ETV Bharat / state

Mamata Banerjee : শিল্প প্রতিষ্ঠা ও কর্মসংস্থানে জোর, পানাগড়ে কল্পতরু মমতা - দুর্গাপুর

দুর্গাপুরে (Durgapur) গিয়ে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ শিল্পতালুক পানাগড়ে (Panagarh) গিয়ে শিল্পে প্রতিষ্ঠা ও কর্মসংস্থানে সরকারের বেশ কয়েকটি পদক্ষেপের কথা ঘোষণা করেন তিনি ৷

Mamata Banerjee advocated for industry in panagarh industrial park
শিল্প প্রতিষ্ঠা ও কর্মসংস্থানে জোর, পানাগড়ে গিয়ে কল্পতরু মমতা
author img

By

Published : Sep 1, 2021, 4:24 PM IST

দুর্গাপুর, 1 সেপ্টেম্বর : তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যে নতুন শিল্প প্রতিষ্ঠা ও কর্মসংস্থানই বড় চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে ৷ সেই লক্ষ্যেই শিল্পতালুক পানাগড়ে (Panagarh) গিয়ে শিল্পে বিশেষ জোর দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী ।

বুধবার দুর্গাপুরে (Durgapur) গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "দেউচা পাচামিতে বিশ্বের দ্বিতীয় কয়লা খনি শিল্প-সহ কমদামে বিদ্যুৎ উৎপাদন হবে ৷ চাকরি, রাস্তা, হাসপাতাল, স্কুল, কলেজ সব করে দেব । তাজপুরে শিল্প হবে । ডেডিকেটেড ফ্রেইড করিডর হবে ।" ডানকুনি থেকে পানাগড়-বড়জোড়া হয়ে অমৃতসর ফ্রেইড করিডরের জন্য 72 হাজার কোটি টাকা বিনিয়োগের কথাও জানান মমতা ।

আরও পড়ুন: Rujira Banerjee to ED: করোনাকালে দিল্লি যেতে পারবেন না, বাড়িতে আসতে ইডি-কে চিঠি রুজিরার

মুখ্যমন্ত্রীর আশ্বাস, দেউচায় 15 হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে । এ ছাড়াও 15 হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে দুর্গাপুর, জামুড়িয়া ও জামালপুরে ৷ কর্মসংস্থান হবে 50 হাজার মানুষের । এ জন্য জমি নেওয়া হয়ে গিয়েছে বলে মমতা জানিয়েছেন ।

আরও পড়ুন: Visva-Bharati University : উপাচার্যের নিরাপত্তায় পুলিশ মোতায়েন বিশ্বভারতীতে

মুখ্যমন্ত্রী আগেই ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল প্রমোশনাল বোর্ড গঠন করেছেন । এই বোর্ডের চেয়ারম্যান মুখ্যমন্ত্রী নিজে । এই বোর্ডে বেশ কয়েকজন মন্ত্রীও রয়েছেন । বোর্ডের চেয়ারম্যান হওয়ার পর পশ্চিম বর্ধমান জেলায় প্রথম সফর করলেন মমতা । বোর্ডের বেশকিছু কর্মসূচিরও উল্লেখ করেন তিনি ৷ পাশাপাশি পোশাক শিল্পের ক্ষেত্রে কল্পতরুর ভূমিকায় দেখা দেন মুখ্যমন্ত্রী । বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি ৷ বৃহস্পতিবার থেকে ব্যাঙ্ক বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন: Mamata Banerjee: বিরোধী মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকের উদ্যোগ, জ্যোতি বসুর পথেই কি হাঁটছেন মমতা ?

দুর্গাপুর, 1 সেপ্টেম্বর : তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যে নতুন শিল্প প্রতিষ্ঠা ও কর্মসংস্থানই বড় চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে ৷ সেই লক্ষ্যেই শিল্পতালুক পানাগড়ে (Panagarh) গিয়ে শিল্পে বিশেষ জোর দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী ।

বুধবার দুর্গাপুরে (Durgapur) গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "দেউচা পাচামিতে বিশ্বের দ্বিতীয় কয়লা খনি শিল্প-সহ কমদামে বিদ্যুৎ উৎপাদন হবে ৷ চাকরি, রাস্তা, হাসপাতাল, স্কুল, কলেজ সব করে দেব । তাজপুরে শিল্প হবে । ডেডিকেটেড ফ্রেইড করিডর হবে ।" ডানকুনি থেকে পানাগড়-বড়জোড়া হয়ে অমৃতসর ফ্রেইড করিডরের জন্য 72 হাজার কোটি টাকা বিনিয়োগের কথাও জানান মমতা ।

আরও পড়ুন: Rujira Banerjee to ED: করোনাকালে দিল্লি যেতে পারবেন না, বাড়িতে আসতে ইডি-কে চিঠি রুজিরার

মুখ্যমন্ত্রীর আশ্বাস, দেউচায় 15 হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে । এ ছাড়াও 15 হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে দুর্গাপুর, জামুড়িয়া ও জামালপুরে ৷ কর্মসংস্থান হবে 50 হাজার মানুষের । এ জন্য জমি নেওয়া হয়ে গিয়েছে বলে মমতা জানিয়েছেন ।

আরও পড়ুন: Visva-Bharati University : উপাচার্যের নিরাপত্তায় পুলিশ মোতায়েন বিশ্বভারতীতে

মুখ্যমন্ত্রী আগেই ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল প্রমোশনাল বোর্ড গঠন করেছেন । এই বোর্ডের চেয়ারম্যান মুখ্যমন্ত্রী নিজে । এই বোর্ডে বেশ কয়েকজন মন্ত্রীও রয়েছেন । বোর্ডের চেয়ারম্যান হওয়ার পর পশ্চিম বর্ধমান জেলায় প্রথম সফর করলেন মমতা । বোর্ডের বেশকিছু কর্মসূচিরও উল্লেখ করেন তিনি ৷ পাশাপাশি পোশাক শিল্পের ক্ষেত্রে কল্পতরুর ভূমিকায় দেখা দেন মুখ্যমন্ত্রী । বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি ৷ বৃহস্পতিবার থেকে ব্যাঙ্ক বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন: Mamata Banerjee: বিরোধী মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকের উদ্যোগ, জ্যোতি বসুর পথেই কি হাঁটছেন মমতা ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.