ETV Bharat / state

কার্তিক পূর্ণিমায় অজয় নদে স্নান করতে নেমে তলিয়ে গেল কিশোর - minor drowned while bathing in the river

Death in River: কার্তিক পুর্ণিমাতে অজয় নদে স্নান করতে নেমে তলিয়ে গেল কিশোর ৷ ডুবুরি নামিয়ে শুরু হয়ছে তল্লাশি ৷ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2023, 7:20 PM IST

অজয় নদে স্নান করতে নেমে তলিয়ে গেল কিশোর

দুর্গাপুর, 27 নভেম্বর: কার্তিক পূর্ণিমায় নদীতে স্নান অন্যতম একটি রীতি। সেই রীতি মেনেই সোমবার পরিবারের সকলের সঙ্গে অজয় নদে স্নান করতে নেমে তলিয়ে গেল মৃদুল বার্ণওয়াল (14) ৷ ওই কিশোরকে বাঁচাতে যায় তার আরও দুই বন্ধু ৷ কোনওরকমে তাদেরকে উদ্ধার করা গেলেও, ওই কিশোর এখনও নিখোঁজ ৷ ওই কিশোরের খোঁজে ডুবুরিও নামানো হয়েছে ৷

সূত্রের খবর, পাণ্ডবেশ্বর ও বীরভূমের ভীমগড় সংলগ্ন অজয় নদে স্নানে নেমেছিল তিন কিশোর । সেই সময়েই তলিয়ে যায় মৃদুল ৷ তাকে তলিয়ে যেতে দেখে অন্য দুই বন্ধুরা বাঁচাতে গেলে তারাও তলিয়ে যায় ৷ ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই ওই দুই কিশোরকে কোনওরকমে উদ্ধার করেন তারা ৷ তবে মৃদুল এখনও নিখোঁজ ৷ তার খোঁজ চালাচ্ছে বীরভূমের খয়রাশোল ও পাণ্ডবেশ্বর থানার পুলিশ । অজয়ের জলে তল্লাশি শুরু করেছে পাণ্ডবেশ্বর ও বীরভূমের খয়রাশোল থানার পুলিশ। গোটা ঘটনাকে ঘিরে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে ।

অজয় নদে যুবকের তলিয়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। নদীর জলে তলিয়ে যাওয়া কিশোরের পরিবার-সহ কার্তিক পূর্ণিমা উপলক্ষে স্নান করতে আসা মানুষজনের সঙ্গে কথা বলেন তিনি । তবে কার্তিক পূর্ণিমা উপলক্ষে অজয় নদে যে এত মানুষ স্নান করতে নামে সে কথা বিধায়ক জানতেন না বলেই জানান । প্রত্যক্ষদর্শী এক কিশোর বলে, "অনেকেই স্নান করছিল । দু'জন তলিয়ে যাচ্ছিল আমরা তখন তাদের টেনে তুলি । অন্যজন তলিয়ে গেছে জলে । তাকে তোলা যায়নি ।" ওই কিশোরের বক্তব্যের রেশ টেনেই আরও এক বাসিন্দা রতন মণ্ডল জানান, বহু মানুষ কার্তিক পূর্ণিমা উপলক্ষে স্নান করতে এসেছিল । একটি বাচ্চা তলিয়ে গেল। দুজনকে বাঁচানো গেলেও এক জন এখনও নিখোঁজ ।

আরও পড়ুন:

  1. মায়ের পারলৌকিক ক্রিয়া করতে গিয়ে অসমের ব্রহ্মপুত্রে তলিয়ে গেলেন দুই ভাই
  2. তর্পণ করতে নেমে অজয় নদে ডুবে মৃত্যু প্রৌঢ়ের
  3. ঝাড়খণ্ডে জলে ডুবে 6 স্কুল পড়ুয়ার মৃত্যু, চারজনের দেহ উদ্ধার

অজয় নদে স্নান করতে নেমে তলিয়ে গেল কিশোর

দুর্গাপুর, 27 নভেম্বর: কার্তিক পূর্ণিমায় নদীতে স্নান অন্যতম একটি রীতি। সেই রীতি মেনেই সোমবার পরিবারের সকলের সঙ্গে অজয় নদে স্নান করতে নেমে তলিয়ে গেল মৃদুল বার্ণওয়াল (14) ৷ ওই কিশোরকে বাঁচাতে যায় তার আরও দুই বন্ধু ৷ কোনওরকমে তাদেরকে উদ্ধার করা গেলেও, ওই কিশোর এখনও নিখোঁজ ৷ ওই কিশোরের খোঁজে ডুবুরিও নামানো হয়েছে ৷

সূত্রের খবর, পাণ্ডবেশ্বর ও বীরভূমের ভীমগড় সংলগ্ন অজয় নদে স্নানে নেমেছিল তিন কিশোর । সেই সময়েই তলিয়ে যায় মৃদুল ৷ তাকে তলিয়ে যেতে দেখে অন্য দুই বন্ধুরা বাঁচাতে গেলে তারাও তলিয়ে যায় ৷ ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই ওই দুই কিশোরকে কোনওরকমে উদ্ধার করেন তারা ৷ তবে মৃদুল এখনও নিখোঁজ ৷ তার খোঁজ চালাচ্ছে বীরভূমের খয়রাশোল ও পাণ্ডবেশ্বর থানার পুলিশ । অজয়ের জলে তল্লাশি শুরু করেছে পাণ্ডবেশ্বর ও বীরভূমের খয়রাশোল থানার পুলিশ। গোটা ঘটনাকে ঘিরে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে ।

অজয় নদে যুবকের তলিয়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। নদীর জলে তলিয়ে যাওয়া কিশোরের পরিবার-সহ কার্তিক পূর্ণিমা উপলক্ষে স্নান করতে আসা মানুষজনের সঙ্গে কথা বলেন তিনি । তবে কার্তিক পূর্ণিমা উপলক্ষে অজয় নদে যে এত মানুষ স্নান করতে নামে সে কথা বিধায়ক জানতেন না বলেই জানান । প্রত্যক্ষদর্শী এক কিশোর বলে, "অনেকেই স্নান করছিল । দু'জন তলিয়ে যাচ্ছিল আমরা তখন তাদের টেনে তুলি । অন্যজন তলিয়ে গেছে জলে । তাকে তোলা যায়নি ।" ওই কিশোরের বক্তব্যের রেশ টেনেই আরও এক বাসিন্দা রতন মণ্ডল জানান, বহু মানুষ কার্তিক পূর্ণিমা উপলক্ষে স্নান করতে এসেছিল । একটি বাচ্চা তলিয়ে গেল। দুজনকে বাঁচানো গেলেও এক জন এখনও নিখোঁজ ।

আরও পড়ুন:

  1. মায়ের পারলৌকিক ক্রিয়া করতে গিয়ে অসমের ব্রহ্মপুত্রে তলিয়ে গেলেন দুই ভাই
  2. তর্পণ করতে নেমে অজয় নদে ডুবে মৃত্যু প্রৌঢ়ের
  3. ঝাড়খণ্ডে জলে ডুবে 6 স্কুল পড়ুয়ার মৃত্যু, চারজনের দেহ উদ্ধার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.