ETV Bharat / state

TMC Leader Nephew Alleged Theft: তৃণমূল নেতার 'ভাইপো'র বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ ! সোশাল মিডিয়া ভাইরাল ভিডিয়ো - চুরি

তৃণমূল নেতার ভাইপোর বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ আসানসোলের জামুড়িয়ায় ৷ ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ যেখানে তাঁকে মারধর করতে দেখা গিয়েছে গ্রামবাসীদের ৷ এই ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

TMC Leader Nephew Alleged Theft ETV BHARAT
TMC Leader Nephew Alleged Theft
author img

By

Published : Jul 13, 2023, 9:39 PM IST

জামুড়িয়ায় তৃণমূল নেতার ভাইপোর বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ

আসানসোল, 13 জুলাই: গরু বা কয়লা নয়, ভাইপো না কি ছাগল চোর ! ছাগল চুরির অভিযোগ উঠল জামুড়িয়ার এক তৃণমূল নেত্রীর 'ভাইপো'র বিরুদ্ধে ৷ তিনি জেলা পরিষদের আসনে সদ্য জয়ী তৃণমূলের প্রার্থী পুতুল বন্দ্যোপাধ্যায় ৷ তাঁরই দেওরের ছেলে প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে ৷ অভিযোগ বন্ধুদের সঙ্গে চারচাকা গাড়িতে করে ছাগল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন প্রসেনজিৎ ৷ ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার বাহাদুরপুরে ৷ দু’দিন আগের এই ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই, রাজনৈতিক রঙ লাগতে শুরু করেছে (ইটিভি ভারত ভিডিয়োর সত্যতা যাচাই করেনি)

স্বভাবতই এই ঘটনা প্রকাশ্যে আসার পর, তিনি জয়ের আনন্দ ভুলে, মুখ বাঁচাতে ব্যস্ত ৷ যদিও, পুতুল বন্দ্যোপাধ্যায়ের দাবি, "এটা সাজানো ঘটনা ৷ ছোটগল্পকে বড় করে সাজানো হয়েছে ৷" এ নিয়ে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় কটাক্ষ করেছেন, "তৃণমূল মানেই যেন চুরি, লুঠ আর ভাইপো সমার্থক হয়ে উঠেছে ৷ গোটা রাজ্যটাই তৃণমূলের চোরে ভরে গেছে ৷"

জামুড়িয়ার সিপিআইএম নেতা মনোজ দত্ত কটাক্ষের সুরে বলেন, "ছাগল চুরি করেছে নিশ্চয় খাওয়ার জন্য ৷ ভোটে জেতার পর আনন্দফূর্তি করতেই চুরি ৷ পঞ্চায়েতে এখনও শপথ হয়নি। এর মধ্যেই চুরি শুরু হয়ে গেল ৷ তৃণমূল নেতার ছেলে, ভাইপোরা ছাগল চুরি করে হাত পাকাচ্ছে ৷"

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, ছাগল চুরির অভিযোগ তুলে গ্রামের লোকজন এক যুবককে মারধর করছে ৷ কয়েকজনকে আটকে রেখেছে গাড়ির ভিতরে ৷ গ্রামবাসীদের দাবি, ছাগল চুরি করে ডিকির মধ্যে নিয়ে পালাচ্ছিলেন তাঁরা ৷ কিন্তু, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি দেওয়ালে ধাক্কা মারে ৷ গ্রামবাসীরা তাঁদের প্রথমে মারধর করে ও পরে পুলিশের হাতে তুলে দেয় ৷ পরবর্তী সময়ে জানা যায় ওই যুবকদের মধ্যে একজন জামুড়িয়ার প্রভাবশালী তৃণমূল নেতা প্রয়াত মুকুল বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ৷ আর মুকুলবাবুর স্ত্রী পুতুল বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জেলা পরিষদের আসনে তৃণমূলের জয়ী প্রার্থী ৷

আরও পড়ুন: দিদিমণির চুরি শেখানোর কোচিংয়ে সায়নী ক্রাশ কোর্স করেছেন, কটাক্ষ অগ্নিমিত্রার

জামুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ও ব্লক দুইয়ের তৃণমূল সভাপতি ছিলেন মুকুল বন্দ্যোপাধ্যায় ৷ দু’বছর আগে তিনি মারা গিয়েছেন ৷ তাঁর স্ত্রী পুতুল বন্দ্যোপাধ্যায় তৃণমূল জেলা পরিষদের আসনে 5 হাজার ভোটে জিতেছেন ৷ প্রয়াত মুকুলবাবুর ভাইয়ের নাম বিজু বন্দ্যোপাধ্যায় ৷ তিনি ব্লক তৃণমূলের বড় নেতা এবং অঞ্চল সভাপতি ৷ তাঁরই ছেলের নাম জড়িয়েছে এই ছাগল চুরি-কাণ্ডে ৷ গাড়িটি থানায় নিয়ে গিয়েছে পুলিশ ৷ তবে, এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ দাবি করেছে ৷

