দুর্গাপুর, 9 এপ্রিল : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন ৷ ফলে ধর্মীয় অনুষ্ঠান ও জমায়েতে নিষেধাজ্ঞার কথা জারি করেছে সরকার । তাকে মান্যতা দিয়েই দুর্গাপুরের গোপীনাথপুরের চড়ক উৎসব বন্ধ করার কথা ঘোষণা করল কমিটি ৷ পাশাপাশি, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হয় 25 হাজার টাকা ৷ আজ উৎসব কমিটির পক্ষ থেকে কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের হাতে তুলে দেওয়া হয় এই টাকা ৷ এছাড়াও প্রতিদিন এলাকার 50 জন করে দরিদ্রদের খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে উৎসব কমিটির পক্ষ থেকে ।
দুর্গাপুরের গোপীনাথপুর গ্রামের চড়ক উৎসব বা গাজন দীর্ঘদিন ধরে চলে আসছে । এই এলাকায় গাজনকে ঘিরে হাজার হাজার মানুষের সমাগম হয় গ্রামে । কিন্তু এবার কোরোনা সংক্রমণ ঠেকাতে কোনও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে বহু মানুষের সমাগম করা যাবে না ৷ এমনই নিষেধাজ্ঞা জারি করেছে সরকার ৷ সেই নিষেধাজ্ঞা মেনে নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা এই গাজন উৎসবে এবার শুধুমাত্র পুজোটুকুই হবে ৷ এই সিদ্ধান্ত নিলেন এই উৎসব কমিটির সভ্যরা । পাশাপাশি, আজ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিদিন ওই এলাকার 50 জন দরিদ্রদের চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার কর্মসূচি শুরু হল । আগামী 5 দিন ধরে দরিদ্রদের এই খাদ্যসামগ্রী দান করা হবে ৷ জানিয়েছেন উৎসব কমিটির সভাপতি উদয় চট্টোপাধ্যায় ।
তিনি বলেন, " এবার এই গাজন উৎসব আমরা বন্ধ রাখলাম ৷ এছাড়াও কমিটির পক্ষ থেকে আজ 25 হাজার টাকার চেক আপৎকালীন পরিস্থিতিতে আমরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিলাম । গ্রামবাংলায় গাজন উৎসবকে ঘিরে হাজার হাজার মানুষের সমাগম হয় । সেক্ষেত্রে কোরোনা ভাইরাস সংক্রমণ আরও মারাত্মক আকার ধারণ করতে পারে ৷ সেকারণে দুর্গাপুরের গোপীনাথপুরে গাজন উৎসব এবার বন্ধ করা হল । "