ETV Bharat / state

পুকুরের জলধারণ ক্ষমতা বাড়াতে সংস্কার

দুর্গাপুর নর্থ অ্যাভিনিউ এলাকার একটি পুকুরে দীর্ঘদিন ধরে আবর্জনা ফেলা হচ্ছে । আগাছায় ভরতি সেই পুকুরটি বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে । মাউন্টেনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা আজ হাতে করে এবং JCB দিয়ে সেই পুকুরটিকে আবর্জনা মুক্ত করার কাজ শুরু করেন ।

water reservation
author img

By

Published : Jul 19, 2020, 4:47 PM IST

দুর্গাপুর, 19 জুলাই : জল সংরক্ষণ নিয়ে গোটা বিশ্বজুড়েই আন্দোলন হয়েছে । জল সংরক্ষণ করতে এবার দুর্গাপুর স্টিল টাউনশিপ এলাকার অবহেলিত পুকুর সংস্কারের কাজে নেমে পড়ল দুর্গাপুরের একটি পর্বতপ্রেমী সংস্থা । জলধারণ ক্ষমতা বাড়ানোর সঙ্গে সঙ্গে বদ্ধ জলাশয়গুলিকে দূষণমুক্ত করার কাজ শুরু করেছে দুর্গাপুর মাউন্টেনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা ।

বছরের অন্যান্য সময়ে গোটা দেশের বিভিন্ন পাহাড়গুলিকে প্লাস্টিক, আবর্জনামুক্ত করার কাজ করে এই সংস্থা । কোরোনার জেরে মাউন্টেনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা পাহাড়ে যেতে পারছেন না । কিন্তু তাতে কী ? এবার শিল্পনগরীর বদ্ধ জলাশয়গুলি পরিচ্ছন্ন করার কাজ শুরু করলেন সংস্থার সদস্যরা ।

গোটা বিশ্বজুড়েই জলসংকট দেখা দিয়েছে । কেন্দ্রীয় সরকার থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলেই জল সংরক্ষণের কথা বলছেন । টাউনশিপে বদ্ধ জলাশয়ে পরিণত হওয়া এমন চারটি পুকুরকে সংস্কারের পাশাপাশি সারাবছর সেগুলির রক্ষণাবেক্ষণ করবে সংস্থা, জানালেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাগরময় চৌধুরি । তিনি আরও বলেন, "আমরা এলাকার মানুষকে সচেতন করলাম । বাস্তুতন্ত্র বজায় রাখতে এই পুকুর থাকা কতটা জরুরি তা বোঝালাম । এই জল বহু মানুষের কাজে লাগবে ।"

দুর্গাপুর, 19 জুলাই : জল সংরক্ষণ নিয়ে গোটা বিশ্বজুড়েই আন্দোলন হয়েছে । জল সংরক্ষণ করতে এবার দুর্গাপুর স্টিল টাউনশিপ এলাকার অবহেলিত পুকুর সংস্কারের কাজে নেমে পড়ল দুর্গাপুরের একটি পর্বতপ্রেমী সংস্থা । জলধারণ ক্ষমতা বাড়ানোর সঙ্গে সঙ্গে বদ্ধ জলাশয়গুলিকে দূষণমুক্ত করার কাজ শুরু করেছে দুর্গাপুর মাউন্টেনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা ।

বছরের অন্যান্য সময়ে গোটা দেশের বিভিন্ন পাহাড়গুলিকে প্লাস্টিক, আবর্জনামুক্ত করার কাজ করে এই সংস্থা । কোরোনার জেরে মাউন্টেনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা পাহাড়ে যেতে পারছেন না । কিন্তু তাতে কী ? এবার শিল্পনগরীর বদ্ধ জলাশয়গুলি পরিচ্ছন্ন করার কাজ শুরু করলেন সংস্থার সদস্যরা ।

গোটা বিশ্বজুড়েই জলসংকট দেখা দিয়েছে । কেন্দ্রীয় সরকার থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলেই জল সংরক্ষণের কথা বলছেন । টাউনশিপে বদ্ধ জলাশয়ে পরিণত হওয়া এমন চারটি পুকুরকে সংস্কারের পাশাপাশি সারাবছর সেগুলির রক্ষণাবেক্ষণ করবে সংস্থা, জানালেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাগরময় চৌধুরি । তিনি আরও বলেন, "আমরা এলাকার মানুষকে সচেতন করলাম । বাস্তুতন্ত্র বজায় রাখতে এই পুকুর থাকা কতটা জরুরি তা বোঝালাম । এই জল বহু মানুষের কাজে লাগবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.