ETV Bharat / state

Fire Blower Machine : জঙ্গলের শুকনো পাতার আগুন নেভাতে ভরসা ফায়ার ব্লোয়ার মেশিন - fire blower machine simplifies the way to extinguish fire

প্রায়শই আগুন লাগার ঘটনা ঘটে গড় জঙ্গল লাগোয়া সরস্বতী গঞ্জের জঙ্গলে ৷ আর এই আগুন নেভানোয় ভরসা ফায়ার ব্লোয়ার মেশিন (Fire Blower Machine) ৷ সোমবার সন্ধ্যে এই জঙ্গলে আগুন লাগে ৷ দ্রুত নেভানো সম্ভব হয় এই অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে ৷

Fire Blower Machine
জঙ্গলে আগুন নেভানোর ভরসা এই ফায়ার ব্লোয়ার মেশিন
author img

By

Published : Mar 29, 2022, 2:45 PM IST

দুর্গাপুর, 29 মার্চঃ বসন্তে প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে । গাছের পাতা ঝরে পড়ে আর নুতন পাতার জন্ম হয় । প্রায়শই কাঁকসার গড় জঙ্গলে দুষ্কৃতীদের তাণ্ডবে দাউদাউ করে জ্বলে ওঠে শুকনো পাতা। আর এই আগুন নেভানো সম্ভব হয় অত্যাধুনিক যন্ত্র ফায়ার ব্লোয়ার মেশিনের (Fire Blower Machine) মাধ্যমে ৷

সোমবার আগুন লাগে গড় জঙ্গল লাগোয়া সরস্বতী গঞ্জের জঙ্গলে ৷ আগুনে পুড়ে যায় প্রচুর গাছ। কিন্তু কমসময়ে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনে ফায়ার ব্লোয়ার মেশিন ৷ বন দফতরের অত্যাধুনিক ফায়ার ব্লোয়ার যন্ত্রের ফলে এই আগুন আর জঙ্গলজুড়ে ছড়াতে পারেনি। ফাল্গুন-চৈত্র মাসে গাছ থেকে ঝরে পড়ে পাতা তখনই জঙ্গলের মধ্যে আগুন লাগার প্রবণতা বাড়তে থাকে। সচেতন করা হয় বন দফতর থেকে, তবুও চোরাশিকারি এবং দুষ্কৃতীরা জঙ্গলের মধ্যে আগুন লাগিয়ে দেয়। ক্ষতিগ্রস্ত হয় বন্য জীবজন্তুর সঙ্গে পরিবেশ ৷ আগুনের তীব্রতা দাবানলের রূপ নিলে হিমশিম খেতে হয় আগুন নেভাতে। অনেক সময় গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করা সম্ভব হয় না দমকলের ইঞ্জিনের। কিন্তু এখন অত্যাধুনিক পেট্রোল চালিত ফায়ার ব্লোয়ার মেশিনের মাধ্যমে নেভানো সম্ভব হয়। অতি অল্প ব্যয়ে দ্রুত আগুন নেভানো সম্ভব হচ্ছে বলে জানান বন দফতর কর্মীরা।

আরও পড়ুন : আগুনের কবলে পুরুলিয়ার একাধিক জঙ্গল, দাবানল নাকি অন্য কারণ ?

দুর্গাপুর রেঞ্জে রয়েছে তিনটি ফায়ার ব্লোয়ার মেশিন। 30 হাজার টাকা দাম এই এক একটি মেশিনের। দুর্গাপুর রেঞ্জের রেঞ্জার তরুণকান্তি বন্দ্যোপাধ্যায় বলেন, "বন দফতরের কর্মীরা আগুন নেভাতে গেলে বিভিন্ন দুর্ঘটনা ঘটত এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ত ৷ কিন্তু এই মেশিন আসার পর দ্রুত আগুন নেভানোর সম্ভব হচ্ছে। কর্মীরাও এখন অনায়াসে আগুন নিভিয়ে ফেলতে পারছেন এই যন্ত্রের সাহায্যে।"

দুর্গাপুর, 29 মার্চঃ বসন্তে প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে । গাছের পাতা ঝরে পড়ে আর নুতন পাতার জন্ম হয় । প্রায়শই কাঁকসার গড় জঙ্গলে দুষ্কৃতীদের তাণ্ডবে দাউদাউ করে জ্বলে ওঠে শুকনো পাতা। আর এই আগুন নেভানো সম্ভব হয় অত্যাধুনিক যন্ত্র ফায়ার ব্লোয়ার মেশিনের (Fire Blower Machine) মাধ্যমে ৷

সোমবার আগুন লাগে গড় জঙ্গল লাগোয়া সরস্বতী গঞ্জের জঙ্গলে ৷ আগুনে পুড়ে যায় প্রচুর গাছ। কিন্তু কমসময়ে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনে ফায়ার ব্লোয়ার মেশিন ৷ বন দফতরের অত্যাধুনিক ফায়ার ব্লোয়ার যন্ত্রের ফলে এই আগুন আর জঙ্গলজুড়ে ছড়াতে পারেনি। ফাল্গুন-চৈত্র মাসে গাছ থেকে ঝরে পড়ে পাতা তখনই জঙ্গলের মধ্যে আগুন লাগার প্রবণতা বাড়তে থাকে। সচেতন করা হয় বন দফতর থেকে, তবুও চোরাশিকারি এবং দুষ্কৃতীরা জঙ্গলের মধ্যে আগুন লাগিয়ে দেয়। ক্ষতিগ্রস্ত হয় বন্য জীবজন্তুর সঙ্গে পরিবেশ ৷ আগুনের তীব্রতা দাবানলের রূপ নিলে হিমশিম খেতে হয় আগুন নেভাতে। অনেক সময় গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করা সম্ভব হয় না দমকলের ইঞ্জিনের। কিন্তু এখন অত্যাধুনিক পেট্রোল চালিত ফায়ার ব্লোয়ার মেশিনের মাধ্যমে নেভানো সম্ভব হয়। অতি অল্প ব্যয়ে দ্রুত আগুন নেভানো সম্ভব হচ্ছে বলে জানান বন দফতর কর্মীরা।

আরও পড়ুন : আগুনের কবলে পুরুলিয়ার একাধিক জঙ্গল, দাবানল নাকি অন্য কারণ ?

দুর্গাপুর রেঞ্জে রয়েছে তিনটি ফায়ার ব্লোয়ার মেশিন। 30 হাজার টাকা দাম এই এক একটি মেশিনের। দুর্গাপুর রেঞ্জের রেঞ্জার তরুণকান্তি বন্দ্যোপাধ্যায় বলেন, "বন দফতরের কর্মীরা আগুন নেভাতে গেলে বিভিন্ন দুর্ঘটনা ঘটত এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ত ৷ কিন্তু এই মেশিন আসার পর দ্রুত আগুন নেভানোর সম্ভব হচ্ছে। কর্মীরাও এখন অনায়াসে আগুন নিভিয়ে ফেলতে পারছেন এই যন্ত্রের সাহায্যে।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.