ETV Bharat / state

রেলপথে মাদক-কারবার রুখতে আসানসোল রেল ডিভিশনে "তুফান"

যারা রেল পথে গাঁজা, চরস, আফিম বা হেরোইন পাচারের কাজ করে, তাদের এবার সহজেই ধরা যাবে । আসানসোল রেল ডিভিশনের ঘরে এসেছে নতুন সদস্য "তুফান" । নারকোটিকস স্নিফার ডগ । ইতিমধ্যেই ডিউটি শুরু করে দিয়েছে সে ।

author img

By

Published : Dec 28, 2020, 10:37 PM IST

তুফান
তুফান

আসানসোল, 28 ডিসেম্বর : মাদক কারবারিদের পাকড়াও করতে এবার আসানসোল রেল ডিভিশনের ভরসা তুফান । মাদক খোঁজার জন্য এই প্রথম পূর্বরেলে নিয়ে আসা হল স্নিফার ডগ । জার্মান শেপার্ড এই কুকুরটির নাম দেওয়া হয়েছে তুফান । পূর্বরেলের একমাত্র আসানসোল রেল ডিভিশনের ডগ স্কোয়াডেই এই নারকোটিকস স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে । ইতিমধ্যে পুণে থেকে আট মাসের ট্রেনিং শেষ করে আসানসোল ডগ স্কোয়াডে এসেছে তুফান ।

আসানসোল রেল ডিভিশনে এর আগে চারটি কুকুর ছিল । তিনটি বম্ব স্কোয়াডের জন্য । একটি দুষ্কৃতী ধরার জন্য । নতুন সংযোজন নারকোটিকস স্নিফার ডগ তুফান । তুফানের এখন বয়স দেড় বছর ।

আসানসোল রেল ডিভিশনের ডগ স্কোয়াডের ইনচার্জ এস কে বর্মণ জানিয়েছেন, "পূর্ব রেলে শুধুমাত্র আসানসোল রেল ডিভিশনের এই নারকোটিকস স্নিফার ডগ আনা হয়েছে । যখন তখন রাতের ট্রেনে এই কুকুর নিয়ে অভিযান চালানো হবে । যারা রেল মারফত গাঁজা, চরস, আফিম বা হেরোইনের পাচারে যুক্ত তাদের সহজেই হাতেনাতে ধরা যাবে । ইতিমধ্যেই পুণে থেকে ট্রেনিং শেষ করে আসার পর 7-8 দিন ডিউটি করেছে তুফান । সম্পূর্ণভাবে ট্রেন চলাচল শুরু হলেই পুরোদমে তুফানকে কাজে লাগানো যাবে ।"

তুফান
রোজ দু'বেলা নিয়ম করে চলে তুফানের ট্রেনিং

আরও পড়ুন : কাঠমাফিয়া ও চোরশিকারিদের উপদ্রব রুখতে বক্সার জঙ্গলে আসছে সুইটি

বর্তমানে রোজ নিয়ম করে তুফানকে শারীরিক কসরত ও অন্যান্য প্র্যাকটিস করানো হয় । তার রোজকার দুপুরের মেনুতে রয়েছে দু'শো গ্রাম মাংস-সহ খিঁচুড়ি, সকাল ও বিকালে বিস্কুট, রাতে সরকার অনুমোদিত বিশেষ ডগ ফুড । আসানসোল ডগ স্কোয়াডে কুকুরদের জন্য রয়েছে আলাদা সিক রুম । যেখানে কোনও কুকুর অসুস্থ হয়ে পড়লে তাকে সেখানে রেখে চিকিৎসা করা হয় । রয়েছে সুইমিং পুল, প্র্যাকটিস গ্রাউন্ড ।

গন্ধ শুঁকে মাদক খুঁজতে ওস্তাদ তুফান

আরও চারটি স্নিফার ডগ থাকলেও তুফানকে নিয়ে গর্বিত তার হ্যান্ডলার এস কে সিং । তিনিও তুফানের সঙ্গে থেকে ট্রেনিং শেষ করে ফিরেছেন । এস কে সিং জানান, "পূর্ব রেলের প্রথম নারকোটিক্স স্নিফার ডগকে আমি হ্যান্ডলিং করছি, এর চেয়ে আর গর্বের কি হতে পারে। তুফানকে নিয়ে আমি খুব আশাবাদী। ও খুব বুদ্ধিমান কুকুর । আগামী দিনে বড়সড় পাচারকারীদের ও ধরবেই ।"

