ETV Bharat / state

দু’দিন পেরিয়ে গেলেও আসানসোলে ব্যবসায়ীর বাড়ি-দফতরে আয়কর তল্লাশি চলছে

Income Tax Raid at Asansol: গত বুধবার ভোর 6টা নাগাদ আসানসোলে এক ব্যবসায়ী মহেন্দ্র শর্মার বাড়িতে শুরু হয় আয়কর তল্লাশি ৷ শুক্রবার সকাল পেরিয়ে বেলা হয়ে যাওয়ার পরও চলছে সেই তল্লাশি ৷ এর আগে শিল্পাঞ্চলে এমন ম্য়ারথন তল্লাশি কারও বাড়িতে হয়নি ৷ ফলে এই নিয়ে হইচই পড়েছে আসানসোল ও সংলগ্ন এলাকায় ৷

Income Tax Raid at Asansol
Income Tax Raid at Asansol
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 12:41 PM IST

আসানসোল, 15 ডিসেম্বর: এ যাবৎকালের নজিরবিহীন ঘটনা শিল্পাঞ্চলের বুকে । 52 ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও আসানসোলের বিশিষ্ট ব্যবসায়ী মহেন্দ্র শর্মার বাড়িতে এখনও পর্যন্ত চলছে আয়কর তল্লাশি । বুধবার ভোর থেকে শুরু হয়েছে এই আয়কর তল্লাশি এবং এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও টানা ম্যারাথন তল্লাশি চলছে আসানসোলে তাঁর মসজিদ বাড়ি লেনের বাড়িতে ।

গত বুধবার ভোর 6টা থেকে আসানসোলের বেশ কয়েকটি জায়গায় আয়কর তল্লাশি শুরু হয় । তার মধ্যে অন্যতম ছিল রানিগঞ্জের প্রাক্তন বিধায়ক তথা ছাঁট লোহার কারবারি সোহরাব আলির বাড়ি । বার্নপুরের রহমত নগরে সোহরাব আলির বাড়িতে সাতসকালে আয়কর দফতরের হানার খবর শুনে তোলপাড় হয়ে যায় পুরো শহর । অন্যদিকে বার্নপুরের ‘বস’ বলে পরিচিত সৈয়দ ইমতিয়াজ আহমেদের বাড়িতে ও দফতরে শুরু হয় আয়কর তল্লাশি । একই সঙ্গে এই দু’জনের অনুগামীদের বাড়িতেও শুরু হয় আয়কর হানা । অন্যদিকে আসানসোলের মসজিদ বাড়ি লেনে লবণ ব্যবসায়ী মহেন্দ্র শর্মার বাড়িতেও একই সময়ে আয়কর দফতরের আধিকারিকরা হানা দেয় ।

Income Tax Raid at Asansol
আসানসোলে ব্যবসায়ীর বাড়ি-দফতরে আয়কর তল্লাশি চলছে

বুধবার রাত পর্যন্ত সোহরাব আলির বাড়িতে শেষ হয় আয়কর তল্লাশি । বেশ কিছু নথিপত্র আয়কর বিভাগের লোকেরা বাজেয়াপ্ত করে নিয়ে যায় । যদিও সোহরাব আলির দাবি, তাঁর বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি । অন্যদিকে গতকাল দুপুর পর্যন্ত বার্নপুরের ছাঁট লোহার কারবারি তথা প্রোমোটার, হোটেল ব্যবসায়ী সৈয়দ ইমতিয়াজ আহমেদের বাড়িতেও তল্লাশি চালানো হয় । তল্লাশি শেষে আয়কর বিভাগের আধিকারিকরা কিছু না জানিয়েই চলে যান । অন্যদিকে ইমতিয়াজের বাড়ির দরজা সদর দরজা বন্ধ করে দেওয়া হয় । তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকার করেন ।

Income Tax Raid at Asansol
আসানসোলে ব্যবসায়ী মহেন্দ্র শর্মা
Income Tax Raid at Asansol
আসানসোলে ব্যবসায়ীর বাড়ি-দফতরে আয়কর তল্লাশি চলছে

