ETV Bharat / state

Andal Atrocity: ডাইনি অপবাদে মল-মূত্র খাইয়ে নৃশংস অত্যাচার আদিবাসী প্রৌঢ়া ও তাঁর মেয়েকে - Manipur incident

পশ্চিম বর্ধমানের অন্ডালে ডাইনি অপবাদে এক আদিবাসী প্রৌঢ়া ও তাঁর মেয়ের উপর অকথ্য অত্যাচার চালানোর অভিযোগ উঠল ৷ তাঁদের জোর করে মল-মূত্র খাওয়ানো হয় বলে অভিযোগ ৷

Andal Atrocity
Andal Atrocity
author img

By

Published : Jul 20, 2023, 6:33 PM IST

Updated : Jul 20, 2023, 7:48 PM IST

ডাইনি অপবাদে অত্যাচার

দুর্গাপুর, 20 জুলাই: মণিপুরে যখন দুই মহিলার উপর নৃশংস অত্যাচারের ভিডিয়ো নিয়ে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে, তখনই এ রাজ্যের পশ্চিম বর্ধমানে ধরা পড়ল এক আদিবাসী প্রৌঢ়ার উপর পৈশাচিক অত্যাচারের ছবি ৷ ডাইনি অপবাদে ওই প্রৌঢ়া ও তাঁর মেয়ের উপর অকথ্য শারীরিক অত্যাচারের পাশাপাশি চালানো হয় মানসিক নির্যাতন ৷ তাঁদের মল-মূত্র খেতেও বাধ্য করা হয় বলে অভিযোগ ৷ ভারত জাকাত মাঝি পরগনা মহলের সহায়তায় বৃহস্পতিবার ওই আদিবাসী প্রৌঢ়া সুবিচার চাইতে গেলেন ফরিদপুর থানায় । অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ ৷

ডাইনি অপবাদে নির্যাতন: দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকার বাসিন্দা সরস্বতী বাউরি এলাকায় গুনীন হিসেবে পরিচিত । তিনি অন্ডাল থানার আদিবাসী পাড়ার কয়েকজন বাসিন্দাদের নাকি নিদান দেন যে, তাঁদের গ্রামে একজন 'ডাইনি' আছে । এরপরেই বাসিন্দারা গ্রামে ফিরে এসে ডাইনি অপবাদে 60 বছরের এক আদিবাসী প্রৌঢ়া ও তাঁর মেয়েকে বেধড়ক মারধরের পাশাপাশি তাঁদের উপর অমানবিক নির্যাতন চালায় বলে অভিযোগ ।

নৃশংস অত্যাচার মা-মেয়েকে: ওই প্রৌঢ়ার মাথার চুল ও চামড়া ধারাল ব্লেড দিয়ে কাটার পরে তাঁদের শুইয়ে বুকের উপরে বসে তাঁদের নাক টিপে ধরে, মল ও মূত্র খাওয়ানো হয় বলে অভিযোগ করেছেন ওই প্রৌঢ়া । এখানেই শেষ নয় । অভিযোগ, বিষাক্ত কাঁটার উপর তাঁদের প্রায় অর্ধনগ্ন অবস্থায় বসতে বাধ্য করে অত্যাচারীরা । নৃশংস শারীরিক ও মানসিক অত্যাচারের পরে তাঁদের কাছে থাকা 20 হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাঁদের গ্রামছাড়া করা হয় বলে অভিযোগ ।

আরও পড়ুন: মণিপুরের ভয়ংকর ভিডিয়ো দেখে মর্মাহত ও ক্রুদ্ধ মমতা, সুবিচার পেতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক

অন্ডাল থানায় অভিযোগ: একবিংশ শতকে দাঁড়িয়েও এ হেন মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী দক্ষিণখণ্ডের এই গ্রাম । এই ঘটনার কথা জানতে পেরে আদিবাসীদের সংগঠন ভারত জাকাত পরগনা মহলের কর্তাব্যক্তিরা ওই প্রৌঢ়া ও তাঁর পরিবারের পাশে দাঁড়ান । বৃহস্পতিবার ওই প্রৌঢ়াকে ও তাঁর মেয়েকে নিয়ে প্রথমে ফরিদপুর থানায় অভিযোগ জানাতে গেলে সেই থানার পুলিশ জানায়, যেহেতু তাঁরা অন্ডাল থানা এলাকায় থাকেন, তাই সেই থানাতেই অভিযোগ জানাতে হবে । এরপর ওই আদিবাসী মহিলা দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ জানানোর পরে, তাঁরা অন্ডাল থানায় অভিযোগ জানান ৷

