পাণ্ডবেশ্বর, 27 জানুয়ারি : ক্ষতিপূরণের দাবি জানালেন ভিন রাজ্য থেকে আসা মৃত ECL কর্মীর বাবা ৷ বিহারের বাসিন্দা সূর্যমণি প্রতাপ (40) পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের মহালক্ষ্মী প্যাভে ঠিকা শ্রমিক হিসেবে যোগ দেন ৷ গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ আসানসোল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ গোটা ঘটনায় কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করেছেন মৃতের বাবা ৷
সূর্যমণির সহকর্মীদের অভিযোগ, অসুস্থতার কথা কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি ৷ প্রথমে সূর্যমণিকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় ৷ অবস্থার অবনতি হওয়ায়, তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ সূর্যমণির মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন তাঁর বাবা ইন্দরদেব সিং ৷ বলেন, "আমার ছেলেকে ফিরিয়ে দাও৷"
সহকর্মীর মৃত্যুর প্রতিবাদে আজ সকাল থেকে কয়লা উৎপাদন বন্ধ করে বিক্ষোভ দেখান ইসিএল শ্রমিকরা ৷ মৃতের পরিবারকে সাত থেকে আট লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তাঁরা ৷ মহালক্ষ্মী প্যাভের সামনে বিক্ষোভ দেখান মৃতের বাবা ও সহকর্মীরা ৷ ঘটনাস্থানে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ৷ যদিও কর্তৃপক্ষের তরফে কোনও আশ্বাস মেলেনি৷