কিন্তু নজিরবিহীনভাবে আসানসোল মসজিদ বাড়ি লেনে ব্যবসায়ী মহেন্দ্র শর্মার বাড়িতে বুধবার সকাল থেকে শুরু হওয়া আয়কর বিভাগের তল্লাশি এখনও পর্যন্ত চলছে । প্রায় 52 ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও ওই প্রতিবেদন লেখা পর্যন্ত চলছে আয়কর তল্লাশি । বাড়ির বাইরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী । সভাবতই গোটা শহরের ব্যবসায়িক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । কী এমন তথ্যের ভিত্তিতে এই ম্যারাথন তল্লাশি, তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে ।

Income Tax Raid at Asansol
আসানসোলে ব্যবসায়ীর বাড়ি-দফতরে আয়কর তল্লাশি চলছে
Income Tax Raid at Asansol
আসানসোলে ব্যবসায়ীর বাড়ি-দফতরে আয়কর তল্লাশি চলছে

প্রসঙ্গত, এই ব্যবসায়ী মহেন্দ্র শর্মা বাবা রামদেবের ঘনিষ্ট। আসানসোলের রামদেব যখন এসেছিলেন, তাঁর বাড়িতেই ছিলেন । এমনকি রামদেবের প্রোডাক্ট পতঞ্জলির ডিস্ট্রিবিউটর মহেন্দ্র শর্মা । মহেন্দ্র শর্মা প্রথমে বালির ব্যবসায়ী ছিলেন । বাম আমলে তাঁর উঠে আসা । বর্তমানে গুজরাতে তার লবণের কারখানা আছে । এছাড়াও তিনি প্রোমোটার ও ডেভেলপমেন্ট ব্যবসার সঙ্গে জড়িত । আসানসোলে বহুতল বানাচ্ছেন মহেন্দ্র শর্মা । এছাড়াও তিনি বাঁকুড়ায় ইথানলের ফ্যাক্টরিও খুলতে চলেছেন বলে খবর । এখন দেখার কখন শেষ হয় এই তল্লাশি !

আরও পড়ুন:

  1. 24 ঘণ্টা পার, মধ্যরাতে প্রাক্তন বিধায়কের বাড়ি ছাড়লেও 2 ব্যবসায়ীর বাড়িতে জারি আয়কর-তল্লাশি
  2. কয়লাপাচার চক্রে রাজ্যের এক ডজন জায়গায় তল্লাশি সিবিআইয়ের, আটক লালা ঘনিষ্ঠ অবসরপ্রাপ্ত কনস্টেবল!
  3. আয়কর তল্লাশি নিয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ বিধায়ক কৃষ্ণ কল্য়াণীর

আসানসোল, 15 ডিসেম্বর: এ যাবৎকালের নজিরবিহীন ঘটনা শিল্পাঞ্চলের বুকে । 52 ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও আসানসোলের বিশিষ্ট ব্যবসায়ী মহেন্দ্র শর্মার বাড়িতে এখনও পর্যন্ত চলছে আয়কর তল্লাশি । বুধবার ভোর থেকে শুরু হয়েছে এই আয়কর তল্লাশি এবং এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও টানা ম্যারাথন তল্লাশি চলছে আসানসোলে তাঁর মসজিদ বাড়ি লেনের বাড়িতে ।

গত বুধবার ভোর 6টা থেকে আসানসোলের বেশ কয়েকটি জায়গায় আয়কর তল্লাশি শুরু হয় । তার মধ্যে অন্যতম ছিল রানিগঞ্জের প্রাক্তন বিধায়ক তথা ছাঁট লোহার কারবারি সোহরাব আলির বাড়ি । বার্নপুরের রহমত নগরে সোহরাব আলির বাড়িতে সাতসকালে আয়কর দফতরের হানার খবর শুনে তোলপাড় হয়ে যায় পুরো শহর । অন্যদিকে বার্নপুরের ‘বস’ বলে পরিচিত সৈয়দ ইমতিয়াজ আহমেদের বাড়িতে ও দফতরে শুরু হয় আয়কর তল্লাশি । একই সঙ্গে এই দু’জনের অনুগামীদের বাড়িতেও শুরু হয় আয়কর হানা । অন্যদিকে আসানসোলের মসজিদ বাড়ি লেনে লবণ ব্যবসায়ী মহেন্দ্র শর্মার বাড়িতেও একই সময়ে আয়কর দফতরের আধিকারিকরা হানা দেয় ।

