ETV Bharat / state

জামুড়িয়ায় সরকারি দপ্তরের বাইরে পড়ে নথিপত্র - জামুরিয়া

পৌরনিগমে জমা দেওয়া সাধারণ মানুষের জরুরি তথ্য ও গুরুত্বপূর্ণ নথিপত্র ফেলে দেওয়া হয়েছে খোলা আকাশের নিচে । জামুড়িয়া বোরো 1 নম্বর দপ্তরের ছবি ৷ অভিযোগ উঠছে পৌরনিগমের কর্মীদের বিরুদ্ধে ।

Jamuria
খোলা আকাশের নীচে গুরুত্বপূর্ণ নথিপত্র
author img

By

Published : Dec 9, 2019, 9:16 PM IST

জামুড়িয়া, 9 ডিসেম্বর : জামুড়িয়ার সরকারি দপ্তরের বাইরে খোলা আকাশের নিচে পড়ে রয়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র ৷ এই ছবি ধরা পড়ল জামুড়িয়া বোরো 1 নম্বর দপ্তরে । পৌরনিগমে জমা দেওয়া সাধারণ মানুষের জরুরি তথ্য ও গুরুত্বপূর্ণ নথিপত্র ফেলে দেওয়ায় কর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে।

দশ দিন ধরে জামুড়িয়া বোরো 1 নম্বর দপ্তরের বাইরে এই ভাবেই খোলা আকাশের নিচে পড়ে রয়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র । পড়ে থাকা নথিপত্রের মধ্যে রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড , প্যান কার্ড, কোর্টের এফিডেভিট, ফোটোকপি সহ আরও জরুরি কাগজপত্র । এমন কী রেশন কার্ডও ফেলে দেওয়া হয়েছে বাইরে । কোথাও বস্তা বন্দী, কোথাও আবার ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে এই সমস্ত নথিপত্র ।

দেখুন ভিডিয়ো

জামুড়িয়ার বাসিন্দাদের আশঙ্কা, এই সমস্ত গোপন তথ্য দুষ্কৃতীদের হাতের নাগালে গেলে ঘটতে পারে বড়সড় বিপত্তি । হ্যাকও হয়ে যেতে পারে তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট । আধারের ফোটোকপি জমা করে দুষ্কৃতীরা তুলে নিতে পারে ভুয়ো সিম কার্ডও । অসাধু দালাল চক্রের হাতে এই সমস্ত তথ্য চলে গেলে মালিকের অজান্তেই বেহাত হয়ে যেতে পারে জমিজমা ।

আসানসোল পৌরনিগমের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাখি কর্মকার বলেন, "জামুড়িয়ার বোরো 1 নম্বর দপ্তরটি 7 নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ে । গুরুত্বপূর্ণ নথিপত্র যদি বাইরে ফেলে দেওয়া হয় তাহলে আমি সমর্থন করছি না । পৌরনিগমের বোরো দপ্তরের গোডাউন আছে ৷ সেই গোডাউনে নথিপত্র রাখা হয় । আমি নিজে গিয়ে ঘটনাস্থান পরিদর্শন করে গোটা বিষয়টি দেখব ।"

জামুড়িয়ার খাদ্য দপ্তরের আধিকারিক সুব্রত নস্করের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, "জামুড়িয়ার খাদ্য দপ্তরে রং করা হবে বলে সমস্ত নথিপত্র জামুড়িয়ার বোরো দপ্তরের কর্মীরাই সরিয়ে দেয় । কিন্তু খোলা আকাশের নিচে ফেলে দেওয়ার কথা ছিল না ।" পাশাপাশি জামুরিয়া বোরো 1 নম্বর দপ্তরের চেয়ারম্যান শেখ সান্দার সঙ্গে ফোনে যোগাযোগ করলে তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷

জামুড়িয়া, 9 ডিসেম্বর : জামুড়িয়ার সরকারি দপ্তরের বাইরে খোলা আকাশের নিচে পড়ে রয়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র ৷ এই ছবি ধরা পড়ল জামুড়িয়া বোরো 1 নম্বর দপ্তরে । পৌরনিগমে জমা দেওয়া সাধারণ মানুষের জরুরি তথ্য ও গুরুত্বপূর্ণ নথিপত্র ফেলে দেওয়ায় কর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে।

দশ দিন ধরে জামুড়িয়া বোরো 1 নম্বর দপ্তরের বাইরে এই ভাবেই খোলা আকাশের নিচে পড়ে রয়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র । পড়ে থাকা নথিপত্রের মধ্যে রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড , প্যান কার্ড, কোর্টের এফিডেভিট, ফোটোকপি সহ আরও জরুরি কাগজপত্র । এমন কী রেশন কার্ডও ফেলে দেওয়া হয়েছে বাইরে । কোথাও বস্তা বন্দী, কোথাও আবার ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে এই সমস্ত নথিপত্র ।

দেখুন ভিডিয়ো

জামুড়িয়ার বাসিন্দাদের আশঙ্কা, এই সমস্ত গোপন তথ্য দুষ্কৃতীদের হাতের নাগালে গেলে ঘটতে পারে বড়সড় বিপত্তি । হ্যাকও হয়ে যেতে পারে তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট । আধারের ফোটোকপি জমা করে দুষ্কৃতীরা তুলে নিতে পারে ভুয়ো সিম কার্ডও । অসাধু দালাল চক্রের হাতে এই সমস্ত তথ্য চলে গেলে মালিকের অজান্তেই বেহাত হয়ে যেতে পারে জমিজমা ।

