দুর্গাপুর, 28 জুন : রক্ত পরীক্ষার জন্য সরকারি হাসপাতালে আসা এক মহিলার শ্লীলতাহানি করার অভিযোগ উঠল ল্য়াব টেকনিশিয়ানের বিরুদ্ধে ৷ কাঠগড়ায় পশ্চিম বর্ধমানের দুর্গাপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ ৷ যদিও হাসপাতালের সুপার ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষ প্রমাণ হলে দোষীর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপের আশ্বাস দিয়েছেন ৷ অভিযুক্ত ল্য়াব টেকনিশিয়ান অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৷
আরও পড়ুন : নাবালিকার শ্লীলতাহানি ! পুরোহিতের গলায় প্ল্যাকার্ড বেঁধে ঘোরানো হল গ্রাম
পুলিশ সূত্রে খবর, সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত পরীক্ষার জন্য এসেছিলেন দুর্গাপুরের বিধাননগর স্টিল পার্ক সংলগ্ন এলাকার এক মহিলা ৷ তাঁর অভিযোগ, রক্ত পরীক্ষার নাম করে ব্লাড ব্যাঙ্কের এক কর্মী তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন ৷ এরপরই ওই মহিলা চিৎকার, চেঁচামেচি করায় বিষয়টি চাউর হয়ে যায় ৷ মহকুমা হাসপাতাল চত্বরে এ নিয়ে উত্তেজনা ছড়ায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷
আরও পড়ুন : কিশোরকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি
অভিযুক্ত ল্য়াব টেকনিশিয়ান অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৷ সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতেও চাননি তিনি ৷ তাঁর সাফ কথা, যা বলার পুলিশকেই বলবেন ৷
এদিকে সরকারি হাসপাতালের চৌহদ্দির মধ্যে এমন ঘটনা ঘটায় মহিলাদের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ড. ধীমান মণ্ডল অবশ্য জানিয়েছেন, ঘটনায় একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হচ্ছে ৷ অভিযোগকারিণীকে লিখিতভাবে তাঁর অভিযোগ জমা দিতে বলা হয়েছে ৷ সুপারের আশ্বাস, তদন্তে অভিযুক্তের বিরুদ্ধে দোষ প্রমাণ হলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে ৷