জামুড়িয়ায় তৃণমূল নেতার ভাইপোর বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ

আসানসোল, 13 জুলাই: গরু বা কয়লা নয়, ভাইপো না কি ছাগল চোর ! ছাগল চুরির অভিযোগ উঠল জামুড়িয়ার এক তৃণমূল নেত্রীর 'ভাইপো'র বিরুদ্ধে ৷ তিনি জেলা পরিষদের আসনে সদ্য জয়ী তৃণমূলের প্রার্থী পুতুল বন্দ্যোপাধ্যায় ৷ তাঁরই দেওরের ছেলে প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে ৷ অভিযোগ বন্ধুদের সঙ্গে চারচাকা গাড়িতে করে ছাগল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন প্রসেনজিৎ ৷ ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার বাহাদুরপুরে ৷ দু’দিন আগের এই ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই, রাজনৈতিক রঙ লাগতে শুরু করেছে (ইটিভি ভারত ভিডিয়োর সত্যতা যাচাই করেনি)

স্বভাবতই এই ঘটনা প্রকাশ্যে আসার পর, তিনি জয়ের আনন্দ ভুলে, মুখ বাঁচাতে ব্যস্ত ৷ যদিও, পুতুল বন্দ্যোপাধ্যায়ের দাবি, "এটা সাজানো ঘটনা ৷ ছোটগল্পকে বড় করে সাজানো হয়েছে ৷" এ নিয়ে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় কটাক্ষ করেছেন, "তৃণমূল মানেই যেন চুরি, লুঠ আর ভাইপো সমার্থক হয়ে উঠেছে ৷ গোটা রাজ্যটাই তৃণমূলের চোরে ভরে গেছে ৷"

জামুড়িয়ার সিপিআইএম নেতা মনোজ দত্ত কটাক্ষের সুরে বলেন, "ছাগল চুরি করেছে নিশ্চয় খাওয়ার জন্য ৷ ভোটে জেতার পর আনন্দফূর্তি করতেই চুরি ৷ পঞ্চায়েতে এখনও শপথ হয়নি। এর মধ্যেই চুরি শুরু হয়ে গেল ৷ তৃণমূল নেতার ছেলে, ভাইপোরা ছাগল চুরি করে হাত পাকাচ্ছে ৷"

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, ছাগল চুরির অভিযোগ তুলে গ্রামের লোকজন এক যুবককে মারধর করছে ৷ কয়েকজনকে আটকে রেখেছে গাড়ির ভিতরে ৷ গ্রামবাসীদের দাবি, ছাগল চুরি করে ডিকির মধ্যে নিয়ে পালাচ্ছিলেন তাঁরা ৷ কিন্তু, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি দেওয়ালে ধাক্কা মারে ৷ গ্রামবাসীরা তাঁদের প্রথমে মারধর করে ও পরে পুলিশের হাতে তুলে দেয় ৷ পরবর্তী সময়ে জানা যায় ওই যুবকদের মধ্যে একজন জামুড়িয়ার প্রভাবশালী তৃণমূল নেতা প্রয়াত মুকুল বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ৷ আর মুকুলবাবুর স্ত্রী পুতুল বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জেলা পরিষদের আসনে তৃণমূলের জয়ী প্রার্থী ৷

আরও পড়ুন: দিদিমণির চুরি শেখানোর কোচিংয়ে সায়নী ক্রাশ কোর্স করেছেন, কটাক্ষ অগ্নিমিত্রার

জামুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ও ব্লক দুইয়ের তৃণমূল সভাপতি ছিলেন মুকুল বন্দ্যোপাধ্যায় ৷ দু’বছর আগে তিনি মারা গিয়েছেন ৷ তাঁর স্ত্রী পুতুল বন্দ্যোপাধ্যায় তৃণমূল জেলা পরিষদের আসনে 5 হাজার ভোটে জিতেছেন ৷ প্রয়াত মুকুলবাবুর ভাইয়ের নাম বিজু বন্দ্যোপাধ্যায় ৷ তিনি ব্লক তৃণমূলের বড় নেতা এবং অঞ্চল সভাপতি ৷ তাঁরই ছেলের নাম জড়িয়েছে এই ছাগল চুরি-কাণ্ডে ৷ গাড়িটি থানায় নিয়ে গিয়েছে পুলিশ ৷ তবে, এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ দাবি করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.