আসানসোল, 10 সেপ্টেম্বর : আসানসোলের এক নার্সিংহোমে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠল ৷ মৃতের নাম অজয় থাণ্ডার (50) । তিনি আসানসোলের সালানপুরের ধাঙ্গুরি গ্রামের বাসিন্দা । ঘটনার প্রতিবাদে গতকাল নার্সিংহোমে বিক্ষোভ দেখান রোগীর পরিবারের লোকজন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আসানসোল উত্তর থানার পুলিশ ৷
চারদিন আগে আসানসোলের জুবিলি মোড়ের কাছে দুর্ঘটনার শিকার হন অজয় থাণ্ডার । দুর্ঘটনার পর অজয়বাবুকে পুলিশ উদ্ধার করে আসানসোলের একটি নার্সিংহোমে ভরতি করেন । সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । অজয়বাবুর পরিবারের অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে অন্যত্র স্থানান্তরিত করতে চাইলে নার্সিংহোম কর্তৃপক্ষ তাতে বাধা দেয় ৷ অজয়বাবুর ঠিকমতো চিকিৎসাও হয়নি ।
অজয়বাবুর মৃত্যুর পর আজ তাঁর পরিবার নার্সিংহোমে বিক্ষোভ দেখানোর সময় রাজ্য সরকারকে আক্রমণ করে বলে, "মোদি যদি আপনি থাকেন তাহলে দয়া করে এই নার্সিংহোমে তালা ঝুলিয়ে দিন ।"