ETV Bharat / state

Raniganj Coal Mine Explosion : রানিগঞ্জে ইসিএলের খনিতে বিস্ফোরণ, মৃত 1

কাজ করার সময় কয়লাখনিতে বিস্ফোরণের জেরে মৃত্যু হল এক শ্রমিকের (1 Died at Raniganj ECL Coal Mine) ৷ গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আর এক শ্রমিক ৷ রানিগঞ্জ ইসিএলের সাতগ্রাম এরিয়ার জেকেনগর প্রোজেক্ট কোলিয়ারির ঘটনা ৷

author img

By

Published : Feb 18, 2022, 7:35 AM IST

Blast in Raniganj ECL
রানিগঞ্জে ইসিএলের কয়লাখনিতে বিস্ফোরণ

রানিগঞ্জ, 18 ফেব্রুয়ারি : কয়লাখনিতে বিস্ফোরণের জেরে মৃত্যু হল এক শ্রমিকের (Explosion at Raniganj ECL) ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরেক শ্রমিক ৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ ইসিএলের সাতগ্রাম এরিয়ার জেকেনগর প্রোজেক্ট কোলিয়ারিতে ৷

খনির ভিতরে কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ হয় ৷ ফলে কয়লার চাল চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ডাবলু হাঁড়ি (45) নামে এক শ্রমিকের ৷ মৃত শ্রমিক জামুড়িয়ার মর্ডান সাতগ্রাম কোলিয়ারির বাসিন্দা ছিলেন । এই দুর্ঘটনায় গুরুতর আহত হন অপর এক শ্রমিক ৷ এরপর দ্রুত তাঁকে ইসিএলের কাল্লা সেন্টার এরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় । আপাতত সেখানই তাঁর চিকিৎসা চলছে ৷

রানিগঞ্জে ইসিএলের কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হল একজনের


এই ঘটনার জেরে মৃত শ্রমিকের পরিবারের লোকজনেরা চাকরির দাবিতে কয়লাখনির চত্বরে বিক্ষোভ দেখায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানিগঞ্জ থানার পুলিশ ৷ সহকর্মীর মৃত্যুতে ইসিএল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ অন্যান্য কয়লা শ্রমিক মহল । দুর্ঘটনাস্থলে দ্রুত ইসিএল (Raniganj ECL) কর্তৃপক্ষ ও চিকিৎসক না পৌঁছানোয় ক্ষুব্ধ হয়ে যান শ্রমিকরা ৷ যদিও এই দুর্ঘটনার বিষয় নিয়ে ইসিএল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

আরও পড়ুন : Illegal Poppy Farming : দামোদরের চরে অবৈধ পোস্ত চাষ ! নষ্ট করল আবগারি দফতর

রানিগঞ্জ, 18 ফেব্রুয়ারি : কয়লাখনিতে বিস্ফোরণের জেরে মৃত্যু হল এক শ্রমিকের (Explosion at Raniganj ECL) ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরেক শ্রমিক ৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ ইসিএলের সাতগ্রাম এরিয়ার জেকেনগর প্রোজেক্ট কোলিয়ারিতে ৷

খনির ভিতরে কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ হয় ৷ ফলে কয়লার চাল চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ডাবলু হাঁড়ি (45) নামে এক শ্রমিকের ৷ মৃত শ্রমিক জামুড়িয়ার মর্ডান সাতগ্রাম কোলিয়ারির বাসিন্দা ছিলেন । এই দুর্ঘটনায় গুরুতর আহত হন অপর এক শ্রমিক ৷ এরপর দ্রুত তাঁকে ইসিএলের কাল্লা সেন্টার এরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় । আপাতত সেখানই তাঁর চিকিৎসা চলছে ৷

রানিগঞ্জে ইসিএলের কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হল একজনের


এই ঘটনার জেরে মৃত শ্রমিকের পরিবারের লোকজনেরা চাকরির দাবিতে কয়লাখনির চত্বরে বিক্ষোভ দেখায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানিগঞ্জ থানার পুলিশ ৷ সহকর্মীর মৃত্যুতে ইসিএল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ অন্যান্য কয়লা শ্রমিক মহল । দুর্ঘটনাস্থলে দ্রুত ইসিএল (Raniganj ECL) কর্তৃপক্ষ ও চিকিৎসক না পৌঁছানোয় ক্ষুব্ধ হয়ে যান শ্রমিকরা ৷ যদিও এই দুর্ঘটনার বিষয় নিয়ে ইসিএল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

আরও পড়ুন : Illegal Poppy Farming : দামোদরের চরে অবৈধ পোস্ত চাষ ! নষ্ট করল আবগারি দফতর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.