আসানসোল, 15 ফেব্রুয়ারি : বিধানসভায় অধিবেশন চলাকালীন জামুড়িয়ার বাম বিধায়ককে ধর্ষণের হুমকি দেন তৃণমূল বিধায়ক । ঘটনায় সমালোচনায় সরব হয় রাজনৈতিকমহল । এমন কী, তৃণমূলের তরফেও দলের ওই বিধায়কের মন্তব্যের নিন্দা করা হয় । এবার এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদে পথে নামল আসানসোলের বাম মহিলা সংগঠনের সদস্যরা ।
বিধানসভায় বাজেট অধিবেশন চলছিল । সেইসময় শাসক ও বিরোধী দলের বিধায়করা একে অপরকে বিভিন্ন ইশুতে আক্রমণ করছিলেন । এরই মাঝে জামুড়িয়ার বাম বিধায়ক জাহানারা খানকে ধর্ষণের হুমকি দিয়ে বসেন মেমারির তৃণমূল বিধায়ক নার্গিস বেগম । জাহানারাকে লক্ষ্য করে বলেন, "আগে বলে নিই, তারপর তার ধর্ষণটা হবে ।" এই মন্তব্য শুনে অধিবেশন কক্ষেই কান্নায় ভেঙে পড়েন জাহানারা ।
এই ঘটনাকে কেন্দ্র করে সমালোচনায় সরব হয় রাজনৈতিকমহল । তৃণমূলের তরফেও নার্গিসের সমালোচনা করা হয় । অধিবেশন কক্ষেই পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেন, এই মন্তব্য সমর্থনযোগ্য নয় । তিনি বলেন, "আমাদের দল এর নিন্দা করেছে । যে বিধায়ক এই মন্তব্য করেছেন তাঁর পাশে দাঁড়াচ্ছি না ।" এবার নার্গিসের এই মন্তব্যের প্রতিবাদে আসানসোলে মিছিল করে প্রতিবাদ সভা করলেন বাম মহিলা সংগঠনের সদস্যরা । আসানসোল রবীন্দ্র ভবনের সামনে সভা করে প্রতিবাদ জানান তারা ।
SFI-এর প্রতিনিধি শ্রেয়া ঘোষ বলেন, "একজন বিধায়ককে যদি বিধানসভায় এমন কথা বলা হয় তাহলে আমাদের মত সাধারণ নারীদের সুরক্ষা কোথায়?" গনতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী মৈত্রেয়ী দাস বলেন, "যিনি কুৎসিত ভাষায় জাহানারা খানকে আক্রমন করেছেন তিনিও একজন মহিলা বিধায়ক । তৃণমূলের সংস্কৃতিকে বজায় রেখেই তিনি এমন আচরণ করেছেন । তীব্র ধিক্কার জানাচ্ছি আমরা ।"