দুর্গাপুর, 31 অক্টোবর: দুর্গাপুরে আমরাই মোড় এলাকার একটি প্লাস্টিকের গুদামে আজ সকালে আগুন লাগে ৷ গুদাম থেকে ধোঁয়া বেরতে দেখেন স্থানীয় ব্যবসায়ীরা ৷ এরপর দুর্গাপুর দমকলকে খবর দেওয়া হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকলের আধিকারিকরা ৷ তবে দমকল আসার আগেই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন স্থানীয় যুবকরা ৷
প্লাস্টিকের গুদামে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি ৷ স্থানীয় যুবকদের এই কাজের জন্য তাঁদের প্রশংসা করেন দমকল আধিকারিক থেকে স্থানীয় বাসিন্দারা ৷ তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি ৷ অনুমান করা হচ্ছে, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই অগ্নিকাণ্ডে ৷ গুদামের মালিকের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি ৷
আরও পড়ুন: গড়াল লোকাল ট্রেনের চাকা, খুশিতে মিষ্টি বিলি তৃণমূল কর্মী সমর্থকদের
গুদামে কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল কর্তৃপক্ষ ৷ গুদামের দরজা বন্ধ থাকায় আগুন না ছড়ালেও ,ভিতরে থাকা জিনিস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে ৷ আগুন লাগার কারণ শর্ট-সার্কিট না অন্যকিছু তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ সবদিক খতিয়ে দেখেই আগুন লাগার কারণ নিশ্চিত করতে পারবে দমকল কর্তৃপক্ষ ৷