ETV Bharat / state

দিদির ফোনেও কাজ হল না, শুভেন্দুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে জিতেন্দ্র - শুভেন্দুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে জিতেন্দ্র

সন্ধ্যায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান কর্নেল দীপ্তাংশু চৌধরিকে সঙ্গে নিয়ে পূর্ব বর্ধমানের তৃণমূল সংসদ সুনীল মণ্ডলের বাড়িতে পৌঁছান ৷ সন্ধে 6টা বেজে 25 নাগাদ জিতেন্দ্র তিওয়ারি সুনীল মণ্ডলের বাড়িতে পৌঁছান

jitendra-tiwari-in-a-closed-door-meeting-with-shuvendu-adhikary
jitendra-tiwari-in-a-closed-door-meeting-with-shuvendu-adhikary
author img

By

Published : Dec 16, 2020, 7:40 PM IST

Updated : Dec 16, 2020, 10:43 PM IST

দুর্গাপুর, 16 ডিসেম্বর : দিদির ফোনেও কাজ হল না ৷ সুনীল মণ্ডলের বাড়িতে শুভেন্দু অধিকারীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে যোগ দিতে পৌঁছলেন জিতেন্দ্র তিওয়ারি ৷ জিতেন্দ্র নিজেই জানিয়েছিলেন, তাঁকে মুখ্যমন্ত্রী ফোন করেছেন, 18 তারিখ বৈঠক করবেন বলে জানিয়েছেন ৷ এরপরও সুনীলের বড়িতে শুভেন্দুর সঙ্গে বৈঠকে জিতেন্দ্র ৷

সুনীল মণ্ডলের বাড়িতে পৌঁছালেন জিতেন্দ্র তিওয়ারি ৷

দুপুরেই আসানসোলের পৌর প্রশাসক জানান, "আমাকে ফোনে দিদি বলেছে, আমি 18 তারিখে বৈঠকে অসুবিধার কথা শুনব, আর তার আগে যদি অসুবিধা হয় তাহলে অরূপের (মন্ত্রী অরূপ বিশ্বাস) সঙ্গে কথা বলবি ৷" যদিও এরপরও এদিন সন্ধ্যায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান কর্নেল দীপ্তাংশু চৌধরিকে সঙ্গে নিয়ে পূর্ব বর্ধমানের তৃণমূল সংসদ সুনীল মণ্ডলের বাড়িতে পৌঁছান ৷ সন্ধে 6টা বেজে 25 নাগাদ জিতেন্দ্র তিওয়ারি সুনীল মণ্ডলের বাড়িতে পৌঁছান বলে জানা গিয়েছে ৷ এখানে সন্ধে সাড়ে সাতটা নাগাদ শুভেন্দু অধিকারীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়েছে ৷ একথা জানিয়েছেন শুভেন্দু অনুগামী গুসকরার প্রাক্তন কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায় ৷ বৈঠকে আছেন কালনার টিএমসি বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, পুর্ব বর্ধমানের প্রাক্তন টিএমসিপি নেতা তথা বর্তমান জেলা পরিষদের সদস্য নুরুন হাসান । শুভেন্দুর সঙ্গে আছেন দুর্গাপুর নগর নিগমের ৪ নম্বর বোরো কমিটির চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দোপাধ্যায় । বৈঠক প্রসঙ্গে গুসকরার প্রাক্তন কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায় বলেন, অনুব্রত মণ্ডল চোর,ডাকাত । আমাকে বিনা অপরাধে 13 দিন কারাবাস করিয়েছে । আমরা বিজেপিতে যোগ দিচ্ছি । জয় শ্রী রাম । দেখুন বীরভূমের আশিস ব্যানার্জি, চন্দ্রনাথ সিনহারাও এল বলে । সবাই আসবে। জল্পনা বাড়ল শুভেন্দুর মতো জিতেন্দ্রও হয়তো বিজেপির পথে ।

এদিকে আজই দলের নির্দেশ উড়িয়ে দুর্গাপুরের সগরভাঙার কারখানার সামনে আইএনটিটিইউসির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের ডাকে সভা করেন জিতেন্দ্র তিওয়ারি ৷ সেখানে রীতিমতো বিস্ফোরক বক্তব্য রাখলেন ৷ সরাসরি তুলোধনা করলেন ফিরহাদ হাকিমকে । এই সঙ্গে দল প্রসঙ্গে একরাশ ক্ষোভ উগরে দিলেন ৷ বুধবার জিতেন্দ্র তিওয়ারি বলেন, "আজ মিটিং করার জন্য যদি জেলা সভাপতি পদ ছাড়তে হয় তবে বিকেলের মধ্যেই ছেড়ে দেব ৷ পশ্চিম বর্ধমানের নেতাদের আর ভয় দেখিয়ে রাখা যাবে না ৷ " নাম না করে ফিরহাদ হাকিমের উদ্দেশে বলেন, "আমাকে বিজেপিতে চলে যাওয়ার কথা বলছেন, আপনি তো কলকাতাকে মিনি পাকিস্তান করবেন বলেছিলেন ৷ " মনে করিয়ে দেন, শুধু দলের ক্যারিশ্মায় নয়, ব্যক্তিগত ইমেজেও তিনি এবং পশ্চিম বর্ধমানের অন্য নেতৃত্ব ভোট জিতেছেন ৷ অবশ্য এও জানান, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই দল করেন ৷

