ETV Bharat / state

Widowed Daughter Marriage: ছেলের মৃত্যুশোক ভুলে পুত্রবধূর বিয়ে দিলেন শ্বশুর - Widowed Daughter Marriage

এইভাবে ভাবতে ক'জন পারে ? ছেলের মৃত্যুর পর পুত্রবধূ ও নাতনির ভবিষ্যতের কথা ভাবতেন শ্বশুর(Widowed Daughter Marriage)৷ এই ভেবেই পুত্রবধূর ফের বিয়ে দেন শ্বশুর ৷ আসানসোলের জামুড়িয়ার ঘটনা ৷

Etv Bharat
পুত্রশোক ভুলে পুত্রবধূর বিয়ে দিলেন শ্বশুর
author img

By

Published : Nov 25, 2022, 8:38 PM IST

আসানসোল, 25 নভেম্বর: সাপের কামড়ে মৃত্যু হয়েছে একমাত্র ছেলের । কিন্তু তার জন্য পুত্রবধূর বাকি জীবনটা যাতে নষ্ট না হয় সেই কারণে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন শ্বশুর । নিজেই পুত্রবধূর বিয়ের আয়োজন করলেন তিনি । সৎপাত্র খুঁজে বিধবা পুত্রবধূর বিয়ে দিলেন জামুড়িয়ার চিঁচুড়িয়া এলাকার বাসিন্দা কিশোর চট্টোপাধ্যায়(Father in Law Gave Remarriage to his Daughter in Law After Death of His Son)। শুক্রবার আসানসোলে ঘাগরবুড়ি মন্দিরে পুত্রবধূ পূজা ও চিঁচুড়িয়া গ্রামের ছেলে প্রভাত ফৌজদারের শুভ বিবাহ অনুষ্ঠিত হল(Asansol News)

2017 সালে কিশোর চট্টোপাধ্যায়ের ছেলে ইন্দ্রজিতের সঙ্গে পূজার বিয়ে হয় । তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে । কিন্তু দু'বছর পর হঠাৎই সাপের কামড়ে মৃত্যু হয় ইন্দ্রজিতের । তারপর থেকে মেয়েকে নিয়ে পূজা শ্বশুরের কাছেই থাকতেন ৷ এই অবস্থায় তাঁদের ভবিষ্যতের কথা চিন্তা করেন কিশোরবাবু ৷ তাঁর অবর্তমানে পুত্রবধূ ও নাতনিকে কে দেখবে তাই নিয়ে দুশ্চিন্তা করতেন ৷ এই ভাবনা থেকেই তিনি পুত্রবধূকে পুনরায় বিয়ের ব্যাপারে রাজি করান । এরপর নিজেই গ্রামের যুবক প্রভাত ফৌজদারের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যান । প্রভাতের পরিবার রাজি হলে শুক্রবার পূজা ও প্রভাতের বিয়ে সম্পন্ন হয় ।

পুত্রশোক ভুলে পুত্রবধূর বিয়ে দিলেন শ্বশুর

এই বিষয়ে প্রভাতের জ্যাঠা সুখময় ফৌজদার বলেন, "আমরা প্রস্তাবটি পেয়ে খুব খুশি হয়েছিলাম । আমাদের পরিবার বিদ্যাসাগরের আদর্শে অনুপ্রাণিত । বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করেছিলেন । আমরাও তাঁর সেই অনুপ্রেরণায়, সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে আমাদের পরিবারের ছেলের সঙ্গে বিধবা কন্যার বিয়ে দিলাম । সমাজ কুসংস্কার মুক্ত হোক, এমনই বার্তা দিতে চাই ।"

সন্তানের মৃত্যুশোক ভুলে পুত্রবধূর পুনরায় বিয়ের আয়োজন করায় কিশোর চট্টোপাধ্যায়কেও শুভেচ্ছা জানান চিঁচুড়িয়া গ্রামের মানুষজন । সবাই চাইছেন এখন পূজা এবং প্রভাত দুজনেই খুব সুখে থাকুক ।

আরও পড়ুন : করোনা কেড়েছে ছেলেকে, পুত্রবধূর বিয়ে দিলেন শ্বশুর

আসানসোল, 25 নভেম্বর: সাপের কামড়ে মৃত্যু হয়েছে একমাত্র ছেলের । কিন্তু তার জন্য পুত্রবধূর বাকি জীবনটা যাতে নষ্ট না হয় সেই কারণে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন শ্বশুর । নিজেই পুত্রবধূর বিয়ের আয়োজন করলেন তিনি । সৎপাত্র খুঁজে বিধবা পুত্রবধূর বিয়ে দিলেন জামুড়িয়ার চিঁচুড়িয়া এলাকার বাসিন্দা কিশোর চট্টোপাধ্যায়(Father in Law Gave Remarriage to his Daughter in Law After Death of His Son)। শুক্রবার আসানসোলে ঘাগরবুড়ি মন্দিরে পুত্রবধূ পূজা ও চিঁচুড়িয়া গ্রামের ছেলে প্রভাত ফৌজদারের শুভ বিবাহ অনুষ্ঠিত হল(Asansol News)

2017 সালে কিশোর চট্টোপাধ্যায়ের ছেলে ইন্দ্রজিতের সঙ্গে পূজার বিয়ে হয় । তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে । কিন্তু দু'বছর পর হঠাৎই সাপের কামড়ে মৃত্যু হয় ইন্দ্রজিতের । তারপর থেকে মেয়েকে নিয়ে পূজা শ্বশুরের কাছেই থাকতেন ৷ এই অবস্থায় তাঁদের ভবিষ্যতের কথা চিন্তা করেন কিশোরবাবু ৷ তাঁর অবর্তমানে পুত্রবধূ ও নাতনিকে কে দেখবে তাই নিয়ে দুশ্চিন্তা করতেন ৷ এই ভাবনা থেকেই তিনি পুত্রবধূকে পুনরায় বিয়ের ব্যাপারে রাজি করান । এরপর নিজেই গ্রামের যুবক প্রভাত ফৌজদারের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যান । প্রভাতের পরিবার রাজি হলে শুক্রবার পূজা ও প্রভাতের বিয়ে সম্পন্ন হয় ।

পুত্রশোক ভুলে পুত্রবধূর বিয়ে দিলেন শ্বশুর

এই বিষয়ে প্রভাতের জ্যাঠা সুখময় ফৌজদার বলেন, "আমরা প্রস্তাবটি পেয়ে খুব খুশি হয়েছিলাম । আমাদের পরিবার বিদ্যাসাগরের আদর্শে অনুপ্রাণিত । বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করেছিলেন । আমরাও তাঁর সেই অনুপ্রেরণায়, সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে আমাদের পরিবারের ছেলের সঙ্গে বিধবা কন্যার বিয়ে দিলাম । সমাজ কুসংস্কার মুক্ত হোক, এমনই বার্তা দিতে চাই ।"

সন্তানের মৃত্যুশোক ভুলে পুত্রবধূর পুনরায় বিয়ের আয়োজন করায় কিশোর চট্টোপাধ্যায়কেও শুভেচ্ছা জানান চিঁচুড়িয়া গ্রামের মানুষজন । সবাই চাইছেন এখন পূজা এবং প্রভাত দুজনেই খুব সুখে থাকুক ।

আরও পড়ুন : করোনা কেড়েছে ছেলেকে, পুত্রবধূর বিয়ে দিলেন শ্বশুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.