আসানসোল, 22 মে : পশ্চিম বর্ধমান জেলার করোনা পরিস্থিতির উপর লক্ষ্য রেখে আসানসোলে দু‘টি সেফ হোম তৈরি করা হল । আসানসোলের সেন্ট জোসেফ স্কুল এবং লরেটো কনভেন্ট স্কুলে সেফ হোম দুটি করা হয়েছে । মোট 100 শয্যাবিশিষ্ট এই দুটি সেফ হোমের উদ্বোধন করলেন রাজ্যের আইন ও পূর্ত বিভাগের মন্ত্রী মলয় ঘটক । আজ এই দু‘টি সেফ হোমের উদ্বোধন হয় ।
মন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, এই সেফ হোমে অক্সিজেন, রোগীদের খাওয়া-দাওয়া এবং চিকিৎসার ব্যবস্থা থাকবে । সম্পূর্ণ বিনামূল্যে এই ব্যবস্থা করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে । পাশাপাশি এদিন 6টি অ্যাম্বুলেন্স প্রদান করা হয় । বিভিন্ন সংস্থার প্রদান করা এই অ্যাম্বুলেন্সগুলি দুটি আসানসোল পৌরনিগমকে, দুটি দুর্গাপুর পৌরনিগমকে এবং দুটি জেলা স্বাস্থ্য বিভাগের হাতে তুলে দেওয়া হয় । এই অ্যাম্বুলেন্সগুলিতে শুধুমাত্র করোনা রোগী নিয়ে আসা হবে ।
আরও পড়ুন, সৌরশক্তি চালিত পাম্পে সবুজ বিপ্লব কাঁকসায়
মলয় ঘটক বলেন "এই রাজ্যে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিডের সঙ্গে মোকাবিলা করছে অন্য রাজ্যগুলিতে তা হচ্ছে না । তাই উত্তরপ্রদেশে কিংবা বিহারে নদীতে ভাসছে মৃতদেহ । এমন ঘটনা এই রাজ্যে হয়নি এবং আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইয়ে সবসময় পাশে আছি ।"