আসানসোল পৌরনিগমের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাখি কর্মকার বলেন, "জামুড়িয়ার বোরো 1 নম্বর দপ্তরটি 7 নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ে । গুরুত্বপূর্ণ নথিপত্র যদি বাইরে ফেলে দেওয়া হয় তাহলে আমি সমর্থন করছি না । পৌরনিগমের বোরো দপ্তরের গোডাউন আছে ৷ সেই গোডাউনে নথিপত্র রাখা হয় । আমি নিজে গিয়ে ঘটনাস্থান পরিদর্শন করে গোটা বিষয়টি দেখব ।"

জামুড়িয়ার খাদ্য দপ্তরের আধিকারিক সুব্রত নস্করের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, "জামুড়িয়ার খাদ্য দপ্তরে রং করা হবে বলে সমস্ত নথিপত্র জামুড়িয়ার বোরো দপ্তরের কর্মীরাই সরিয়ে দেয় । কিন্তু খোলা আকাশের নিচে ফেলে দেওয়ার কথা ছিল না ।" পাশাপাশি জামুরিয়া বোরো 1 নম্বর দপ্তরের চেয়ারম্যান শেখ সান্দার সঙ্গে ফোনে যোগাযোগ করলে তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷

Intro:জামুরিয়ার সরকারি দপ্তরে সাধারণ মানুষের জমা করা গুরুত্বপূর্ণ নথিপত্র এখন খোলা আকাশের নিচে পড়ে রয়েছে ! একদিকে যেমন আকাশে পড়ে থাকা নথিপত্র নষ্ট হচ্ছে ঠিক অন্যদিকে গরু খাচ্ছে নথিপত্র । রাজ্য সরকারের এমনি উদাসীনতা ছবি ধরা পড়ল জামুড়িয়া বোরো ১ নম্বর দপ্তরে ।


ব্যাংক সহ ভোটার কার্ডে আধার লিঙ্ক নম্বর দেওয়ার নির্দেশ নামা জারি করেছে কেন্দ্র । ব্যক্তির গোপন তথ্য নিরাপত্তা নিয়ে সরব হয়েছে রাজ্য সরকার ।কিন্তু রাজ্যবাসীর গোপন তথ্যের নিরাপত্তা রাখতে ব্যর্থ রাজ্য সরকারের কর্মীরা । পুর নিগমের জমা দেওয়া সাধারণ মানুষের জরুরি তথ্য ও গুরুত্বপূর্ণ নথিপত্র ফেলে দেওয়া হয়েছে খোলা আকাশের নিচে । অবহেলা ও দায়িত্বহীনতার কাজটি করেছে পুর নিগমের অফিসের কর্মীরা । আসানসোল পুরো নিগমের জামুড়িয়া বোরো ১ নম্বর অফিসে জমা করা সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ তথ্য ও নথিপত্র ফেলে দেওয়া হয়েছে খোলা আকাশের নিচে । আকাশের নিচে থাকা নথিপত্র নষ্ট হচ্ছে । এছাড়াও গরুতে খাচ্ছে সাধারণ মানুষের জমা করা নথিপত্র । গত ১০ দিন ধরে জামুরিয়া বোরো ১ নম্বর দপ্তরের এই ভাবে খোলা আকাশের নিচে পড়ে রয়েছে । খোলা আকাশের নিচে পড়ে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্রের মধ্যে রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড , পেন কার্ড, কোর্টের এফিডেভিট ,ফটোকপি সহ আরো জরুরি কাগজপত্র । এমনকি অরিজিন্যাল রেশন কার্ডও ফেলে দেওয়া হয়েছে বাইরে । কোথাও বস্তাবন্দি কোথাও বাবার ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এই সমস্ত নথি পত্র গুলি ।


জামুড়িয়ার বাসিন্দাদের আশঙ্কা এই সমস্ত গোপন তথ্য হাতের নাগালে পেয়ে দুষ্কর্ম করে দিতে পারে দুষ্কৃতীরা । হ্যাকার হয়ে যেতে পারে ব্যাংকের অ্যাকাউন্ট । এই গুরুত্বপূর্ণ কাগজপত্র জমা করে দুষ্কৃতীরা তুলে নিতে পারে সিম কার্ড । অসাধু দালাল চক্রের হাতে এই সমস্ত তথ্য চলে গেলে মালিকের অজান্তেই বেহাত হয়ে যেতে পারে জমিজমা ।


আসানসোল পুর নিগমের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাখি কর্মকার জানান " জামুড়িয়ার বোরো ১ নম্বর অফিসটি 7 নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ে । গুরুত্বপূর্ণ নথিপত্র অফিসের বাইরে পড়ে থাকার ঘটনাটি আপনাদের মুখে শুনলাম । গুরুত্বপূর্ণ নথিপত্র যদি বাইরে ফেলে দেওয়া হয়েছে তাহলে আমি সমর্থন করছি না । পুর নিগমের বোরো অফিসে গোডাউন আছে সেই গোডাউনে নথিপত্র রাখা হয়। আমি নিজে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে গোটা বিষয়টি দেখবো বলে জানান তিনি ।


জামুরিয়ার খাদ্য দপ্তরের আধিকারিক সুব্রত নস্করের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি জানান " জামুড়িয়ার খাদ্য দপ্তরের রং করা হবে বলে সমস্ত নথিপত্র জামুড়িয়ার বোরো দপ্তরের কর্মীরাই সরিয়ে দেয় । কিন্তু খোলা আকাশের নিচে ফেলে দেওয়া হয়েছে বলে ছিল না । তবে বিষয়টি আমি গুরুত্বসহকারে দেখছি বলে জানান তিনি ।


জামুরিয়া বোরো ১ নম্বর দপ্তরের চেয়ারম্যান শেখ সান্দার সঙ্গে ফোনে যোগাযোগ করলে কোনো প্রতিক্রিয়া মেলেনি



Body:।


Conclusion:।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.