দুর্গাপুর, 16 ডিসেম্বর : দিদির ফোনেও কাজ হল না ৷ সুনীল মণ্ডলের বাড়িতে শুভেন্দু অধিকারীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে যোগ দিতে পৌঁছলেন জিতেন্দ্র তিওয়ারি ৷ জিতেন্দ্র নিজেই জানিয়েছিলেন, তাঁকে মুখ্যমন্ত্রী ফোন করেছেন, 18 তারিখ বৈঠক করবেন বলে জানিয়েছেন ৷ এরপরও সুনীলের বড়িতে শুভেন্দুর সঙ্গে বৈঠকে জিতেন্দ্র ৷

সুনীল মণ্ডলের বাড়িতে পৌঁছালেন জিতেন্দ্র তিওয়ারি ৷

দুপুরেই আসানসোলের পৌর প্রশাসক জানান, "আমাকে ফোনে দিদি বলেছে, আমি 18 তারিখে বৈঠকে অসুবিধার কথা শুনব, আর তার আগে যদি অসুবিধা হয় তাহলে অরূপের (মন্ত্রী অরূপ বিশ্বাস) সঙ্গে কথা বলবি ৷" যদিও এরপরও এদিন সন্ধ্যায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান কর্নেল দীপ্তাংশু চৌধরিকে সঙ্গে নিয়ে পূর্ব বর্ধমানের তৃণমূল সংসদ সুনীল মণ্ডলের বাড়িতে পৌঁছান ৷ সন্ধে 6টা বেজে 25 নাগাদ জিতেন্দ্র তিওয়ারি সুনীল মণ্ডলের বাড়িতে পৌঁছান বলে জানা গিয়েছে ৷ এখানে সন্ধে সাড়ে সাতটা নাগাদ শুভেন্দু অধিকারীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়েছে ৷ একথা জানিয়েছেন শুভেন্দু অনুগামী গুসকরার প্রাক্তন কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায় ৷ বৈঠকে আছেন কালনার টিএমসি বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, পুর্ব বর্ধমানের প্রাক্তন টিএমসিপি নেতা তথা বর্তমান জেলা পরিষদের সদস্য নুরুন হাসান । শুভেন্দুর সঙ্গে আছেন দুর্গাপুর নগর নিগমের ৪ নম্বর বোরো কমিটির চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দোপাধ্যায় । বৈঠক প্রসঙ্গে গুসকরার প্রাক্তন কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায় বলেন, অনুব্রত মণ্ডল চোর,ডাকাত । আমাকে বিনা অপরাধে 13 দিন কারাবাস করিয়েছে । আমরা বিজেপিতে যোগ দিচ্ছি । জয় শ্রী রাম । দেখুন বীরভূমের আশিস ব্যানার্জি, চন্দ্রনাথ সিনহারাও এল বলে । সবাই আসবে। জল্পনা বাড়ল শুভেন্দুর মতো জিতেন্দ্রও হয়তো বিজেপির পথে ।

এদিকে আজই দলের নির্দেশ উড়িয়ে দুর্গাপুরের সগরভাঙার কারখানার সামনে আইএনটিটিইউসির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের ডাকে সভা করেন জিতেন্দ্র তিওয়ারি ৷ সেখানে রীতিমতো বিস্ফোরক বক্তব্য রাখলেন ৷ সরাসরি তুলোধনা করলেন ফিরহাদ হাকিমকে । এই সঙ্গে দল প্রসঙ্গে একরাশ ক্ষোভ উগরে দিলেন ৷ বুধবার জিতেন্দ্র তিওয়ারি বলেন, "আজ মিটিং করার জন্য যদি জেলা সভাপতি পদ ছাড়তে হয় তবে বিকেলের মধ্যেই ছেড়ে দেব ৷ পশ্চিম বর্ধমানের নেতাদের আর ভয় দেখিয়ে রাখা যাবে না ৷ " নাম না করে ফিরহাদ হাকিমের উদ্দেশে বলেন, "আমাকে বিজেপিতে চলে যাওয়ার কথা বলছেন, আপনি তো কলকাতাকে মিনি পাকিস্তান করবেন বলেছিলেন ৷ " মনে করিয়ে দেন, শুধু দলের ক্যারিশ্মায় নয়, ব্যক্তিগত ইমেজেও তিনি এবং পশ্চিম বর্ধমানের অন্য নেতৃত্ব ভোট জিতেছেন ৷ অবশ্য এও জানান, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই দল করেন ৷

Last Updated : Dec 16, 2020, 10:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.