ETV Bharat / state

Malay Ghatak complains against Agnimitra : অগ্নিমিত্রার বিরুদ্ধে হুমকির অভিযোগ, কমিশনে নালিশ মলয়ের - Malay Ghatak complains against Agnimitra

আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের একটি ভিডিয়োর অংশ তুলে নির্বাচন কমিশনকে মেনশন করে নালিশ করলেন মলয় ঘটক (Malay Ghatak complains against Agnimitra Paul) ৷ কী সেই ভিডিয়ো ?

Asansol News
অগ্নিমিত্রার বিরুদ্ধে কমিশনে গেলেন মলয় ঘটক
author img

By

Published : Mar 31, 2022, 9:42 PM IST

আসানসোল, 31 মার্চ : এবার অগ্নিমিত্রার বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালেন মলয় ঘটক ৷ আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের একটি ভিডিয়ো প্রকাশ করে রাজ্যের আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটক টুইট করে নির্বাচন কমিশনকে জানিয়েছেন যে বিজেপি প্রার্থী কার্যত হুমকি দিচ্ছে । বিষয়টি নিয়ে সরাসরি নির্বাচন কমিশনকে জানাতে চলেছেন বলেও জানিয়েছেন মন্ত্রী ৷ তাঁর দাবি, নরেন্দ্রনাথ চক্রবর্তীকে যেভাবে সাতদিনের জন্য সমস্ত প্রচারের কাজ থেকে অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশন, তেমন কোনও ব্যবস্থা নেওয়া হোক বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে (Malay Ghatak Complained to the Election Commission Against Agnimitra Paul) ।

দু'দিন আগেই একটি সাংবাদিক সম্মেলন করতে গিয়ে অগ্নিমিত্রা পল বলেন, "আমরা হিংসায় বিশ্বাস করি না । কিন্তু যদি আমাদের কার্যকর্তাদের মারধর করা হয় তাহলে আমরাও বলছি মারের বদলা মার হবে ।"

অগ্নিমিত্রার বিরুদ্ধে কমিশনে গেলেন মলয় ঘটক

আরও পড়ুন : Agnimitra Paul on Narendranath Chakraborty : কমিশনের ব্যবস্থা যথেষ্ট নয়, নরেন চক্রবর্তীকে গৃহবন্দি করা উচিত : অগ্নিমিত্রা

এই ভিডিয়োর একটি অংশ নিয়েই মন্ত্রী মলয় ঘটক নির্বাচন কমিশনকে মেনশন করে একটি টুইটে লেখেন, "অগ্নিমিত্রা পল হুমকি দিচ্ছেন এবং তিনি কার্যত ভোটের (Asansol Bye Election 2022) পরিবেশকে নষ্ট করছেন ।"
বৃহস্পতিবার আসানসোলের রবীন্দ্রভবনে দলীয় কর্মীসভা থেকে মলয় ঘটক বলেন, "অগ্নিমিত্রা পল হুমকি দিচ্ছেন মারের বদলা মার হবে । তিনি এমনভাবে হুমকি দিচ্ছেন প্রয়োজন পড়লে আগ্নেয়াস্ত্র ও আর্সেনিকও ব্যবহার করতে পারেন । সেই ধরনের উত্তেজনামূলক একটি ভাষণ, বিবৃতি তিনি দিয়েছেন । আমরা বিষয়টি কমিশনকে জানিয়েছি ৷ যেভাবে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে সে রকমই কোনও ব্যবস্থা অগ্নিমিত্রা পলের বিরুদ্ধেও কমিশন নেবে বলে আশা রাখছি ।"

আরও পড়ুন : Kalyan Attacks Agnimitra : অগ্নিমিত্রা বড় টিপ পরে শুধু ঝগড়া করেন ; মন্তব্য কল্যাণের

আসানসোল, 31 মার্চ : এবার অগ্নিমিত্রার বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালেন মলয় ঘটক ৷ আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের একটি ভিডিয়ো প্রকাশ করে রাজ্যের আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটক টুইট করে নির্বাচন কমিশনকে জানিয়েছেন যে বিজেপি প্রার্থী কার্যত হুমকি দিচ্ছে । বিষয়টি নিয়ে সরাসরি নির্বাচন কমিশনকে জানাতে চলেছেন বলেও জানিয়েছেন মন্ত্রী ৷ তাঁর দাবি, নরেন্দ্রনাথ চক্রবর্তীকে যেভাবে সাতদিনের জন্য সমস্ত প্রচারের কাজ থেকে অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশন, তেমন কোনও ব্যবস্থা নেওয়া হোক বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে (Malay Ghatak Complained to the Election Commission Against Agnimitra Paul) ।

দু'দিন আগেই একটি সাংবাদিক সম্মেলন করতে গিয়ে অগ্নিমিত্রা পল বলেন, "আমরা হিংসায় বিশ্বাস করি না । কিন্তু যদি আমাদের কার্যকর্তাদের মারধর করা হয় তাহলে আমরাও বলছি মারের বদলা মার হবে ।"

অগ্নিমিত্রার বিরুদ্ধে কমিশনে গেলেন মলয় ঘটক

আরও পড়ুন : Agnimitra Paul on Narendranath Chakraborty : কমিশনের ব্যবস্থা যথেষ্ট নয়, নরেন চক্রবর্তীকে গৃহবন্দি করা উচিত : অগ্নিমিত্রা

এই ভিডিয়োর একটি অংশ নিয়েই মন্ত্রী মলয় ঘটক নির্বাচন কমিশনকে মেনশন করে একটি টুইটে লেখেন, "অগ্নিমিত্রা পল হুমকি দিচ্ছেন এবং তিনি কার্যত ভোটের (Asansol Bye Election 2022) পরিবেশকে নষ্ট করছেন ।"
বৃহস্পতিবার আসানসোলের রবীন্দ্রভবনে দলীয় কর্মীসভা থেকে মলয় ঘটক বলেন, "অগ্নিমিত্রা পল হুমকি দিচ্ছেন মারের বদলা মার হবে । তিনি এমনভাবে হুমকি দিচ্ছেন প্রয়োজন পড়লে আগ্নেয়াস্ত্র ও আর্সেনিকও ব্যবহার করতে পারেন । সেই ধরনের উত্তেজনামূলক একটি ভাষণ, বিবৃতি তিনি দিয়েছেন । আমরা বিষয়টি কমিশনকে জানিয়েছি ৷ যেভাবে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে সে রকমই কোনও ব্যবস্থা অগ্নিমিত্রা পলের বিরুদ্ধেও কমিশন নেবে বলে আশা রাখছি ।"

আরও পড়ুন : Kalyan Attacks Agnimitra : অগ্নিমিত্রা বড় টিপ পরে শুধু ঝগড়া করেন ; মন্তব্য কল্যাণের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.