ETV Bharat / state

No Permanent Teacher in School: স্থায়ী শিক্ষকের অভাবে ধুঁকছে সরকারি স্কুল, স্বল্প বেতনে পাঠ দিচ্ছেন গ্রামেরই যুবক-যুবতি

একদিকে যখন টেট উত্তীর্ণ হবু শিক্ষক চাকরিপ্রার্থীরা নিয়োগ চেয়ে আন্দোলন করছেন রাস্তায় ৷ অন্যদিকে তখন স্থায়ী শিক্ষকের অভাবে সরকারি স্কুলে পঠন-পাঠন বন্ধ হওয়ার জোগাড়(No Permanent Teacher in School)৷ দুর্গাপুরের মলানদীঘি জুনিয়র বালিকা বিদ্যালয়ের এমনই পরিস্থিতি ৷

ETV Bharat
স্থায়ী শিক্ষকের অভাবে ধুঁকছে মলানদিঘী জুনিয়র বালিকা বিদ্যালয়
author img

By

Published : Nov 18, 2022, 10:14 PM IST

দুর্গাপুর, 18 নভেম্বর: আছে ঝাঁ চকচকে ক্লাসরুম থেকে শুরু করে মিড-ডে মিল ৷ আছে পর্যাপ্ত পড়ুয়াও ৷ একটি স্কুলে যা যা পরিকাঠামো থাকা দরকার সবই রয়েছে, শুধু নেই স্থায়ী শিক্ষক(Govt School is Suffering due to Lack of Permanent Teachers)। অবিশ্বাস্য হলেও কাঁকসার মলানদিঘী জুনিয়র বালিকা বিদ্যালয়ে এমনই পরিস্থিতি(Malandighi Junior Girls High School)৷

চারজন অতিথি শিক্ষক থাকলেও তাঁদের অবসরের সময় চলে এসেছে । এক স্কুল থেকে অবসর নিয়ে তাঁরা এই স্কুলে অতিথি শিক্ষক হিসাবে যোগদান করেন ৷ সামান্য বেতনে তাঁরা এখানে শিক্ষকতা করে আসছেন ৷ কিন্তু বয়সের ভারে তাঁরাও আর বেশিদিন ক্লাস নিতে পারবেন না ৷ তাই স্বাভাবিকভাবেই পরবর্তীতে কীভাবে স্কুল চলবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ুয়ারা ৷

2017 সালে রাজ্য সরকারের অনুপ্রেরণায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী মলয় ঘটকের হাতে উদ্বোধন হয় মলানদিঘী জুনিয়র বালিকা বিদ্যালয়ের ৷ এখনও সেই প্রস্তর ফলক জ্বলজ্বল করছে ৷ তবে শুরু থেকেই নাকি এখানে কোনও স্থায়ী শিক্ষক নেই ৷ এমনটাই জানিয়েছেন বর্তমান অতিথি শিক্ষকরা ৷

স্থায়ী শিক্ষকের অভাবে ধুঁকছে মলানদিঘী জুনিয়র বালিকা বিদ্যালয়

আরও পড়ুন : পড়ুয়াদের অংকের ভীতি দূর করতে চালু হল ম্যাথ পার্ক, নজির মালদার স্কুলে

বর্তমানে এই সরকারি স্কুলে 136 জন পড়ুয়া রয়েছে । শিক্ষক বলতে রয়েছেন 4 জন অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক । নতুন বছরে তাঁদেরও অবসরের সময় চলে এসেছে । পড়ুয়াদের ভবিষ্যত নিয়েও চিন্তিত এলাকাবাসীরাও । এমতাবস্থায় তিন যুবতি ও এক যুবককে পঞ্চায়েত থেকে ওই স্কুলে নিয়োগ করা হয়েছে ৷ গ্রামের সকলের থেকে চাঁদা তুলে তাঁদের বেতনের ব্যবস্থা করা হয়েছে ৷ পড়াতে ভালোবাসেন বলে একটি স্কুলকে বাঁচাতে স্বল্প পারিশ্রমিকেই পাঠদান করছেন ওঁরা ৷

