ETV Bharat / state

"মোদি, যদি আপনি থাকেন তবে নার্সিংহোমে তালা ঝোলান" - Paschim burdwan

ভুল চিকিৎসায় মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ নার্সিংহোমে ।

বিক্ষোভ নার্সিংহোমে
author img

By

Published : Sep 10, 2019, 1:20 PM IST

Updated : Sep 10, 2019, 2:08 PM IST

আসানসোল, 10 সেপ্টেম্বর : আসানসোলের এক নার্সিংহোমে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠল ৷ মৃতের নাম অজয় থাণ্ডার (50) । তিনি আসানসোলের সালানপুরের ধাঙ্গুরি গ্রামের বাসিন্দা । ঘটনার প্রতিবাদে গতকাল নার্সিংহোমে বিক্ষোভ দেখান রোগীর পরিবারের লোকজন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আসানসোল উত্তর থানার পুলিশ ৷

শুনুন বক্তব্য

চারদিন আগে আসানসোলের জুবিলি মোড়ের কাছে দুর্ঘটনার শিকার হন অজয় থাণ্ডার । দুর্ঘটনার পর অজয়বাবুকে পুলিশ উদ্ধার করে আসানসোলের একটি নার্সিংহোমে ভরতি করেন । সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । অজয়বাবুর পরিবারের অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে অন্যত্র স্থানান্তরিত করতে চাইলে নার্সিংহোম কর্তৃপক্ষ তাতে বাধা দেয় ৷ অজয়বাবুর ঠিকমতো চিকিৎসাও হয়নি ।

অজয়বাবুর মৃত্যুর পর আজ তাঁর পরিবার নার্সিংহোমে বিক্ষোভ দেখানোর সময় রাজ্য সরকারকে আক্রমণ করে বলে, "মোদি যদি আপনি থাকেন তাহলে দয়া করে এই নার্সিংহোমে তালা ঝুলিয়ে দিন ।"

আসানসোল, 10 সেপ্টেম্বর : আসানসোলের এক নার্সিংহোমে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠল ৷ মৃতের নাম অজয় থাণ্ডার (50) । তিনি আসানসোলের সালানপুরের ধাঙ্গুরি গ্রামের বাসিন্দা । ঘটনার প্রতিবাদে গতকাল নার্সিংহোমে বিক্ষোভ দেখান রোগীর পরিবারের লোকজন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আসানসোল উত্তর থানার পুলিশ ৷

শুনুন বক্তব্য

চারদিন আগে আসানসোলের জুবিলি মোড়ের কাছে দুর্ঘটনার শিকার হন অজয় থাণ্ডার । দুর্ঘটনার পর অজয়বাবুকে পুলিশ উদ্ধার করে আসানসোলের একটি নার্সিংহোমে ভরতি করেন । সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । অজয়বাবুর পরিবারের অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে অন্যত্র স্থানান্তরিত করতে চাইলে নার্সিংহোম কর্তৃপক্ষ তাতে বাধা দেয় ৷ অজয়বাবুর ঠিকমতো চিকিৎসাও হয়নি ।

অজয়বাবুর মৃত্যুর পর আজ তাঁর পরিবার নার্সিংহোমে বিক্ষোভ দেখানোর সময় রাজ্য সরকারকে আক্রমণ করে বলে, "মোদি যদি আপনি থাকেন তাহলে দয়া করে এই নার্সিংহোমে তালা ঝুলিয়ে দিন ।"

Intro:রাজ্যের চিকিত্সা ব্যবস্থার হাল দিনে দিনে এমন জায়গায় যাচ্ছে যে রাজ্য সরকারের উপরেই আর ভরসা রাখছে না সাধারণ মানুষ। এবার আসানসোলের একটি বেসরকারী নার্সিংহোমে ভুল চিকিত্সায় এক রোগীর আশঙ্কাজনক হয়ে ওঠার ঘটনায় রোগী পরিবারের সদস্যরা চিত্কার বললেন, “মোদি যদি আপনি আছেন তাহলে দয়া করে এই নার্সিংহোমে তালা ঝুলিয়ে দিন।” আসানসোলের সেনরেলে রোডের একটি বেসরকারী নার্সিংহোমের ঘটনা।
চারদিন আগে আসানসোলের জুবিলি মোড়ের কাছে দুর্ঘটনার শিকার হয়েছিলেন সালানপুরের ধাঙ্গুরি গ্রামের বাসিন্দা অজয় থান্ডার(৫০)। সামনাসামনি থাকায় পুলিশই তাকে উদ্ধার করে নিয়ে এসে ভর্তি করেছিল ওই নার্সিংহোমে। নার্সিংহোম কর্তৃপক্ষ আশ্বাস দিলেও কিন্তু যতই দিন পেরিয়েছে ততই অবস্থা শোচনীয় হয়েছে ওই রোগীর। রোগী পরিবারের লোকেরা নার্সিংহোমে জানিয়েছিল অন্যত্র নিয়ে যেতে হলেও তারা রাজি। কিন্তু রোগীকে ছাড়েনি নার্সিংহোম কর্তৃপক্ষ। আজ বিকেলে হঠাত্ই দায়িত্ব থেকে সরে গিয়ে নার্সিংহোম জানায়, তাদের হাতের বাইরে চলে গেছে রোগীর অবস্থা, পরিবার চাইলে অন্য কোথাও নিয়ে যেতে পারেন। এরপরেই তুমুল বিক্ষোভ শুরু হয় নার্সিংহোমে। অভিযোগে ভুল চিকিত্সা করেই রোগীকে প্রায় মৃত্যুমুখে নিয়ে এসেছে ওই নার্সিংহোম। বর্তমানে রোগী ভেন্টিলেশনে মৃত্যুর সাথে লড়াই করছে। নার্সিংহোম জানিয়েছে বাঁচার আশা ক্ষীন।
রোগী পরিবারের অভিযোগ, সকাল থেকে রোগীর অবস্থা আশঙ্কাজনক হলেও যে চিকিত্সক দেখছিলেন তিনি একবারের জন্যও আসেননি। রোগীর মৃত্যু নিশ্চিত জেনে এখন হাত পা ঝেড়ে ফেলতে চাইছে হাসপাতাল। তাই রোগী পরিবারের লোকেদের বিলাপ, মোদি এই নার্সিংহোমে তালা দিয়ে দিন।
Body:..Conclusion:
Last Updated : Sep 10, 2019, 2:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.