? ইচ্ছে থাকলেই উপায় হয় ৷ খরাপ্রবণ এলাকায় চাষবাস করে দেখালেন সালানপুরের বাসিন্দারা । আসানসোলের সালানপুর ব্লকে কয়েকটি গ্রামে হাঁড়িসেচের মাধ্যমে আমবাগান তৈরি করা হয়েছে । সেই গাছ ইতিমধ্যেই বেড়ে উঠেছে । আগামী কয়েকদিনের মধ্যেই সেই গাছে ফলন আসবে বলে মনে করছেন পঞ্চায়েত প্রতিনিধিরা ৷
আসানসোলের রুক্ষ ভূমি মানেই সালানপুর ব্লক । এই এলাকার কোনও মাটিতেই জল ধারণ ক্ষমতা তেমন নেই । সেই কারণে চাষবাস হয় না বললেই চলে । এলাকার বেশিরভাগ মানুষ দিনমজুর । বিকল্প পদ্ধতিতে চাষবাসের মাধ্যমে বাসিন্দাদের কর্মসংস্থানের নতুন উদ্যোগ নিয়েছে সালানপুর ব্লক অফিস । হাঁড়িসেচের মাধ্যমে অভাবনীয়ভাবে আমবাগান তৈরি করা হচ্ছে । এই আমবাগানের মাধ্যমে 100 দিনের কাজে বাসিন্দাদের নতুন কর্মসংস্থানের হদিশ মিলছে । সালানপুরের আল্লাডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামচন্দ্রপুর এলাকায় হাঁড়িসেচের মাধ্যমে আমবাগান তৈরি হয়েছে ৷
কী এই প্রকল্প?
মাটি জল ধারণ করতে না পারলে গাছের গোড়ায় একটি হাঁড়ি পুঁতে রাখা হয় ৷ হাঁড়ির মধ্যে থাকে ছোট্ট একটি ছিদ্র ৷ তাতে লাগানো থাকে একটি কাপড়ের টুকরো ৷ হাঁড়িতে জল ঢাললে ছিদ্র দিয়ে জল চুঁইয়ে সারাদিন গাছের গাোড়ার মাটি ভিজিয়ে রাখে ৷ এর ফলে জল অপচয়ও বন্ধ হয় ৷
![Salanpur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-asn-01-pot-irrigation-story-7203430_17082019190421_1708f_02464_952.jpg)
পঞ্চায়েত প্রধান মহম্মদ সেলিম বলেন, "হাঁড়িসেচের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল । সেই সেচ ব্যবহার করে বাগান তৈরি হয়েছে । প্রায় ৩০০টি আম গাছ সেখানে লাগানো হয়েছে । প্রত্যেকটি আম গাছই বেঁচে আছে । খুব তাড়াতাড়ি সেগুলি ফলন দেবে ।"
![employment](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-asn-01-pot-irrigation-story-7203430_17082019190421_1708f_02464_135.jpg)
সালানপুরের BDO তপন সরকার বলেন, "বিকল্প পদ্ধতিতে চাষ করে প্রচুর কর্মসংস্থান হয়েছে । ১০০ দিনের কাজে বাসিন্দাদের নতুন কর্মসংস্থানের হদিশ মিলেছে । এই কাজ সফল হয়েছে । এই সেচের মাধ্যমে আল্লাডি, কল্যা-সহ বিভিন্ন পঞ্চায়েতের মানুষ উপকৃত হচ্ছেন ।"