ETV Bharat / state

Laudoha Coal Mine Explosion: কয়লা উত্তোলনের জন্য খনিতে বিস্ফোরণ, 19টি বাড়িতে ফাটল - Laudoha Coal Mine Explosion

কয়লা উত্তোলনের সময় মাটির নিচে বিস্ফোরণ ৷ ফলে একাধিক বাড়িতে দেখা দিল ফাটল ৷ ঘটনাটি ঘটেছে রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের খনি গহ্বরে (Laudoha Coal Mine Explosion) ৷

Laudoha Coal Mine Explosion
খনিতে বিস্ফোরণের ফলে 19টি বাড়িতে ফাটল
author img

By

Published : Sep 2, 2022, 1:52 PM IST

দুর্গাপুর, 2 সেপ্টেম্বর: লাউদোহার শীর্ষা এলাকার একাধিক বাড়িতে ফাটল । গোটা এলাকা জুড়ে ছড়াল আতঙ্ক । রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের খনি গহ্বর থেকে কয়লা উত্তোলনের সময় মাটির নিচে বিস্ফোরণের ঘটনা ঘটে । যার জেরে গোটা এলাকায় জুড়ে কম্পন সৃষ্টি হয় (Laudoha Coal Mine Explosion)।

জানা গিয়েছ, বিস্ফোরণের পরিমাণ গত কয়েকদিন ধরে বেড়েছে ৷ আর যার জেরে ওই এলাকার 19টি বাড়িতে ফাটল ধরেছে । দীর্ঘদিন আগে রাজ্য সরকার পাট্টা দেয় । সেই রাজ্য সরকারের পাট্টা দেওয়া জমিতে বসবাস করছে এলাকার 19টি পরিবার । স্থানীয়দের অভিযোগ, ইসিএল কর্তৃপক্ষ মানতে চায়নি এই জমিগুলি রাজ্য সরকারের পাট্টার জমি । একাধিকবার বিষয়টি জানানো সত্ত্বেও কোনও গুরুত্ব দেয় না ইসিএল কর্তৃপক্ষ বলেও অভিযোগ ।

খনিতে বিস্ফোরণের ফলে 19টি বাড়িতে ফাটল

আরও পড়ুন: রানিগঞ্জে ইসিএলের খনিতে বিস্ফোরণ, মৃত 1

চরম আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে এলাকাবাসীদের । একাধিক পরিবারের মানুষজন ঘর ছাড়াও হয়েছে । শুক্রবার সকাল থেকে প্রতিবাদে নামল স্থানীয়রা । ঘটনাস্থলে পৌঁছায় লাউদোহা থানার পুলিশ । লাউদোহা গ্রাম পঞ্চায়েত সদস্যা লতিকা সাহা ইসিএল কর্তৃপক্ষকে দায়ী করে জানান, এই বাড়িগুলিতে ফাটল ধরছে, তবুও দেখছে না ইসিএল কর্তৃপক্ষ । দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন ।

দুর্গাপুর, 2 সেপ্টেম্বর: লাউদোহার শীর্ষা এলাকার একাধিক বাড়িতে ফাটল । গোটা এলাকা জুড়ে ছড়াল আতঙ্ক । রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের খনি গহ্বর থেকে কয়লা উত্তোলনের সময় মাটির নিচে বিস্ফোরণের ঘটনা ঘটে । যার জেরে গোটা এলাকায় জুড়ে কম্পন সৃষ্টি হয় (Laudoha Coal Mine Explosion)।

জানা গিয়েছ, বিস্ফোরণের পরিমাণ গত কয়েকদিন ধরে বেড়েছে ৷ আর যার জেরে ওই এলাকার 19টি বাড়িতে ফাটল ধরেছে । দীর্ঘদিন আগে রাজ্য সরকার পাট্টা দেয় । সেই রাজ্য সরকারের পাট্টা দেওয়া জমিতে বসবাস করছে এলাকার 19টি পরিবার । স্থানীয়দের অভিযোগ, ইসিএল কর্তৃপক্ষ মানতে চায়নি এই জমিগুলি রাজ্য সরকারের পাট্টার জমি । একাধিকবার বিষয়টি জানানো সত্ত্বেও কোনও গুরুত্ব দেয় না ইসিএল কর্তৃপক্ষ বলেও অভিযোগ ।

খনিতে বিস্ফোরণের ফলে 19টি বাড়িতে ফাটল

আরও পড়ুন: রানিগঞ্জে ইসিএলের খনিতে বিস্ফোরণ, মৃত 1

চরম আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে এলাকাবাসীদের । একাধিক পরিবারের মানুষজন ঘর ছাড়াও হয়েছে । শুক্রবার সকাল থেকে প্রতিবাদে নামল স্থানীয়রা । ঘটনাস্থলে পৌঁছায় লাউদোহা থানার পুলিশ । লাউদোহা গ্রাম পঞ্চায়েত সদস্যা লতিকা সাহা ইসিএল কর্তৃপক্ষকে দায়ী করে জানান, এই বাড়িগুলিতে ফাটল ধরছে, তবুও দেখছে না ইসিএল কর্তৃপক্ষ । দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.