তিনি ও তাঁর মেয়ের উপরে ঘটে যাওয়া ভয়াবহ অত্যাচারের নির্মম কাহিনি বলতে গিয়ে প্রৌঢ়া বলেন, "আমাকে ডাইনি বলে আমাকে ও মেয়েকে খুব মারধর করেছে ৷ আমাদের মল-মূত্র জোর করে খাওয়ালো । আমাকে এমন মারল যে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম । আমার কাছে থাকা 20 হাজার টাকা ছিনিয়ে নিল । আমি চাই ওদের চরম শাস্তি ।"

সুবিচারের দাবি আদিবাসী সংগঠনের: ভারত জাকাত মাঝি পরগনার অন্যতম সদস্য লেবু হেমব্রম বলেন, "একশ্রেণির গুনীন, তান্ত্রিকরা ডাইনি বলে গ্রামের মানুষদের উসকে দিয়ে এই কুসংস্কারকে বাঁচিয়ে রাখছে । অমানবিক অত্যাচার হয়েছে এই প্রৌঢ়া ও তাঁর পরিবারের উপরে । তাঁদেরকে মল-মূত্র খাওয়ানো, বিষাক্ত কাঁটায় জোর করে বসতে বাধ্য করা হয়েছে । মারধরের পাশাপাশি তাঁদের ঘরছাড়া ও গ্রামছাড়া করা হয়েছে । আমরা তাই পুলিশের কাছে এসেছি সুবিচারের জন্য । যদি দোষীরা চরম শাস্তি না পায়, আমরা এর বিরুদ্ধে তীব্র আন্দোলনে নামব । এই ডাইনি প্রথার মতো কুসংস্কার বন্ধ হওয়া উচিত ।"

ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশকর্তার: আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পূর্ব কুমার গৌতম ইটিভি ভারতকে ফোনে বলেন, "আমরা অভিযোগ পেয়েছি ৷ গোটা ঘটনা তদন্ত করে দেখা হবে । অভিযোগ সঠিক বলে প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গৃহীত হবে ।"

ডাইনি অপবাদে অত্যাচার

দুর্গাপুর, 20 জুলাই: মণিপুরে যখন দুই মহিলার উপর নৃশংস অত্যাচারের ভিডিয়ো নিয়ে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে, তখনই এ রাজ্যের পশ্চিম বর্ধমানে ধরা পড়ল এক আদিবাসী প্রৌঢ়ার উপর পৈশাচিক অত্যাচারের ছবি ৷ ডাইনি অপবাদে ওই প্রৌঢ়া ও তাঁর মেয়ের উপর অকথ্য শারীরিক অত্যাচারের পাশাপাশি চালানো হয় মানসিক নির্যাতন ৷ তাঁদের মল-মূত্র খেতেও বাধ্য করা হয় বলে অভিযোগ ৷ ভারত জাকাত মাঝি পরগনা মহলের সহায়তায় বৃহস্পতিবার ওই আদিবাসী প্রৌঢ়া সুবিচার চাইতে গেলেন ফরিদপুর থানায় । অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ ৷

ডাইনি অপবাদে নির্যাতন: দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকার বাসিন্দা সরস্বতী বাউরি এলাকায় গুনীন হিসেবে পরিচিত । তিনি অন্ডাল থানার আদিবাসী পাড়ার কয়েকজন বাসিন্দাদের নাকি নিদান দেন যে, তাঁদের গ্রামে একজন 'ডাইনি' আছে । এরপরেই বাসিন্দারা গ্রামে ফিরে এসে ডাইনি অপবাদে 60 বছরের এক আদিবাসী প্রৌঢ়া ও তাঁর মেয়েকে বেধড়ক মারধরের পাশাপাশি তাঁদের উপর অমানবিক নির্যাতন চালায় বলে অভিযোগ ।

