ETV Bharat / state

জামুড়িয়ায় পঙ্গপাল আতঙ্ক, গাছের পাতা খেয়ে নিচ্ছে পতঙ্গ - পঙ্গপাল

জামুড়িয়ার পড়াশিয়া এলাকায় গাছের পাতা খেয়ে নিচ্ছে এক ধরনের পতঙ্গ । এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে পঙ্গপালের আতঙ্ক ছড়িয়েছে ।

Locust fear in jamuria
পঙ্গপাল আতঙ্ক
author img

By

Published : Jun 15, 2020, 6:50 AM IST

জামুড়িয়া, 14 জুন : জামুড়িয়ার পড়াশিয়া এলাকায় পোকার আক্রমণে নিমেষে শেষ হয়ে যাচ্ছে গাছের সবুজ পাতা । স্থানীয় মানুষজনের দাবি, কিছুটা পঙ্গপালের মতো দেখতে ওই পোকাগুলিকে । তবে আদও সেগুলি পঙ্গপাল কিনা তা নিয়ে ধন্দে রয়েছে স্থানীয় প্রশাসন ।

জামুড়িয়ার পড়াশিয়া এলাকায় শিব মন্দির সংলগ্ন জঙ্গলের গাছের সবুজ পাতা নিমেষের মধ্যে শেষ হয়ে যাচ্ছে । আজ সকালে বিষয়টি লক্ষ্য করেন স্থানীয় মানুষজন । এরপর গাছের কাছে যেতে দেখা যায়, ডালে অসংখ্য পতঙ্গ বসে রয়েছে । শিউলি গাছের সবুজ পাতা খেয়ে নিচ্ছে । এরপর স্থানীয় মানুষের মধ্যে পঙ্গপালের আতঙ্ক ছড়িয়ে পড়ে । এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত কে জানানো হয়েছে ।

স্থানীয় বাসিন্দা অজয় কুমার মণ্ডল বলেন, “ গত দু-তিন দিন ধরে এলাকার সব গাছের পাতা নিমেষে শেষ হয়ে যাচ্ছে । গাছের ডালে অসংখ্য পতঙ্গ বসে রয়েছে । অন্যদিকে কিছুটা দূরে রয়েছে গ্রামীণ এলাকা । গ্রামীণ এলাকায় কৃষি জমিতে যদি পঙ্গপাল ঢুকে যায় তাহলে নিমেষের মধ্যে সব শেষ হয়ে যাবে । কৃষিকার্যে ব্যাপক ক্ষতি হবে ।” জামুড়িয়ার BDO কৃষাণু রায় বলেন, “পঙ্গপালের জেরে আদও গাছের পাতা নষ্ট হচ্ছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে । তবে এই বিষয়ে কৃষি দপ্তরের সঙ্গে আলোচনা চলছে ।”

জামুড়িয়া, 14 জুন : জামুড়িয়ার পড়াশিয়া এলাকায় পোকার আক্রমণে নিমেষে শেষ হয়ে যাচ্ছে গাছের সবুজ পাতা । স্থানীয় মানুষজনের দাবি, কিছুটা পঙ্গপালের মতো দেখতে ওই পোকাগুলিকে । তবে আদও সেগুলি পঙ্গপাল কিনা তা নিয়ে ধন্দে রয়েছে স্থানীয় প্রশাসন ।

জামুড়িয়ার পড়াশিয়া এলাকায় শিব মন্দির সংলগ্ন জঙ্গলের গাছের সবুজ পাতা নিমেষের মধ্যে শেষ হয়ে যাচ্ছে । আজ সকালে বিষয়টি লক্ষ্য করেন স্থানীয় মানুষজন । এরপর গাছের কাছে যেতে দেখা যায়, ডালে অসংখ্য পতঙ্গ বসে রয়েছে । শিউলি গাছের সবুজ পাতা খেয়ে নিচ্ছে । এরপর স্থানীয় মানুষের মধ্যে পঙ্গপালের আতঙ্ক ছড়িয়ে পড়ে । এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত কে জানানো হয়েছে ।

স্থানীয় বাসিন্দা অজয় কুমার মণ্ডল বলেন, “ গত দু-তিন দিন ধরে এলাকার সব গাছের পাতা নিমেষে শেষ হয়ে যাচ্ছে । গাছের ডালে অসংখ্য পতঙ্গ বসে রয়েছে । অন্যদিকে কিছুটা দূরে রয়েছে গ্রামীণ এলাকা । গ্রামীণ এলাকায় কৃষি জমিতে যদি পঙ্গপাল ঢুকে যায় তাহলে নিমেষের মধ্যে সব শেষ হয়ে যাবে । কৃষিকার্যে ব্যাপক ক্ষতি হবে ।” জামুড়িয়ার BDO কৃষাণু রায় বলেন, “পঙ্গপালের জেরে আদও গাছের পাতা নষ্ট হচ্ছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে । তবে এই বিষয়ে কৃষি দপ্তরের সঙ্গে আলোচনা চলছে ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.