আসোনসোল, 30 ডিসেম্বর : বৃহস্পতিবার আসানসোল পৌরনিগমের নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট (left front releases candidates list for asansol municipal corporation election) । 106টি আসনের মধ্যে ওয়ার্ডের মধ্যে 78টি আসনের প্রার্থীদের নাম এদিন বামেরা ঘোষণা করেছে ৷ জেলা বামফ্রন্টের আহ্বায়ক বংশগোপাল চৌধুরি এদিন এই নাম ঘোষণা করেন ৷ যদিও এই পৌরভোটে বামফ্রন্ট কংগ্রেসের সঙ্গে কোনও আসন সমঝোতা করেনি সরকারি ভাবে, তবে সাংবাদিক সম্মেলনে এদিন অন্য ইঙ্গিত দিয়ে রাখলেন বংশগোপালবাবু ।
তিনি বলেন,"তৃণমূল ও বিজেপিকে আটকাতে যেখানে আমরা দূর্বল, সেখানে যদি অন্য কোনও গণতান্ত্রিক দলের প্রার্থী থাকেন তবে তাঁর পথে আমরা বাধা হব না ।" যদিও গণতান্ত্রিক দল বলতে কাদের বুঝিয়েছেন তিনি, তা খোলসা করেননি বংশগোপালবাবু ।
আরও পড়ুন : শংকর ঘোষকে সামনে রেখে শিলিগুড়ি দখলের স্বপ্ন বিজেপির
তবে এমন মন্তব্য করায় বংশগোপাল বাবুকে কটাক্ষ করেছেন, তৃণমূল নেতা ভি শিবদাসন দাশু । তিনি বলেন, "সিপিএম মুখে এক রকম কথা বলে, মিটিং মিছিলে তারা বিজেপির বিরোধিতা করে । অথচ ভোটের সময় দেখা যায় সিপিএম বিজেপি'কে ভোট দেয় ৷ 2014, 2019 সালের লোকসভা ভোটে তার প্রমাণ মিলেছে ।" তাঁর দাবি, তৃণমূলই বিপুল ভোটে এই নির্বাচনে জয়ী হবে ৷