ETV Bharat / state

দেবী বিদায়ের পর গান স্যালুট কুলটির বেলরুই গ্রামে

কুলটির বেলরুই গ্রামে রায় বাড়ি একটা সময় ছিল জমিদার বাড়ি । তারা উগ্র ক্ষত্রিয় । রায় পরিবারে রয়েছে প্রচুর বন্দুক । আর সেই বন্দুক ফাটিয়েই দেবীকে গান স্যালুট জানান রায় পরিবারের সদস্যরা ।

Asansol
আসানসোলে গান স্যালুট মহিলাদের
author img

By

Published : Oct 27, 2020, 2:18 PM IST

আসানসোল, 27 অক্টোবর : দেবীকে বিদায় জানানোর পর আজও গান স্যালুট জানানোর রীতি রয়েছে কুলটির বেলরুই গ্রামে । নবপত্রিকা ও নিরঞ্জনের পর পরিবারের সবাই মিলে দেবীকে গান স্যালুট জানানো হয় । বাদ যান না বাড়ির মহিলারাও । অনেক মহিলাই এদিন বন্দুক চালানো শেখেন ৷ কেউ কেউ আবার হাত ঝালিয়ে নেন । পরিবারের সদস্যদের দাবি, মহিলাদের আত্মরক্ষার জন্যই বন্দুক চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে ।

কুলটির বেলরুই গ্রামে রায় বাড়ি একটা সময় জমিদার বাড়ি হিসেবে পরিচিত ছিল । তারা উগ্র ক্ষত্রিয় । রায় পরিবারে রয়েছে প্রচুর বন্দুক । আর সেই বন্দুক ফাটিয়েই দেবীকে গান স্যালুট জানান রায় পরিবারের সদস্যরা । প্রস্তুতি চলে আগে থেকেই । পুজোর আগেই বন্দুক পরিষ্কার ও সার্ভিসিং করে নেওয়া হয় । বাড়ির মহিলাদের বন্দুক চালানো জানতেই হবে । এমনটাই নাকি রীতি। কার্যত বাড়িতে বাড়িতে দুর্গা তৈরি করে অসুর শক্তির নিধনের উদ্দেশ্যেই প্রাচীন কাল থেকে এমন রীতি হয়ে আসছে ।

বন্দুক হাতে স্যালুট মহিলাদের, দেখুন ভিডিয়ো

রায় পরিবারের সদস্য পূর্ণেন্দু রায় বলেন, " মহিলাদের আত্মরক্ষার জন্যই তাঁদের বন্দুক চালানো শেখানো হয় । আমাদের পরিবারের সব মহিলাই বন্দুক চালাতে পারেন । দেবীর ঘট বিসর্জনের পরে আমরা পরিবারের সকলে মিলে দেবীকে গান স্যালুট জানাই । এই প্রথা 300 বছরের পুরানো ৷"

আসানসোল, 27 অক্টোবর : দেবীকে বিদায় জানানোর পর আজও গান স্যালুট জানানোর রীতি রয়েছে কুলটির বেলরুই গ্রামে । নবপত্রিকা ও নিরঞ্জনের পর পরিবারের সবাই মিলে দেবীকে গান স্যালুট জানানো হয় । বাদ যান না বাড়ির মহিলারাও । অনেক মহিলাই এদিন বন্দুক চালানো শেখেন ৷ কেউ কেউ আবার হাত ঝালিয়ে নেন । পরিবারের সদস্যদের দাবি, মহিলাদের আত্মরক্ষার জন্যই বন্দুক চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে ।

কুলটির বেলরুই গ্রামে রায় বাড়ি একটা সময় জমিদার বাড়ি হিসেবে পরিচিত ছিল । তারা উগ্র ক্ষত্রিয় । রায় পরিবারে রয়েছে প্রচুর বন্দুক । আর সেই বন্দুক ফাটিয়েই দেবীকে গান স্যালুট জানান রায় পরিবারের সদস্যরা । প্রস্তুতি চলে আগে থেকেই । পুজোর আগেই বন্দুক পরিষ্কার ও সার্ভিসিং করে নেওয়া হয় । বাড়ির মহিলাদের বন্দুক চালানো জানতেই হবে । এমনটাই নাকি রীতি। কার্যত বাড়িতে বাড়িতে দুর্গা তৈরি করে অসুর শক্তির নিধনের উদ্দেশ্যেই প্রাচীন কাল থেকে এমন রীতি হয়ে আসছে ।

বন্দুক হাতে স্যালুট মহিলাদের, দেখুন ভিডিয়ো

রায় পরিবারের সদস্য পূর্ণেন্দু রায় বলেন, " মহিলাদের আত্মরক্ষার জন্যই তাঁদের বন্দুক চালানো শেখানো হয় । আমাদের পরিবারের সব মহিলাই বন্দুক চালাতে পারেন । দেবীর ঘট বিসর্জনের পরে আমরা পরিবারের সকলে মিলে দেবীকে গান স্যালুট জানাই । এই প্রথা 300 বছরের পুরানো ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.