ETV Bharat / state

বাড়ি বাড়ি ভূত পাঠান মহিলা ! ডাইনি অপবাদে মার

এক মহিলাকে ডাইনি অপবাদে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে । ঘটনাটি কুলটির খলিলনগরের । শুধু তাই নয়, মহিলার বাড়িতে তল্লাশি চালানোর নামে জিনিসপত্র তছনছ ও লুটপাট চালানোর অভিযোগও উঠেছে । অভিযোগ, আক্রান্ত ওই মহিলা পুলিশের দ্বারস্থ হলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি । বাধ্য হয়ে পুলিশ কমিশনারেটের দ্বারস্থ হন তিনি ও তাঁর পরিবার ।

ডাইনি অপবাদ
author img

By

Published : Sep 2, 2019, 11:00 PM IST

কুলটি, 2 সেপ্টেম্বর : এক মহিলাকে ডাইনি অপবাদে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে । ঘটনাটি কুলটির খলিলনগরের । শুধু তাই নয়, মহিলার বাড়িতে তল্লাশি চালানোর নামে জিনিসপত্র তছনছ ও লুটপাট চালানোর অভিযোগও উঠেছে । অভিযোগ, আক্রান্ত ওই মহিলা পুলিশের দ্বারস্থ হলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি । বাধ্য হয়ে পুলিশ কমিশনারেটের দ্বারস্থ হন তিনি ও তাঁর পরিবার ।

কুলটির খলিলনগরের বাসিন্দা মুনসার খাতুন নামে ওই মহিলা আজ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দপ্তরে আসেন । পুলিশ কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ করেন । মুনসার খাতুন জানিয়েছেন, 24 অগাস্ট ও গতকাল তাঁর বাড়িতে চড়াও হয় কয়েকজন প্রতিবেশী । অভিযোগ, তারা তাঁকে ডাইনি অপবাদ দেয় । মুনসার খাতুনের অভিযোগ, প্রতিবেশীরা দাবি করেছে তিনি তাদের বাড়িতে ভূত পাঠান ! তল্লাশি চালানোর নামে গোটা বাড়ি তছনছ করে তারা । মুনসারের আরও অভিযোগ, সোনার গয়নাও লুট করেছে অভিযুক্তরা । মারধরও করা হয় ।

বিষয়টি নিয়ে কুলটি থানায় অভিযোগ জানিয়েছিলেন মুনসার । তিনি বলেন, "পুলিশ এ বিষয়ে ব্যবস্থাই নেয়নি ।" বাধ্য হয়ে আজ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারের দ্বারস্থ হন । পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রতাপ সিং শিগগিরই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ।

কুলটি, 2 সেপ্টেম্বর : এক মহিলাকে ডাইনি অপবাদে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে । ঘটনাটি কুলটির খলিলনগরের । শুধু তাই নয়, মহিলার বাড়িতে তল্লাশি চালানোর নামে জিনিসপত্র তছনছ ও লুটপাট চালানোর অভিযোগও উঠেছে । অভিযোগ, আক্রান্ত ওই মহিলা পুলিশের দ্বারস্থ হলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি । বাধ্য হয়ে পুলিশ কমিশনারেটের দ্বারস্থ হন তিনি ও তাঁর পরিবার ।

কুলটির খলিলনগরের বাসিন্দা মুনসার খাতুন নামে ওই মহিলা আজ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দপ্তরে আসেন । পুলিশ কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ করেন । মুনসার খাতুন জানিয়েছেন, 24 অগাস্ট ও গতকাল তাঁর বাড়িতে চড়াও হয় কয়েকজন প্রতিবেশী । অভিযোগ, তারা তাঁকে ডাইনি অপবাদ দেয় । মুনসার খাতুনের অভিযোগ, প্রতিবেশীরা দাবি করেছে তিনি তাদের বাড়িতে ভূত পাঠান ! তল্লাশি চালানোর নামে গোটা বাড়ি তছনছ করে তারা । মুনসারের আরও অভিযোগ, সোনার গয়নাও লুট করেছে অভিযুক্তরা । মারধরও করা হয় ।

বিষয়টি নিয়ে কুলটি থানায় অভিযোগ জানিয়েছিলেন মুনসার । তিনি বলেন, "পুলিশ এ বিষয়ে ব্যবস্থাই নেয়নি ।" বাধ্য হয়ে আজ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারের দ্বারস্থ হন । পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রতাপ সিং শিগগিরই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ।

Intro:এক মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে তাকে এবং তার পরিবারকে মারধর করল তার প্রতিবেশীরা। শুধু তাই নয় তার বাড়িতে তল্লাশী চালানোর নামে জিনিসপত্র তছনছ করে লুঠপাট চালানোর অভিযোগ উঠেছে। ওই মহিলা পুলিশের দ্বারস্থ হলেও অভিযোগ পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে পুলিশ কমিশনারেটের দ্বারস্থ হন ওই মহিলা। কুলটির খলিলনগরের ঘটনা।
কুলটির খলিলনগরের বাসিন্দা মুনসার খাতুন আজ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দপ্তরে আসেন।পুলিশ কমিশনারকে লিখিত অভিযোগ করেন তিনি। মুনসার খাতুন জানিয়েছেন, গত ২৪ আগষ্ট এবং গতকাল দুদিন তার বাড়িতে চড়াও হয় তারই কিছু প্রতিবেশী। অভিযোগ তার প্রতিবেশীরা তাকে ডাইনি বলে অপবাদ দেয়। শুধু তাই নয়, তার আরও অভিযোগ প্রতিবেশীরা নাকি দাবি করে, সে নাকি ভুত পাঠায় লোকের বাড়িতে বাড়িতে। এই কুসংস্কারের বশবর্তী হয়ে গত ২৪ আগষ্ট ও গতকাল মুনসার খাতুনের বাড়িতে চড়াও হয় প্রতিবেশীরা। তল্লাশি চালানোর নামে গোটা বাড়ি তছনছ করা হয়। মুনসার খাতুনের অভিযোগ তার সোনার গহনাও লুঠ করে প্রতিবেশীরা। এরপর চলে মারধর। মুনসারের শওহর, ছেলেদের এবং মুনসারকে গনধোলাই দেওয়া হয়। বিষয়টি নিয়ে কুলটি থানায় অভিযোগ জানিয়েছেন মুনসার খাতুন। কিন্তু অভিযোগ পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়ে আজ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের দ্বারস্থ হন মুনসার। পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রতাপ সিং সব শুনে মুনসার বেগমকে আশ্বাস্থ করেছেন খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে।

Body:..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.