এই বিষয়ে স্কুল পরিদর্শনের পর শিক্ষা দফতরের আধিকারিক সাইরুল মিদ‍্যা জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এই বিষয়ে । আশা করি, দ্রুত এই সম্যসার সমাধান হয়ে যাবে ৷

আরও পড়ুন : মুহূর্তেই ধসে পড়তে পারে স্কুল ! গ্রামবাসীর দিন কাটছে চরম অনিশ্চয়তায়

দুর্গাপুর, 18 নভেম্বর: আছে ঝাঁ চকচকে ক্লাসরুম থেকে শুরু করে মিড-ডে মিল ৷ আছে পর্যাপ্ত পড়ুয়াও ৷ একটি স্কুলে যা যা পরিকাঠামো থাকা দরকার সবই রয়েছে, শুধু নেই স্থায়ী শিক্ষক(Govt School is Suffering due to Lack of Permanent Teachers)। অবিশ্বাস্য হলেও কাঁকসার মলানদিঘী জুনিয়র বালিকা বিদ্যালয়ে এমনই পরিস্থিতি(Malandighi Junior Girls High School)৷

চারজন অতিথি শিক্ষক থাকলেও তাঁদের অবসরের সময় চলে এসেছে । এক স্কুল থেকে অবসর নিয়ে তাঁরা এই স্কুলে অতিথি শিক্ষক হিসাবে যোগদান করেন ৷ সামান্য বেতনে তাঁরা এখানে শিক্ষকতা করে আসছেন ৷ কিন্তু বয়সের ভারে তাঁরাও আর বেশিদিন ক্লাস নিতে পারবেন না ৷ তাই স্বাভাবিকভাবেই পরবর্তীতে কীভাবে স্কুল চলবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ুয়ারা ৷

2017 সালে রাজ্য সরকারের অনুপ্রেরণায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী মলয় ঘটকের হাতে উদ্বোধন হয় মলানদিঘী জুনিয়র বালিকা বিদ্যালয়ের ৷ এখনও সেই প্রস্তর ফলক জ্বলজ্বল করছে ৷ তবে শুরু থেকেই নাকি এখানে কোনও স্থায়ী শিক্ষক নেই ৷ এমনটাই জানিয়েছেন বর্তমান অতিথি শিক্ষকরা ৷

স্থায়ী শিক্ষকের অভাবে ধুঁকছে মলানদিঘী জুনিয়র বালিকা বিদ্যালয়

আরও পড়ুন : পড়ুয়াদের অংকের ভীতি দূর করতে চালু হল ম্যাথ পার্ক, নজির মালদার স্কুলে

বর্তমানে এই সরকারি স্কুলে 136 জন পড়ুয়া রয়েছে । শিক্ষক বলতে রয়েছেন 4 জন অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক । নতুন বছরে তাঁদেরও অবসরের সময় চলে এসেছে । পড়ুয়াদের ভবিষ্যত নিয়েও চিন্তিত এলাকাবাসীরাও । এমতাবস্থায় তিন যুবতি ও এক যুবককে পঞ্চায়েত থেকে ওই স্কুলে নিয়োগ করা হয়েছে ৷ গ্রামের সকলের থেকে চাঁদা তুলে তাঁদের বেতনের ব্যবস্থা করা হয়েছে ৷ পড়াতে ভালোবাসেন বলে একটি স্কুলকে বাঁচাতে স্বল্প পারিশ্রমিকেই পাঠদান করছেন ওঁরা ৷

এই বিষয়ে স্কুল পরিদর্শনের পর শিক্ষা দফতরের আধিকারিক সাইরুল মিদ‍্যা জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এই বিষয়ে । আশা করি, দ্রুত এই সম্যসার সমাধান হয়ে যাবে ৷

আরও পড়ুন : মুহূর্তেই ধসে পড়তে পারে স্কুল ! গ্রামবাসীর দিন কাটছে চরম অনিশ্চয়তায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.