আসানসোল, 13 জুলাই: গরু বা কয়লা নয়, ভাইপো না কি ছাগল চোর ! ছাগল চুরির অভিযোগ উঠল জামুড়িয়ার এক তৃণমূল নেত্রীর 'ভাইপো'র বিরুদ্ধে ৷ তিনি জেলা পরিষদের আসনে সদ্য জয়ী তৃণমূলের প্রার্থী পুতুল বন্দ্যোপাধ্যায় ৷ তাঁরই দেওরের ছেলে প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে ৷ অভিযোগ বন্ধুদের সঙ্গে চারচাকা গাড়িতে করে ছাগল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন প্রসেনজিৎ ৷ ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার বাহাদুরপুরে ৷ দু’দিন আগের এই ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই, রাজনৈতিক রঙ লাগতে শুরু করেছে (ইটিভি ভারত ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) ৷
স্বভাবতই এই ঘটনা প্রকাশ্যে আসার পর, তিনি জয়ের আনন্দ ভুলে, মুখ বাঁচাতে ব্যস্ত ৷ যদিও, পুতুল বন্দ্যোপাধ্যায়ের দাবি, "এটা সাজানো ঘটনা ৷ ছোটগল্পকে বড় করে সাজানো হয়েছে ৷" এ নিয়ে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় কটাক্ষ করেছেন, "তৃণমূল মানেই যেন চুরি, লুঠ আর ভাইপো সমার্থক হয়ে উঠেছে ৷ গোটা রাজ্যটাই তৃণমূলের চোরে ভরে গেছে ৷"
জামুড়িয়ার সিপিআইএম নেতা মনোজ দত্ত কটাক্ষের সুরে বলেন, "ছাগল চুরি করেছে নিশ্চয় খাওয়ার জন্য ৷ ভোটে জেতার পর আনন্দফূর্তি করতেই চুরি ৷ পঞ্চায়েতে এখনও শপথ হয়নি। এর মধ্যেই চুরি শুরু হয়ে গেল ৷ তৃণমূল নেতার ছেলে, ভাইপোরা ছাগল চুরি করে হাত পাকাচ্ছে ৷"
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, ছাগল চুরির অভিযোগ তুলে গ্রামের লোকজন এক যুবককে মারধর করছে ৷ কয়েকজনকে আটকে রেখেছে গাড়ির ভিতরে ৷ গ্রামবাসীদের দাবি, ছাগল চুরি করে ডিকির মধ্যে নিয়ে পালাচ্ছিলেন তাঁরা ৷ কিন্তু, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি দেওয়ালে ধাক্কা মারে ৷ গ্রামবাসীরা তাঁদের প্রথমে মারধর করে ও পরে পুলিশের হাতে তুলে দেয় ৷ পরবর্তী সময়ে জানা যায় ওই যুবকদের মধ্যে একজন জামুড়িয়ার প্রভাবশালী তৃণমূল নেতা প্রয়াত মুকুল বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ৷ আর মুকুলবাবুর স্ত্রী পুতুল বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জেলা পরিষদের আসনে তৃণমূলের জয়ী প্রার্থী ৷
আরও পড়ুন: দিদিমণির চুরি শেখানোর কোচিংয়ে সায়নী ক্রাশ কোর্স করেছেন, কটাক্ষ অগ্নিমিত্রার
জামুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ও ব্লক দুইয়ের তৃণমূল সভাপতি ছিলেন মুকুল বন্দ্যোপাধ্যায় ৷ দু’বছর আগে তিনি মারা গিয়েছেন ৷ তাঁর স্ত্রী পুতুল বন্দ্যোপাধ্যায় তৃণমূল জেলা পরিষদের আসনে 5 হাজার ভোটে জিতেছেন ৷ প্রয়াত মুকুলবাবুর ভাইয়ের নাম বিজু বন্দ্যোপাধ্যায় ৷ তিনি ব্লক তৃণমূলের বড় নেতা এবং অঞ্চল সভাপতি ৷ তাঁরই ছেলের নাম জড়িয়েছে এই ছাগল চুরি-কাণ্ডে ৷ গাড়িটি থানায় নিয়ে গিয়েছে পুলিশ ৷ তবে, এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ দাবি করেছে ৷