আসানসোল, 7 মার্চ : গতকাল রাত থেকেই কর্মী-সমর্থকরা ব্রিগেডের উদ্দেশে রওনা দিয়েছেন ৷ রবিবার সকালে আসানসোলের বিভিন্ন এলাকায় দেখা গেল একই চিত্র ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রবিবাসরীয় ব্রিগেড সভার উদ্দেশে রওনা দিলেন ঝাঁকে ঝাঁকে মানুষ ৷
আসানসোল থেকে ব্রিগেডের উদ্দেশে রওনা দেয় শতাধিক বাস ৷ আজ সকালে আসানসোল, কুলটি, হীরাপুর থেকে শতাধিক বাস ও গাড়ি রওনা হয় ব্রিগেডের উদ্দেশে । এছাড়াও গতকাল রাতেই ট্রেনে বা অনান্য যানবাহনে প্রচুর কর্মী সমর্থক ব্রিগেডের উদ্দেশে রওনা দেন ৷ সব মিলিয়ে আসানসোল লোকসভা এলাকা থেকে প্রায় 30 হাজার মানুষ মোদির জনসভায় অংশ নিচ্ছে বলে বিজেপি সূত্রে খবর ৷ কুলটি থেকে 5 হাজার মানুষ যোগ দিয়েছে ব্রিগেডের জনসভায় ।
বিধানসভা ভোটের আগে এই সভা যেন বাড়তি অক্সিজেন দিয়েছে কর্মীদের মনে । সভা থেকে ফিরে এসে তারা আরও উদ্যম নিয়ে কাজ করতে পারবেন বলে মনে করছে আসানসোল বিজেপি নেতৃত্ব ।