ETV Bharat / state

Fire in Asansol Godown: ভয়াবহ অগ্নিকাণ্ড আসানসোলের রেলপারে, হতাহতের খবর নেই - অগ্নিকাণ্ড

রাতে আসানসোলের এক গোডাউনে আগুন (Fire in Asansol Godown) ৷ দমকলের তিনটি ইঞ্জিন তিনঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷

Fire in Asansol
অগ্নিকাণ্ড
author img

By

Published : Mar 9, 2023, 11:16 AM IST

আসানসোলের গোডাউনে আগুন

আসানসোল, 9 মার্চ: আবর্জনার গুদামে ভয়ংকর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ৷ ঘটনাটি ঘটেছে আসানসোলের রেলপারে । বুধবার রাতে আসানসোল উত্তর থানার অন্তর্গত রেলপার বাবুয়া তালাউ এলাকায় একটি প্লাস্টিক ও আবর্জনার গোডাউনে আগুন লাগে (Godown catches fire in Asansol) । দমকলের তিনটি ইঞ্জিন এসে প্রায় তিনঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনে । তবে হতাহতের কোনও খবর নেই ।

যদিও আগুনে ভয়ংকর রূপে এলাকায় আতঙ্ক ছড়ায় । আশেপাশের বাড়ি আগুন ছড়িয়ে পড়লে বিপজ্জনক কাণ্ড হত । রেলপারের বাবুয়া তালাউ এলাকায় এক ব্যক্তি ভাঙা প্লাস্টিকের জিনিস, পলিথিন, আবর্জনা স্তুপ থেকে কুড়িয়ে পাওয়া নানান প্লাস্টিকের জিনিসপত্র সংগ্রহ করে ব্যবসা করেন । খোলা আকাশের নিচে তার ওই আবর্জনার স্তুপের বিরাট গোডাউন । চলছে সবেবরাতের মরশুম । স্থানীয় বাসিন্দাদের অনুমান, বাজি পোড়ানোর কারণে আগুনের ফুলকি থেকে ওই আবর্জনার গোডাউনে আগুন লেগে যায় । মুহুর্তে আগুন তার নিয়ন্ত্রণ হারায় । প্রায় দু'তলা বাড়ির সমান আগুনের লেলিহান শিখা উঠতে শুরু করে । যার ফলে এলাকায় আতঙ্ক ছড়ায় ।

আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় আসানসোল উত্তর থানার পুলিশ এসে আশেপাশের বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে একটি দমকলের ইঞ্জিন আসে । সেই ইঞ্জিন আগুনকে কাবু করতে পারেনি । এরপর আরও একটি ইঞ্জিন আনা হয় । তাতেও আগুন নিয়ন্ত্রণে না আসায় রানীগঞ্জ দমকল স্টেশন থেকে আরও একটি ইঞ্জিন আসে । এরপর প্রায় তিনঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । হতাহতের কোনও ঘটনা ঘটেনি । তবে কী কারণে আগুন লাগল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল ।

যদিও স্থানীয় বাসিন্দা এস এম মুস্তাফা জানান, সবেবরাতের কারণে বাজি ফাটানো হচ্ছিল । তার থেকে আগুনের ফুলকি পড়ে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে । আবার শর্টসার্কিট থেকেও এই অগ্নিকাণ্ড হতে পারে । দমকলের প্রচেষ্টায় বড়সড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে । তদন্তের পরই জানা যাবে অগ্নিকাণ্ডের পিছনের আসল কারণ ৷

আরও পড়ুন: বাড়িতে আগুন, পুড়ে ছাঁই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড-সহ বইপত্র

আসানসোলের গোডাউনে আগুন

আসানসোল, 9 মার্চ: আবর্জনার গুদামে ভয়ংকর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ৷ ঘটনাটি ঘটেছে আসানসোলের রেলপারে । বুধবার রাতে আসানসোল উত্তর থানার অন্তর্গত রেলপার বাবুয়া তালাউ এলাকায় একটি প্লাস্টিক ও আবর্জনার গোডাউনে আগুন লাগে (Godown catches fire in Asansol) । দমকলের তিনটি ইঞ্জিন এসে প্রায় তিনঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনে । তবে হতাহতের কোনও খবর নেই ।

যদিও আগুনে ভয়ংকর রূপে এলাকায় আতঙ্ক ছড়ায় । আশেপাশের বাড়ি আগুন ছড়িয়ে পড়লে বিপজ্জনক কাণ্ড হত । রেলপারের বাবুয়া তালাউ এলাকায় এক ব্যক্তি ভাঙা প্লাস্টিকের জিনিস, পলিথিন, আবর্জনা স্তুপ থেকে কুড়িয়ে পাওয়া নানান প্লাস্টিকের জিনিসপত্র সংগ্রহ করে ব্যবসা করেন । খোলা আকাশের নিচে তার ওই আবর্জনার স্তুপের বিরাট গোডাউন । চলছে সবেবরাতের মরশুম । স্থানীয় বাসিন্দাদের অনুমান, বাজি পোড়ানোর কারণে আগুনের ফুলকি থেকে ওই আবর্জনার গোডাউনে আগুন লেগে যায় । মুহুর্তে আগুন তার নিয়ন্ত্রণ হারায় । প্রায় দু'তলা বাড়ির সমান আগুনের লেলিহান শিখা উঠতে শুরু করে । যার ফলে এলাকায় আতঙ্ক ছড়ায় ।

আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় আসানসোল উত্তর থানার পুলিশ এসে আশেপাশের বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে একটি দমকলের ইঞ্জিন আসে । সেই ইঞ্জিন আগুনকে কাবু করতে পারেনি । এরপর আরও একটি ইঞ্জিন আনা হয় । তাতেও আগুন নিয়ন্ত্রণে না আসায় রানীগঞ্জ দমকল স্টেশন থেকে আরও একটি ইঞ্জিন আসে । এরপর প্রায় তিনঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । হতাহতের কোনও ঘটনা ঘটেনি । তবে কী কারণে আগুন লাগল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল ।

যদিও স্থানীয় বাসিন্দা এস এম মুস্তাফা জানান, সবেবরাতের কারণে বাজি ফাটানো হচ্ছিল । তার থেকে আগুনের ফুলকি পড়ে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে । আবার শর্টসার্কিট থেকেও এই অগ্নিকাণ্ড হতে পারে । দমকলের প্রচেষ্টায় বড়সড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে । তদন্তের পরই জানা যাবে অগ্নিকাণ্ডের পিছনের আসল কারণ ৷

আরও পড়ুন: বাড়িতে আগুন, পুড়ে ছাঁই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড-সহ বইপত্র

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.