নৃশংস অত্যাচার মা-মেয়েকে: ওই প্রৌঢ়ার মাথার চুল ও চামড়া ধারাল ব্লেড দিয়ে কাটার পরে তাঁদের শুইয়ে বুকের উপরে বসে তাঁদের নাক টিপে ধরে, মল ও মূত্র খাওয়ানো হয় বলে অভিযোগ করেছেন ওই প্রৌঢ়া । এখানেই শেষ নয় । অভিযোগ, বিষাক্ত কাঁটার উপর তাঁদের প্রায় অর্ধনগ্ন অবস্থায় বসতে বাধ্য করে অত্যাচারীরা । নৃশংস শারীরিক ও মানসিক অত্যাচারের পরে তাঁদের কাছে থাকা 20 হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাঁদের গ্রামছাড়া করা হয় বলে অভিযোগ ।

আরও পড়ুন: মণিপুরের ভয়ংকর ভিডিয়ো দেখে মর্মাহত ও ক্রুদ্ধ মমতা, সুবিচার পেতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক

অন্ডাল থানায় অভিযোগ: একবিংশ শতকে দাঁড়িয়েও এ হেন মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী দক্ষিণখণ্ডের এই গ্রাম । এই ঘটনার কথা জানতে পেরে আদিবাসীদের সংগঠন ভারত জাকাত পরগনা মহলের কর্তাব্যক্তিরা ওই প্রৌঢ়া ও তাঁর পরিবারের পাশে দাঁড়ান । বৃহস্পতিবার ওই প্রৌঢ়াকে ও তাঁর মেয়েকে নিয়ে প্রথমে ফরিদপুর থানায় অভিযোগ জানাতে গেলে সেই থানার পুলিশ জানায়, যেহেতু তাঁরা অন্ডাল থানা এলাকায় থাকেন, তাই সেই থানাতেই অভিযোগ জানাতে হবে । এরপর ওই আদিবাসী মহিলা দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ জানানোর পরে, তাঁরা অন্ডাল থানায় অভিযোগ জানান ৷

তিনি ও তাঁর মেয়ের উপরে ঘটে যাওয়া ভয়াবহ অত্যাচারের নির্মম কাহিনি বলতে গিয়ে প্রৌঢ়া বলেন, "আমাকে ডাইনি বলে আমাকে ও মেয়েকে খুব মারধর করেছে ৷ আমাদের মল-মূত্র জোর করে খাওয়ালো । আমাকে এমন মারল যে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম । আমার কাছে থাকা 20 হাজার টাকা ছিনিয়ে নিল । আমি চাই ওদের চরম শাস্তি ।"

সুবিচারের দাবি আদিবাসী সংগঠনের: ভারত জাকাত মাঝি পরগনার অন্যতম সদস্য লেবু হেমব্রম বলেন, "একশ্রেণির গুনীন, তান্ত্রিকরা ডাইনি বলে গ্রামের মানুষদের উসকে দিয়ে এই কুসংস্কারকে বাঁচিয়ে রাখছে । অমানবিক অত্যাচার হয়েছে এই প্রৌঢ়া ও তাঁর পরিবারের উপরে । তাঁদেরকে মল-মূত্র খাওয়ানো, বিষাক্ত কাঁটায় জোর করে বসতে বাধ্য করা হয়েছে । মারধরের পাশাপাশি তাঁদের ঘরছাড়া ও গ্রামছাড়া করা হয়েছে । আমরা তাই পুলিশের কাছে এসেছি সুবিচারের জন্য । যদি দোষীরা চরম শাস্তি না পায়, আমরা এর বিরুদ্ধে তীব্র আন্দোলনে নামব । এই ডাইনি প্রথার মতো কুসংস্কার বন্ধ হওয়া উচিত ।"

ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশকর্তার: আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পূর্ব কুমার গৌতম ইটিভি ভারতকে ফোনে বলেন, "আমরা অভিযোগ পেয়েছি ৷ গোটা ঘটনা তদন্ত করে দেখা হবে । অভিযোগ সঠিক বলে প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গৃহীত হবে ।"

Last Updated : Jul 20, 2023, 7:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.