ETV Bharat / state

Shatrughan Sinha exclusive: আমি ইতিহাস সৃষ্টি করতে এসেছি, আত্মবিশ্বাসী শত্রুঘ্ন

আমি ইতিহাস সৃষ্টি করতে এসেছি ৷ এমনই আত্মবিশ্বাসী সুর শোনা গেল আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার গলায় ৷ আরও অনেক কথা তিনি ভাগ করে নিলেন ইটিভি ভারতের সঙ্গে (Shatrughan Sinha exclusive)৷

Exclusive Interview of Shatrughan Sinha
আমি ইতিহাস সৃষ্টি করতে এসেছি, সোজাসাপটা শত্রুঘ্ন
author img

By

Published : Mar 21, 2022, 11:51 AM IST

Updated : Mar 21, 2022, 12:44 PM IST

আসানসোল, 21 মার্চ : বহু বছর আগে চলচ্চিত্রের শুটিংয়ের জন্য ধানবাদ-আসানসোল কয়লা অঞ্চলে এলেও রাজনৈতিক কারণে এই প্রথমবার শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha exclusive) আসানসোলে আসা । আর আসানসোলে এসেই তিনি ইটিভি ভারতের মুখোমুখি হয়ে জানালেন, "আমি ইতিহাস সৃষ্টি করতে এসেছি ।"

গতকালই প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল । প্রচারে নেমে শত্রুঘ্ন সিনহাকে (TMC candidate of Asansol lok sabha By-election 2022) বহিরাগত এবং দলবদলু বলে কটাক্ষ করেছেন তিনি । তার উত্তরে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি শত্রুঘ্ন সিনহা (exclusive interview of Shatrughan Sinha)। তাঁর কথায়, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে জর্জ ফার্নান্ডেজ, রাহুল গান্ধি, এমনকী সুষমা সরাজ - অনেকেই লোকসভা ভোটে অন্য কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন । সুতরাং সে ক্ষেত্রে তাঁরা সবাই বহিরাগত !"

প্রচারে এসে ইটিভি ভারতের সঙ্গে কথা বললেন আসানসোলের তৃণমূল প্রার্থী

আরও পড়ুন: Asansol-Ballygunge Bye Election 2022 : তৃণমূলের প্রার্থী তালিকায় চমক, আসানসোলে শত্রুঘ্ন ও বালিগঞ্জে বাবুল

পাশাপাশি দলবদল করার প্রশ্নে শত্রু বলেন "আমাকে মানুষজন ভালবাসেন । আমার ডিমান্ড, কমান্ড রয়েছে । সে কারণেই আমাকে সবাই চান । আমার মধ্যে নিশ্চয়ই তাহলে এমন কিছু আছে । বাংলার জনপ্রিয় নেত্রী, বাংলার বাঘিনীর আমন্ত্রণে আমি এসেছি এবং আমি ঐতিহাসিক জয় পাব ।"

একসময়ে তাঁর কালকা, কালাপাথর মুভি খুব হিট করেছিল । খনি অঞ্চলের জীবনযাত্রা নিয়ে তাঁর সেই চলচ্চিত্রগুলি মানুষের মনে দাগ কেটে রয়েছে । আর সেই কয়লা অঞ্চলেই তিনি এবার ভোটে লড়তে এসেছেন । অন্যদিকে তৃণমূলের দাবি খনি, ইস্পাত-সহ রাষ্ট্রায়ত্ত কারখানাগুলিকে বিলগ্নিকরণ করে দেওয়ার চক্রান্ত করছে কেন্দ্র সরকার । আগামী দিনে তিনি যদি জেতেন, তবে কি এই বিলগ্নিকরণের বিরুদ্ধে কথা বলবেন ? এই প্রশ্নের জবাবে শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha news) বলেন, "আমি চিরকালই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি । নোটবন্দি, জিএসটি চালুর সময় আমি প্রতিবাদ করেছিলাম । এ ছাড়াও মানুষজন আমাকে প্রতিবাদী চরিত্র হিসেবেই চেনেন ।"

আরও পড়ুন: Shatrughan Sonakshi to Campaign Together : শত্রুঘ্ন সিনহার হয়ে আসানসোলে প্রচারে মেয়ে সোনাক্ষী

আসানসোল, 21 মার্চ : বহু বছর আগে চলচ্চিত্রের শুটিংয়ের জন্য ধানবাদ-আসানসোল কয়লা অঞ্চলে এলেও রাজনৈতিক কারণে এই প্রথমবার শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha exclusive) আসানসোলে আসা । আর আসানসোলে এসেই তিনি ইটিভি ভারতের মুখোমুখি হয়ে জানালেন, "আমি ইতিহাস সৃষ্টি করতে এসেছি ।"

গতকালই প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল । প্রচারে নেমে শত্রুঘ্ন সিনহাকে (TMC candidate of Asansol lok sabha By-election 2022) বহিরাগত এবং দলবদলু বলে কটাক্ষ করেছেন তিনি । তার উত্তরে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি শত্রুঘ্ন সিনহা (exclusive interview of Shatrughan Sinha)। তাঁর কথায়, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে জর্জ ফার্নান্ডেজ, রাহুল গান্ধি, এমনকী সুষমা সরাজ - অনেকেই লোকসভা ভোটে অন্য কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন । সুতরাং সে ক্ষেত্রে তাঁরা সবাই বহিরাগত !"

প্রচারে এসে ইটিভি ভারতের সঙ্গে কথা বললেন আসানসোলের তৃণমূল প্রার্থী

আরও পড়ুন: Asansol-Ballygunge Bye Election 2022 : তৃণমূলের প্রার্থী তালিকায় চমক, আসানসোলে শত্রুঘ্ন ও বালিগঞ্জে বাবুল

পাশাপাশি দলবদল করার প্রশ্নে শত্রু বলেন "আমাকে মানুষজন ভালবাসেন । আমার ডিমান্ড, কমান্ড রয়েছে । সে কারণেই আমাকে সবাই চান । আমার মধ্যে নিশ্চয়ই তাহলে এমন কিছু আছে । বাংলার জনপ্রিয় নেত্রী, বাংলার বাঘিনীর আমন্ত্রণে আমি এসেছি এবং আমি ঐতিহাসিক জয় পাব ।"

একসময়ে তাঁর কালকা, কালাপাথর মুভি খুব হিট করেছিল । খনি অঞ্চলের জীবনযাত্রা নিয়ে তাঁর সেই চলচ্চিত্রগুলি মানুষের মনে দাগ কেটে রয়েছে । আর সেই কয়লা অঞ্চলেই তিনি এবার ভোটে লড়তে এসেছেন । অন্যদিকে তৃণমূলের দাবি খনি, ইস্পাত-সহ রাষ্ট্রায়ত্ত কারখানাগুলিকে বিলগ্নিকরণ করে দেওয়ার চক্রান্ত করছে কেন্দ্র সরকার । আগামী দিনে তিনি যদি জেতেন, তবে কি এই বিলগ্নিকরণের বিরুদ্ধে কথা বলবেন ? এই প্রশ্নের জবাবে শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha news) বলেন, "আমি চিরকালই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি । নোটবন্দি, জিএসটি চালুর সময় আমি প্রতিবাদ করেছিলাম । এ ছাড়াও মানুষজন আমাকে প্রতিবাদী চরিত্র হিসেবেই চেনেন ।"

আরও পড়ুন: Shatrughan Sonakshi to Campaign Together : শত্রুঘ্ন সিনহার হয়ে আসানসোলে প্রচারে মেয়ে সোনাক্ষী

Last Updated : Mar 21, 2022, 12:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.