আসানসোল, 28 ডিসেম্বর : মাদক কারবারিদের পাকড়াও করতে এবার আসানসোল রেল ডিভিশনের ভরসা তুফান । মাদক খোঁজার জন্য এই প্রথম পূর্বরেলে নিয়ে আসা হল স্নিফার ডগ । জার্মান শেপার্ড এই কুকুরটির নাম দেওয়া হয়েছে তুফান । পূর্বরেলের একমাত্র আসানসোল রেল ডিভিশনের ডগ স্কোয়াডেই এই নারকোটিকস স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে । ইতিমধ্যে পুণে থেকে আট মাসের ট্রেনিং শেষ করে আসানসোল ডগ স্কোয়াডে এসেছে তুফান ।

আসানসোল রেল ডিভিশনে এর আগে চারটি কুকুর ছিল । তিনটি বম্ব স্কোয়াডের জন্য । একটি দুষ্কৃতী ধরার জন্য । নতুন সংযোজন নারকোটিকস স্নিফার ডগ তুফান । তুফানের এখন বয়স দেড় বছর ।

আসানসোল রেল ডিভিশনের ডগ স্কোয়াডের ইনচার্জ এস কে বর্মণ জানিয়েছেন, "পূর্ব রেলে শুধুমাত্র আসানসোল রেল ডিভিশনের এই নারকোটিকস স্নিফার ডগ আনা হয়েছে । যখন তখন রাতের ট্রেনে এই কুকুর নিয়ে অভিযান চালানো হবে । যারা রেল মারফত গাঁজা, চরস, আফিম বা হেরোইনের পাচারে যুক্ত তাদের সহজেই হাতেনাতে ধরা যাবে । ইতিমধ্যেই পুণে থেকে ট্রেনিং শেষ করে আসার পর 7-8 দিন ডিউটি করেছে তুফান । সম্পূর্ণভাবে ট্রেন চলাচল শুরু হলেই পুরোদমে তুফানকে কাজে লাগানো যাবে ।"

তুফান
রোজ দু'বেলা নিয়ম করে চলে তুফানের ট্রেনিং

আরও পড়ুন : কাঠমাফিয়া ও চোরশিকারিদের উপদ্রব রুখতে বক্সার জঙ্গলে আসছে সুইটি

বর্তমানে রোজ নিয়ম করে তুফানকে শারীরিক কসরত ও অন্যান্য প্র্যাকটিস করানো হয় । তার রোজকার দুপুরের মেনুতে রয়েছে দু'শো গ্রাম মাংস-সহ খিঁচুড়ি, সকাল ও বিকালে বিস্কুট, রাতে সরকার অনুমোদিত বিশেষ ডগ ফুড । আসানসোল ডগ স্কোয়াডে কুকুরদের জন্য রয়েছে আলাদা সিক রুম । যেখানে কোনও কুকুর অসুস্থ হয়ে পড়লে তাকে সেখানে রেখে চিকিৎসা করা হয় । রয়েছে সুইমিং পুল, প্র্যাকটিস গ্রাউন্ড ।

গন্ধ শুঁকে মাদক খুঁজতে ওস্তাদ তুফান

আরও চারটি স্নিফার ডগ থাকলেও তুফানকে নিয়ে গর্বিত তার হ্যান্ডলার এস কে সিং । তিনিও তুফানের সঙ্গে থেকে ট্রেনিং শেষ করে ফিরেছেন । এস কে সিং জানান, "পূর্ব রেলের প্রথম নারকোটিক্স স্নিফার ডগকে আমি হ্যান্ডলিং করছি, এর চেয়ে আর গর্বের কি হতে পারে। তুফানকে নিয়ে আমি খুব আশাবাদী। ও খুব বুদ্ধিমান কুকুর । আগামী দিনে বড়সড় পাচারকারীদের ও ধরবেই ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.