ETV Bharat / state

Arjun on Raju Jha Murder: রাজু খুনে লিঙ্ক আব্দুল লতিফও খুন হতে পারেন, আশঙ্কা অর্জুনের

author img

By

Published : Apr 7, 2023, 5:11 PM IST

Updated : Apr 7, 2023, 6:00 PM IST

নিহত রাজু ঝায়ের পরিবারের সঙ্গে শুক্রবার দেখা করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ৷ তার পর তিনি আশঙ্কা প্রকাশ করলেন যে রাজুর খুনের লিঙ্ক আব্দুল লতিফকেও খুন করা হতে পারে ৷

Arjun on Raju Jha Murder
Arjun on Raju Jha Murder

রাজু খুনে লিঙ্ক আব্দুল লতিফও খুন হতে পারেন, আশঙ্কা অর্জুনের

দুর্গাপুর, 7 এপ্রিল: নিহত রাজু ঝায়ের পরিবারের সঙ্গে দেখা করতে এসে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ৷ তিনি বলেন, ‘‘রাজু ঝা খুনে লতিফ একটা লিঙ্কম্যান । রাজু ঝাকে ট্র্যাপ করে এনে খুন করা হয়েছে । এরা হয়তো লতিফকেও খুন করে দেবে । সব কথা সব সময় বলা যায় না ৷’’

গত শনিবার পূর্ব বর্ধমানের শক্তিগড়ে একসময়ের কয়লা মাফিয়া রাজু ঝাকে গুলি করে খুন করা হয় । শুক্রবার তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে দুর্গাপুরের বিধানগরে আসেন সাংসদ অর্জুন সিং ৷ রাজুর স্ত্রী ও পুত্রের সঙ্গে দেখাও করেন তিনি । তার পর বাইরে এসে অর্জুন বলেন, ‘‘আমার ও রাজু ঝায়ের একেবারে পাশাপাশি দুই গ্রামে বাড়ি । আমার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক । তবে সেটা ব্যবসায়িক সম্পর্ক নয় । নিছক পারিবারিক সম্পর্ক । সেই কারণেই আমাদের দুই পরিবারের মধ্যে একটা সম্পর্ক আছে । আমি তাই আজ এসেছিলাম তাঁর পরিবারকে এটা জানাতে যে আমি তাঁদের পাশে আছি ।’’

প্রসঙ্গত, প্রায় এক সপ্তাহ পরেও অধরা রাজু ঝা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা । এই পরিস্থিতিতে এদিন একাধিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন অর্জুন ৷ তাঁর কথায়, এই রাজ্যের পুলিশ চাইলে হয় না এমন কিছু নেই । তবে তদন্ত করতে গিয়ে যখন চক্রব্যূহর মধ্যে পড়ে, তখন পুলিশ কিছু জানাতে দেরি করে । কোন চক্রব্যূহর কথা বলতে চাইলেন এই সাংসদ ? সেই বিষয়টি অবশ্য তিনি স্পষ্ট করেননি ৷

কিন্তু পুলিশের উপর একাধারে তাঁর আস্থার কথাও যেমন জানালেন, তেমনই আবার তাঁর কথায় পুলিশি তদন্ত প্রসঙ্গে কেমন একটা হতাশার সুর স্পষ্ট ছিল । তবে রাজু ঝাকে খুন করতে ভিন রাজ্যের ভাড়াটে শার্প শুটারদের ব্যবহার করা হয়েছে বলে তিনিও একমত পোষণ করলেন । কিন্তু অর্জুন সিংয়ের স্পষ্ট কথা, পুলিশ চাইলে দ্রুত তদন্ত শেষ হতে পারে । তবে অর্জুন সিং এটাও দাবি করেন, রাজু ঝাকে খুন করা খুব সহজ কাজ ভেবেছেন যাঁরা, তাঁরা পার পাবেন না ৷

আরও পড়ুন: রাজু ঝা না আব্দুল লতিফ, আততায়ীদের আসল টার্গেট কে ছিল ?

রাজু খুনে লিঙ্ক আব্দুল লতিফও খুন হতে পারেন, আশঙ্কা অর্জুনের

দুর্গাপুর, 7 এপ্রিল: নিহত রাজু ঝায়ের পরিবারের সঙ্গে দেখা করতে এসে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ৷ তিনি বলেন, ‘‘রাজু ঝা খুনে লতিফ একটা লিঙ্কম্যান । রাজু ঝাকে ট্র্যাপ করে এনে খুন করা হয়েছে । এরা হয়তো লতিফকেও খুন করে দেবে । সব কথা সব সময় বলা যায় না ৷’’

গত শনিবার পূর্ব বর্ধমানের শক্তিগড়ে একসময়ের কয়লা মাফিয়া রাজু ঝাকে গুলি করে খুন করা হয় । শুক্রবার তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে দুর্গাপুরের বিধানগরে আসেন সাংসদ অর্জুন সিং ৷ রাজুর স্ত্রী ও পুত্রের সঙ্গে দেখাও করেন তিনি । তার পর বাইরে এসে অর্জুন বলেন, ‘‘আমার ও রাজু ঝায়ের একেবারে পাশাপাশি দুই গ্রামে বাড়ি । আমার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক । তবে সেটা ব্যবসায়িক সম্পর্ক নয় । নিছক পারিবারিক সম্পর্ক । সেই কারণেই আমাদের দুই পরিবারের মধ্যে একটা সম্পর্ক আছে । আমি তাই আজ এসেছিলাম তাঁর পরিবারকে এটা জানাতে যে আমি তাঁদের পাশে আছি ।’’

প্রসঙ্গত, প্রায় এক সপ্তাহ পরেও অধরা রাজু ঝা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা । এই পরিস্থিতিতে এদিন একাধিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন অর্জুন ৷ তাঁর কথায়, এই রাজ্যের পুলিশ চাইলে হয় না এমন কিছু নেই । তবে তদন্ত করতে গিয়ে যখন চক্রব্যূহর মধ্যে পড়ে, তখন পুলিশ কিছু জানাতে দেরি করে । কোন চক্রব্যূহর কথা বলতে চাইলেন এই সাংসদ ? সেই বিষয়টি অবশ্য তিনি স্পষ্ট করেননি ৷

কিন্তু পুলিশের উপর একাধারে তাঁর আস্থার কথাও যেমন জানালেন, তেমনই আবার তাঁর কথায় পুলিশি তদন্ত প্রসঙ্গে কেমন একটা হতাশার সুর স্পষ্ট ছিল । তবে রাজু ঝাকে খুন করতে ভিন রাজ্যের ভাড়াটে শার্প শুটারদের ব্যবহার করা হয়েছে বলে তিনিও একমত পোষণ করলেন । কিন্তু অর্জুন সিংয়ের স্পষ্ট কথা, পুলিশ চাইলে দ্রুত তদন্ত শেষ হতে পারে । তবে অর্জুন সিং এটাও দাবি করেন, রাজু ঝাকে খুন করা খুব সহজ কাজ ভেবেছেন যাঁরা, তাঁরা পার পাবেন না ৷

আরও পড়ুন: রাজু ঝা না আব্দুল লতিফ, আততায়ীদের আসল টার্গেট কে ছিল ?

Last Updated : Apr 7, 2023, 6:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.