দুর্গাপুর, 20 এপ্রিল: সিঙ্গুরে কৃষকদের কাছ থেকে জোর করে জমি অধিগ্রহণ করতে গিয়ে মুখ থুবড়ে পড়েছিল বাম সরকার। এরপর সেই সিঙ্গুর, নন্দীগ্রাম আন্দোলনকে হাতিয়ার করেই রাজ্যে পরিবর্তনের সরকারও এসেছিল। এবার সিঙ্গুরের সেই ছায়া কি পানাগড় শিল্পতালুকে? অভিযোগ বহিরাগতদের নিয়ে এসে কৃষি জমিতে জোর করে গ্যাসের পাইপ বসাতে শুরু করে গেইল কর্তৃপক্ষ ৷ যাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রীতিমতো উত্তেজনা ছড়াল পানাগড় শিল্পতালুকে ৷ চাষীদের অভিযোগ, কোনও ক্ষতিপূরণ না দিয়েই গেইল এই পাইপ লাইনের কাজ করছে ৷
বুদবুদ থানার অন্তর্গত খাণ্ডারী এলাকার চাষীদের অভিযোগ কোনও ক্ষতিপূরণ না দিয়েই, হঠাৎ বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ চাষের জমিতে জেসিবি মেশিন নামিয়ে পাইপ লাইন বসানোর কাজ শুরু করে গেইল কর্তৃপক্ষ। সেই সঙ্গে তাদের দাবি, বেশ কিছু বহিরাগতদের নিয়ে এসে এই কাজ করে সংস্থা। এরপরই খাণ্ডারী গ্রামের চাষীরা খবর পেয়ে সেখানে গেইলের কাজে বাধা দিলে, সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন চাষীরা ৷ অভিযোগ, গেইল কর্তৃপক্ষ বাইরে থেকে লোক নিয়ে এসে গ্রামের চাষীদের মারধরও করেছে ৷ পাশাপাশি তারা জোড় করে পাইপ লাইনের কাজ করতে চায় বলেও অভিযোগ।
শেষপর্যন্ত বুদবুদ থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। গ্যাস সংস্থার আধিকারিককে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কিছুজন তাদের নিজেদের সুবিধার জন্য এই অশান্তির সৃষ্টি করছে। যদিও বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে বলেও জানিয়েছেন ওই আধিকারিক। অন্যদিকে, চাষীদের দাবি, যতদিন না ক্ষতিপূরণ পাচ্ছেন ততদিন এই পাইপ লাইনের কাজ করতে দেওয়া হবে না। পাশাপাশি এই পাইপ লাইনের কাজকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও। পানাগড়ের বিজেপি নেতা রমন শর্মা জানিয়েছেন, কাটমানি না পাওয়ার জন্যই পাইপলাইন বসাতে বাধা দিচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন: আধিকারিকদের নিয়ে গঙ্গার নীচ দিয়ে পরীক্ষামূলক রান মেট্রোর
যদিও বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল নেতা ইন্দ্রজিৎ কোনার ৷ তিনি দাবি করে বলেন,"এর মধ্যে কোনও রাজনীতি নেই। আমরা বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য প্রশাসনের সঙ্গে কথা বলেছি। খুব দ্রুত সব পক্ষকে নিয়েই বসা হবে। এবং এই জমি সমস্যার সমাধান করা হবে।" পাশাপাশি কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ না দিয়ে কেন জমিতে জোর করে পাইপ লাইন বসানোর কাজ করতে যাওয়া হল, তা নিয়ে অবশ্য শাসকদলের কোনও প্রতিক্রিয়া মেলেনি। সেই সঙ্গে, পাইপলাইন বসানোর কাজে কেন ওই সংস্থা বহিরাগতদের নিয়ে এসেছিল, তা নিয়েও অভিযোগ উঠতে শুরু হয়েছে গোটা এলাকায়।