Income Tax Raid at Asansol
আসানসোলে ব্যবসায়ীর বাড়ি-দফতরে আয়কর তল্লাশি চলছে

বুধবার রাত পর্যন্ত সোহরাব আলির বাড়িতে শেষ হয় আয়কর তল্লাশি । বেশ কিছু নথিপত্র আয়কর বিভাগের লোকেরা বাজেয়াপ্ত করে নিয়ে যায় । যদিও সোহরাব আলির দাবি, তাঁর বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি । অন্যদিকে গতকাল দুপুর পর্যন্ত বার্নপুরের ছাঁট লোহার কারবারি তথা প্রোমোটার, হোটেল ব্যবসায়ী সৈয়দ ইমতিয়াজ আহমেদের বাড়িতেও তল্লাশি চালানো হয় । তল্লাশি শেষে আয়কর বিভাগের আধিকারিকরা কিছু না জানিয়েই চলে যান । অন্যদিকে ইমতিয়াজের বাড়ির দরজা সদর দরজা বন্ধ করে দেওয়া হয় । তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকার করেন ।

Income Tax Raid at Asansol
আসানসোলে ব্যবসায়ী মহেন্দ্র শর্মা
Income Tax Raid at Asansol
আসানসোলে ব্যবসায়ীর বাড়ি-দফতরে আয়কর তল্লাশি চলছে

কিন্তু নজিরবিহীনভাবে আসানসোল মসজিদ বাড়ি লেনে ব্যবসায়ী মহেন্দ্র শর্মার বাড়িতে বুধবার সকাল থেকে শুরু হওয়া আয়কর বিভাগের তল্লাশি এখনও পর্যন্ত চলছে । প্রায় 52 ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও ওই প্রতিবেদন লেখা পর্যন্ত চলছে আয়কর তল্লাশি । বাড়ির বাইরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী । সভাবতই গোটা শহরের ব্যবসায়িক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । কী এমন তথ্যের ভিত্তিতে এই ম্যারাথন তল্লাশি, তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে ।

Income Tax Raid at Asansol
আসানসোলে ব্যবসায়ীর বাড়ি-দফতরে আয়কর তল্লাশি চলছে
Income Tax Raid at Asansol
আসানসোলে ব্যবসায়ীর বাড়ি-দফতরে আয়কর তল্লাশি চলছে

প্রসঙ্গত, এই ব্যবসায়ী মহেন্দ্র শর্মা বাবা রামদেবের ঘনিষ্ট। আসানসোলের রামদেব যখন এসেছিলেন, তাঁর বাড়িতেই ছিলেন । এমনকি রামদেবের প্রোডাক্ট পতঞ্জলির ডিস্ট্রিবিউটর মহেন্দ্র শর্মা । মহেন্দ্র শর্মা প্রথমে বালির ব্যবসায়ী ছিলেন । বাম আমলে তাঁর উঠে আসা । বর্তমানে গুজরাতে তার লবণের কারখানা আছে । এছাড়াও তিনি প্রোমোটার ও ডেভেলপমেন্ট ব্যবসার সঙ্গে জড়িত । আসানসোলে বহুতল বানাচ্ছেন মহেন্দ্র শর্মা । এছাড়াও তিনি বাঁকুড়ায় ইথানলের ফ্যাক্টরিও খুলতে চলেছেন বলে খবর । এখন দেখার কখন শেষ হয় এই তল্লাশি !

আরও পড়ুন:

  1. 24 ঘণ্টা পার, মধ্যরাতে প্রাক্তন বিধায়কের বাড়ি ছাড়লেও 2 ব্যবসায়ীর বাড়িতে জারি আয়কর-তল্লাশি
  2. কয়লাপাচার চক্রে রাজ্যের এক ডজন জায়গায় তল্লাশি সিবিআইয়ের, আটক লালা ঘনিষ্ঠ অবসরপ্রাপ্ত কনস্টেবল!
  3. আয়কর তল্লাশি নিয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ বিধায়ক কৃষ্ণ কল্য়াণীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.