ETV Bharat / state

Mysterious Deaths: পাশে পড়ে বাইক-বিয়ারের বোতল, কাঁকসার জঙ্গলে দেহ উদ্ধার ঘিরে রহস্য - কাঁকসায় দেহ উদ্ধার

কাঁকসার জঙ্গল থেকে উদ্ধার ব্যক্তির দেহ ৷ ওই ব্যক্তি গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন ৷ মৃতের নাম অনিমেষ ওরফে গৌড় রাউথ (42) ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : May 27, 2023, 10:37 PM IST

Updated : May 30, 2023, 7:30 PM IST

মৃত দেহের পাশে বাইক

দুর্গাপুর, 27 মে: জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে একটি দেহ ৷ তার ঠিক পাশেই ছিল একটি বাইক ও খালি মাদকের বোতল ৷ এক ঝলক দেখলে যে কারোর মনে হতে পারে কোনও সিনেমার শ্যুটিংয়ের দৃশ্যের জন্য সাজানো প্লট ৷ আদতে তা নয় ৷ এটি সত্য ঘটনা ৷ শনিবার পশ্চিম বর্ধমানের কাঁকসার জাঠগড়িয়া জঙ্গল থেকে উদ্ধার হয়েছে এই রকমই একটি দেহ ৷ যার পাশে পড়েছিল বাইক ও খালি মাদকের বোতল ৷ মৃতের নাম অনিমেষ ওরফে গৌড় রাউথ (42) ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

জানা গিয়েছে, কাঁকসার বিদবিহারের শিবপুরের বাসিন্দা ওই ব্যক্তি ৷ বর্তমানে ফুলঝোড় এলাকাতেই থাকতেন তিনি । কয়েকদিন ধরেই তিনি নিখোঁজ ছিলেন ৷ এদিন সকালে জাঠগড়িয়ার জঙ্গল থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা বাসিন্দারা সেখানে হাজির হন ৷ দুর্গন্ধের উৎস্যের সন্ধান করতে গিয়ে একটি মৃতদেহটি চোখে পড়ে তাঁদের ৷ এলাকাবাসী পুলিশে খবর দেন ৷ এদিকে জঙ্গলে পচা-গলা দেহ পাওয়ার খবর নিমেষে ছড়িয়ে পড়ে এলাকায় ৷ ভিড় জমান স্থানীয়রা ৷ উপস্থিত হন মৃত গৌড় রাউথের পরিবারের লোকজন ৷ তাঁরই দেহটি শনাক্ত করেন ৷ দেহে ফাঁসের চিহ্ন মিলেছে ৷ গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন গৌড়বাবু ৷ তারপরেই এদিন ফাঁসের চিহ্ন দেওয়া অবস্থায় দেহ মেলায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, গৌড় রাউথ গাড়ি চালকেরক পেশায় যুক্ত । কী কারণে তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান এবং কীভাবে তাঁর মৃত্যু তা নিয়ে রহস্য দানা বেঁধেছে ? দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । তদন্তে রিপোর্ট এলেই জানা যাবে তাঁর মৃত্যুর কারণ । তবে প্রাথমিকভাবে মৃতদেহের গলায় মোটা দাগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে ।

আরও পড়ুন: বাবা ও মেয়ের দেহ উদ্ধার, চাঞ্চল্য ইংরেজবাজারে

প্রতিবেশী গঙ্গা লোহার বলেন, "বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন গৌড় রাউথ । সবাই তাঁর খোঁজ চালাচ্ছিল । পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল । আজ সকালে শুনলাম জাঠগড়িয়া জঙ্গলে একটি মৃতদেহ পাওয়ার কথা । তারপর আমরা দেখতে এসে দেখলাম গৌড়ের দেহ ।" আত্মহত্যা নাকি খুন? পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ ।

আরও পড়ুন : উল্টোডাঙায় যুবকের রহস্য মৃত্যু, শরীরের একাধিক ক্ষতচিহ্ন

মৃত দেহের পাশে বাইক

দুর্গাপুর, 27 মে: জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে একটি দেহ ৷ তার ঠিক পাশেই ছিল একটি বাইক ও খালি মাদকের বোতল ৷ এক ঝলক দেখলে যে কারোর মনে হতে পারে কোনও সিনেমার শ্যুটিংয়ের দৃশ্যের জন্য সাজানো প্লট ৷ আদতে তা নয় ৷ এটি সত্য ঘটনা ৷ শনিবার পশ্চিম বর্ধমানের কাঁকসার জাঠগড়িয়া জঙ্গল থেকে উদ্ধার হয়েছে এই রকমই একটি দেহ ৷ যার পাশে পড়েছিল বাইক ও খালি মাদকের বোতল ৷ মৃতের নাম অনিমেষ ওরফে গৌড় রাউথ (42) ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

জানা গিয়েছে, কাঁকসার বিদবিহারের শিবপুরের বাসিন্দা ওই ব্যক্তি ৷ বর্তমানে ফুলঝোড় এলাকাতেই থাকতেন তিনি । কয়েকদিন ধরেই তিনি নিখোঁজ ছিলেন ৷ এদিন সকালে জাঠগড়িয়ার জঙ্গল থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা বাসিন্দারা সেখানে হাজির হন ৷ দুর্গন্ধের উৎস্যের সন্ধান করতে গিয়ে একটি মৃতদেহটি চোখে পড়ে তাঁদের ৷ এলাকাবাসী পুলিশে খবর দেন ৷ এদিকে জঙ্গলে পচা-গলা দেহ পাওয়ার খবর নিমেষে ছড়িয়ে পড়ে এলাকায় ৷ ভিড় জমান স্থানীয়রা ৷ উপস্থিত হন মৃত গৌড় রাউথের পরিবারের লোকজন ৷ তাঁরই দেহটি শনাক্ত করেন ৷ দেহে ফাঁসের চিহ্ন মিলেছে ৷ গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন গৌড়বাবু ৷ তারপরেই এদিন ফাঁসের চিহ্ন দেওয়া অবস্থায় দেহ মেলায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, গৌড় রাউথ গাড়ি চালকেরক পেশায় যুক্ত । কী কারণে তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান এবং কীভাবে তাঁর মৃত্যু তা নিয়ে রহস্য দানা বেঁধেছে ? দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । তদন্তে রিপোর্ট এলেই জানা যাবে তাঁর মৃত্যুর কারণ । তবে প্রাথমিকভাবে মৃতদেহের গলায় মোটা দাগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে ।

আরও পড়ুন: বাবা ও মেয়ের দেহ উদ্ধার, চাঞ্চল্য ইংরেজবাজারে

প্রতিবেশী গঙ্গা লোহার বলেন, "বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন গৌড় রাউথ । সবাই তাঁর খোঁজ চালাচ্ছিল । পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল । আজ সকালে শুনলাম জাঠগড়িয়া জঙ্গলে একটি মৃতদেহ পাওয়ার কথা । তারপর আমরা দেখতে এসে দেখলাম গৌড়ের দেহ ।" আত্মহত্যা নাকি খুন? পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ ।

আরও পড়ুন : উল্টোডাঙায় যুবকের রহস্য মৃত্যু, শরীরের একাধিক ক্ষতচিহ্ন

Last Updated : May 30, 2023, 7:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.