আসানসোল, 1 জানুয়ারি : তৃণমূলের প্রার্থীতালিকায় স্থান না পেয়ে কংগ্রেসে ফিরলেন আসানসোল পৌরনিগমের (Asansol Munipal Corporation) প্রাক্তন মেয়র পারিষদ তথা বরো চেয়ারম্যান গুলাম সারোয়ার ৷ উল্লেখ্য, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরই আসানসোলের পর পর দু’টি পৌর নির্বাচনে ঘাসফুলের টিকিটে জয়ী হন গুলাম ৷ সামলান মেয়র পারিষদ ও বরো চেয়ারম্যানের দায়িত্ব ৷ আগামী 22 জানুয়ারি ভোট আসানসোল পৌরনিগমে (Asansol Corporation Poll 2022) ৷ তার জন্য ইতিমধ্যেই প্রার্থীতালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস (TMC Candidate List) ৷ কিন্তু, সেই তালিকায় ঠাঁই পাননি গুলাম ৷ আর সেই কারণেই তাঁর এই ‘ঘর ওয়াপসি’ বলে জানান তিনি ৷
আরও পড়ুন : Jitendra Tiwary Name Confusion : জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল প্রার্থী! নাম মাহাত্মে চাঞ্চল্য আসানসোল পৌরভোটে
শনিবার কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর হাত ধরে গুলাম-সহ বেশ কয়েকজন নেতা, নেত্রী অন্য়ান্য দল ছেড়ে কংগ্রেসে যোগ দেন ৷ এদিনই বার্নপুরে দলের কর্মী সংগঠন আইএনটিইউসি-র কার্যালয় থেকে আসানসোল পৌরভোটের কংগ্রেসের প্রার্থীতালিকা (Congress Candidate List) ঘোষণা করা হয় ৷ প্রথম দফায় 50 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয় ৷ এরপর ধাপে ধাপে বাদবাকি ওয়ার্ডগুলিতেও প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দেবেশ ৷
আরও পড়ুন : AMC Election 2022 : পাননি পছন্দের ওয়ার্ড, তাই প্রার্থী হয়েও নির্দলে লড়ার হুঁশিয়ারি বিজেপি নেতার
এদিন কংগ্রেসে ফিরেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন গুলাম ৷ তিনি বলেন, ‘‘পরীক্ষার্থী কোনও ভুল করলে, ভুল অঙ্ক কষলে তাকে ফেল করানো হয় ৷ কিন্তু, বিনা কারণে কাউকে এভাবে ফেল করানো যায় না ৷’’ অর্থাৎ পৌর নির্বাচনে টিকিট না পেয়েই যে তিনি তৃণমূল ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, তা লুকিয়ে রাখেননি গুলাম সারোয়ার ৷