ETV Bharat / state

ECL কর্মীর মৃত্যু, ক্ষতিপূরণের দাবি বাবার - আসানসোল হাসপাতালে মৃত

বিহারের বাসিন্দা সূর্যমণি প্রতাপ গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৷ আসানসোল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ গোটা ঘটনায় কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করেছেন মৃতের বাবা৷

ECL labours protesting in front of Mahalaxmi Pave
বিক্ষোভে সামিল ইসিএল কর্মীরা
author img

By

Published : Jan 27, 2020, 9:21 PM IST

পাণ্ডবেশ্বর, 27 জানুয়ারি : ক্ষতিপূরণের দাবি জানালেন ভিন রাজ্য থেকে আসা মৃত ECL কর্মীর বাবা ৷ বিহারের বাসিন্দা সূর্যমণি প্রতাপ (40) পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের মহালক্ষ্মী প্যাভে ঠিকা শ্রমিক হিসেবে যোগ দেন ৷ গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ আসানসোল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ গোটা ঘটনায় কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করেছেন মৃতের বাবা ৷


সূর্যমণির সহকর্মীদের অভিযোগ, অসুস্থতার কথা কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি ৷ প্রথমে সূর্যমণিকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় ৷ অবস্থার অবনতি হওয়ায়, তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ সূর্যমণির মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন তাঁর বাবা ইন্দরদেব সিং ৷ বলেন, "আমার ছেলেকে ফিরিয়ে দাও৷"

সহকর্মীর মৃত্যুর প্রতিবাদে আজ সকাল থেকে কয়লা উৎপাদন বন্ধ করে বিক্ষোভ দেখান ইসিএল শ্রমিকরা ৷ মৃতের পরিবারকে সাত থেকে আট লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তাঁরা ৷ মহালক্ষ্মী প্যাভের সামনে বিক্ষোভ দেখান মৃতের বাবা ও সহকর্মীরা ৷ ঘটনাস্থানে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ৷ যদিও কর্তৃপক্ষের তরফে কোনও আশ্বাস মেলেনি৷

মৃত ECL কর্মীর বাবা

পিকনিকে বচসা থামাতে গিয়ে মারধরে মৃত ECL কর্মী

পাণ্ডবেশ্বর, 27 জানুয়ারি : ক্ষতিপূরণের দাবি জানালেন ভিন রাজ্য থেকে আসা মৃত ECL কর্মীর বাবা ৷ বিহারের বাসিন্দা সূর্যমণি প্রতাপ (40) পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের মহালক্ষ্মী প্যাভে ঠিকা শ্রমিক হিসেবে যোগ দেন ৷ গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ আসানসোল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ গোটা ঘটনায় কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করেছেন মৃতের বাবা ৷


সূর্যমণির সহকর্মীদের অভিযোগ, অসুস্থতার কথা কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি ৷ প্রথমে সূর্যমণিকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় ৷ অবস্থার অবনতি হওয়ায়, তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ সূর্যমণির মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন তাঁর বাবা ইন্দরদেব সিং ৷ বলেন, "আমার ছেলেকে ফিরিয়ে দাও৷"

সহকর্মীর মৃত্যুর প্রতিবাদে আজ সকাল থেকে কয়লা উৎপাদন বন্ধ করে বিক্ষোভ দেখান ইসিএল শ্রমিকরা ৷ মৃতের পরিবারকে সাত থেকে আট লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তাঁরা ৷ মহালক্ষ্মী প্যাভের সামনে বিক্ষোভ দেখান মৃতের বাবা ও সহকর্মীরা ৷ ঘটনাস্থানে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ৷ যদিও কর্তৃপক্ষের তরফে কোনও আশ্বাস মেলেনি৷

মৃত ECL কর্মীর বাবা

পিকনিকে বচসা থামাতে গিয়ে মারধরে মৃত ECL কর্মী

Intro:"" আমার ছেলের দেহ ফিরিয়ে দাও।তার জন্য বাড়িতে অপেক্ষা করে আছে সবাই।আমি অসুস্থ। কোনওরকমে আমাকে নিয়ে আসা হয়েছে""-ভিন রাজ্য থেকে কয়লাখনির কাজে আসা এক মৃত ঠিকা কর্মীর বাবাকে খাটে শুইয়ে রেখে ক্ষতিপূরণ এর দাবী পান্ডবেশ্বরে ইসিএল এর মহালক্ষী প্যাচের সামনে।।

পান্ডবেশ্বরের মহালক্ষী প্যাভে কয়লা উত্তোলনের জন্য ভিন রাজ্য থেকে আসা ঠিকা শ্রমিকদের আনা হয়েছে।তাদের মধ্যে আজ একজনের অস্বাভাবিক মৃত্যুর কারনে বন্ধ উৎপাদন । ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের মহালক্ষী প্যাচে। মৃত ঠিকা শ্রমিকের নাম সূর্যমনি প্রতাপ(৪০ বছর)। বিহারের রোতাস জেলা বাসিন্দা সে। রবিবার হঠাৎই অসুস্থ হয়ে পড়ে ওই ঠিকা শ্রমিক। অভিযোগ বারংবার কর্তৃপক্ষকে জানিয়ে কোন লাভ হয়নি এরপর অন্যান্য ঠিকা শ্রমিকরা তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যায়।পরে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে । মৃত্যুর খবর পেয়ে তার বাবা আসেন প্যাচের সামনে এবং অসুস্থ বৃদ্ধ বাবা কান্নায় ভেঙ্গে পড়েন।এখানে শ্রমিকদের অভিযোগ যে কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এই ঘটনা ঘটেছে, নেই কোন চিকিৎসা পরিষেবা । সোমবার এই ঘটনার জেরে উৎপাদন ব্যবস্থা বন্ধ করে দেয় সমস্ত ঠিকা শ্রমিকরা এবং বিক্ষোভ দেখাতে থাকে। মৃত ঠিকা শ্রমিক এর পরিবারের কে ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি শ্রমিকদের। ঘটনাস্থলে পাণ্ডবেশ্বর থানার পুলিশ পৌঁছায় এখনো পর্যন্ত কর্তৃপক্ষের কোনো আশ্বাস মেলেনি।Body:GConclusion:G
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.