ETV Bharat / state

Asansol Shot: বেআইনি কয়লা কারবারে অভিযুক্ত জয়দেব মণ্ডলের বাড়িতে চলল গুলি - Asansol Shot

বেআইনি কয়লার কারবারে অভিযুক্তের ভাইয়ের স্ত্রীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল (Illegal Coal Deal Accused Relative Shot) ৷ ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির ঠিক উলটো দিকে সেনর‍্যালেতে ৷ তবে ও পরিবারের পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে কোনও কিছু জানাতে অস্বীকার করা হচ্ছে ।

Asansol Shot
বেআইনি কয়লা কারবারে অভিযুক্তের ভাইয়ের স্ত্রী গুলিবিদ্ধ
author img

By

Published : Jul 15, 2022, 9:12 PM IST

Updated : Jul 16, 2022, 10:28 AM IST

আসানসোল, 15 জুলাই: বেআইনি কয়লার কারবারে অভিযুক্ত জয়দেব মণ্ডলের বাড়িতে গুলি চলার খবরে আসানসোলে চাঞ্চল্য ছড়িয়েছে (Illegal Coal Deal Accused Relative Shot)। আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির ঠিক উলটো দিকে সেনর‍্যালেতে জয়দেব মণ্ডলের বাড়িতে গুলির শব্দ পাওয়া যায় বলে স্থানীয় সূত্রে খবর ।

এই ঘটনায় এক মহিলা গুলিবিদ্ধ হয়েছেন । তাঁর নাম চৈতালী মণ্ডল । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আসানসোলের সেনর‍্যালে রোডে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় । কিন্তু সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসার পরেই ছাড়িয়ে নিয়ে চলে যায় পরিবারের লোকেরা । কোথায় নিয়ে যাওয়া হয়েছে জানা যাচ্ছে না । পরিবারের লোকেরা মুখে কূলুপ এঁটেছে গোটা ঘটনায় । পাশাপাশি এলাকার লোকেরাও ভয়ে কিছু জানাতে চাইছে না । পুলিশের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে কোনও কিছু জানাতে অস্বীকার করা হচ্ছে । গোটা ঘটনাতেই অদ্ভূত রকমের গোপনীয়তা রাখা হচ্ছে ।

যদিও সেনর‍্যালে রোডের ওই বেসরকারি নার্সিংহোমের এক কর্মী জানিয়েছেন, বুলেট বিদ্ধ অবস্থায় এক মহিলাকে নিয়ে আসা হয়েছিল । তাঁর নাম চৈতালী । প্রাথমিকভাবে আমরা সমস্ত ওষুধপত্র দিই । ভর্তিও করতে চেয়েছিলাম । কিন্তু পরিবারের লোক ভর্তি করতে চায়নি । তাঁরা রোগীকে নিয়ে চলে যায় ৷ প্রাথমিকভাবে মনে হয়েছে দুটি বুলেটের আঘাত ছিল তাঁর শরীরে ।

বেআইনি কয়লা কারবারে অভিযুক্তের ভাইয়ের স্ত্রী গুলিবিদ্ধ

আরও পড়ুন : বাড়ির সামনে চলল গুলি, মৃত গৃহবধূ

প্রসঙ্গত, জয়দেব মণ্ডলের নাম অনুপ মাজির (লালা) ঘনিষ্ঠ হিসেবে বেআইনি কয়লা কাণ্ডে জড়িয়ে যায় । গ্রেফতার হয়েছিলেন জয়দেব মণ্ডল । বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন । সম্প্রতি ইডি জয়দেব মণ্ডল ও কয়লা কাণ্ডে আরেক অভিযুক্ত গুরুপদ মাজির 21 কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিশ জারি করেছে । কিন্তু এই গুলি কী কারণে তা জানা যায়নি । অনুমান করা হচ্ছে, পারিবারিক বিবাদের জেরেই এমন ঘটনা ঘটেছে। তবে গুলি কে চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয় ।

আসানসোল, 15 জুলাই: বেআইনি কয়লার কারবারে অভিযুক্ত জয়দেব মণ্ডলের বাড়িতে গুলি চলার খবরে আসানসোলে চাঞ্চল্য ছড়িয়েছে (Illegal Coal Deal Accused Relative Shot)। আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির ঠিক উলটো দিকে সেনর‍্যালেতে জয়দেব মণ্ডলের বাড়িতে গুলির শব্দ পাওয়া যায় বলে স্থানীয় সূত্রে খবর ।

এই ঘটনায় এক মহিলা গুলিবিদ্ধ হয়েছেন । তাঁর নাম চৈতালী মণ্ডল । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আসানসোলের সেনর‍্যালে রোডে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় । কিন্তু সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসার পরেই ছাড়িয়ে নিয়ে চলে যায় পরিবারের লোকেরা । কোথায় নিয়ে যাওয়া হয়েছে জানা যাচ্ছে না । পরিবারের লোকেরা মুখে কূলুপ এঁটেছে গোটা ঘটনায় । পাশাপাশি এলাকার লোকেরাও ভয়ে কিছু জানাতে চাইছে না । পুলিশের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে কোনও কিছু জানাতে অস্বীকার করা হচ্ছে । গোটা ঘটনাতেই অদ্ভূত রকমের গোপনীয়তা রাখা হচ্ছে ।

যদিও সেনর‍্যালে রোডের ওই বেসরকারি নার্সিংহোমের এক কর্মী জানিয়েছেন, বুলেট বিদ্ধ অবস্থায় এক মহিলাকে নিয়ে আসা হয়েছিল । তাঁর নাম চৈতালী । প্রাথমিকভাবে আমরা সমস্ত ওষুধপত্র দিই । ভর্তিও করতে চেয়েছিলাম । কিন্তু পরিবারের লোক ভর্তি করতে চায়নি । তাঁরা রোগীকে নিয়ে চলে যায় ৷ প্রাথমিকভাবে মনে হয়েছে দুটি বুলেটের আঘাত ছিল তাঁর শরীরে ।

বেআইনি কয়লা কারবারে অভিযুক্তের ভাইয়ের স্ত্রী গুলিবিদ্ধ

আরও পড়ুন : বাড়ির সামনে চলল গুলি, মৃত গৃহবধূ

প্রসঙ্গত, জয়দেব মণ্ডলের নাম অনুপ মাজির (লালা) ঘনিষ্ঠ হিসেবে বেআইনি কয়লা কাণ্ডে জড়িয়ে যায় । গ্রেফতার হয়েছিলেন জয়দেব মণ্ডল । বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন । সম্প্রতি ইডি জয়দেব মণ্ডল ও কয়লা কাণ্ডে আরেক অভিযুক্ত গুরুপদ মাজির 21 কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিশ জারি করেছে । কিন্তু এই গুলি কী কারণে তা জানা যায়নি । অনুমান করা হচ্ছে, পারিবারিক বিবাদের জেরেই এমন ঘটনা ঘটেছে। তবে গুলি কে চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয় ।

Last Updated : Jul 16, 2022, 10:28 AM IST

For All Latest Updates

TAGGED:

Asansol Shot
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.