দুর্গাপুর, 3 অগস্ট: রদবদল হচ্ছে মমতার মন্ত্রিসভার । নতুন আসতে চলেছেন সাত মন্ত্রী । রাজভবন সূত্রে খবর, সেই তালিকায় দুর্গাপুর পূর্বের বিধায়ক তথা মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদারের নাম আছে বলে রাজভবন সূত্রে জানা গিয়েছে । প্রদীপ মজুমদার বাংলার 'কৃষক বন্ধু' নামে পরিচিত । গ্রামেগঞ্জে ঘোরার কারণে পঞ্চায়েতের কাজকর্মও তিনি যথেষ্ট ভাল বোঝেন । তাই কৃষিমন্ত্রী না হয়ে পঞ্চায়েত মন্ত্রীরও দায়িত্ব পেতে পারেন তিনি (Pradip Mazumdar) ।
প্রদীপবাবু কৃষিক্ষেত্রে বাংলার উন্নয়নের জন্য পরিশ্রম করছেন । সেই অধ্যবসায়েই পশ্চিম বর্ধমান জেলা থেকে দ্বিতীয় মন্ত্রী হতে চলেছেন তিনি । এর আগে মমতার মন্ত্রিসভায় শুধুমাত্র মলয় ঘটক প্রথম থেকেই মন্ত্রী আছেন । দুর্গাপুর থেকে বাম আমলে বিদ্যুৎমন্ত্রী হওয়া প্রয়াত মৃণাল বন্দ্যোপাধ্যায়ের পরে প্রদীপ মজুমদার মন্ত্রী হতে চলেছেন । শিল্পাঞ্চলের মানুষ এই খবরে অত্যন্ত খুশি ।
আরও পড়ুন: জমি জট কাটিয়ে শুরু সেতুর কাজ, এলাকা পরিদর্শনে বিধায়ক
বিশেষ করে দুর্গাপুর পূর্ব কেন্দ্রের কাঁকসা ব্লকের বেশ কিছু অঞ্চল কৃষিসমৃদ্ধ । সেইসমস্ত অঞ্চলের কৃষকেরা প্রদীপ মজুমদার মন্ত্রী হবেন জেনে অত্যন্ত খুশি । এখন দেখার কোন দফতরের দায়িত্ব মুখ্যমন্ত্রী প্রদীপ মজুমদারের কাঁধে দেন ।