ETV Bharat / state

Etv Bharat News Impact : ভুল বানানের বোর্ড পাল্টে ফেলল আসানসোল পৌরনিগম - আসানসোল পৌরনিগম

আজ সকালে দেখা যায় রবীন্দ্রভবনের সামনে ভুল বানানের ওই বোর্ডটি পাল্টে ফেলা হয়েছে । নতুন বোর্ডে আর কোনও বানান ভুল নেই ।

etv bharat news impact
etv bharat news impact
author img

By

Published : Aug 21, 2021, 6:27 PM IST

আসানসোল, 21 অগস্ট : শেষ পর্যন্ত পাল্টানো হল আসানসোল রবীন্দ্রভবনের সামনে ভুল বানানে বাংলা লেখা বোর্ড ৷ কয়েকদিন আগে বিষয়টি নিয়ে ইটিভি ভারতে একটি প্রতিবেদন প্রকাশিত হয় ৷ আসানসোল পৌরনিগমের দৃষ্টি আকর্ষণ করতেই বোর্ডটি পাল্টে ফেলা হল । এতে খুশি শহরবাসী ।

কয়েকদিন আগেই আসানসোল রবীন্দ্রভবনের সামনে পৌরনিগম একটি বোর্ড লাগিয়েছিল । বিএনআর মোড়ে রবীন্দ্রভবনের ঠিক পাশে লাগানো ওই বোর্ডের দুটি ছবির মধ্যে একটিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও গান্ধিজি রয়েছেন । অন্য ছবিটি কবিগুরু এবং জওহরলাল নেহরুর । ছবির নিচে লেখা, "ঐতিহাসিক মুহূর্তে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম ।" কিন্তু বোর্ডে 'ও' এবং 'প্রণাম' শব্দ দুটির বানান ভুল ছিল ৷ লেখা ছিল 'ত্ত' এবং 'প্রনাম'। আর তা নিয়েই বিতর্ক শুরু হয় হয় ।

আরও পড়ুন : Asansol flex : আসানসোল পৌরনিগমের বোর্ডে বানান ভুল নিয়ে বিতর্ক, গুরুত্ব দিলেন না প্রশাসক

বিষয়টি নিয়ে সর্বপ্রথম ইটিভি ভারতে খবর প্রকাশিত হয় ৷ আসানসোল পৌরনিগমের মুখ্য প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় ইটিভি ভারতের মুখোমুখি হয়ে বলেন, " এটা বড় কিছু ভুল নয় । তবে পাল্টে ফেলা হবে ওই বোর্ডটি ।" আজ সকালে দেখা যায় রবীন্দ্রভবনের সামনে ভুল বানানের ওই বোর্ডটি পাল্টে ফেলা হয়েছে । নতুন বোর্ডে আর কোনও বানান ভুল নেই । পৌরনিগমের এই দ্রুত কার্যকারিতায় খুশি শহরের মানুষ ।

আসানসোল, 21 অগস্ট : শেষ পর্যন্ত পাল্টানো হল আসানসোল রবীন্দ্রভবনের সামনে ভুল বানানে বাংলা লেখা বোর্ড ৷ কয়েকদিন আগে বিষয়টি নিয়ে ইটিভি ভারতে একটি প্রতিবেদন প্রকাশিত হয় ৷ আসানসোল পৌরনিগমের দৃষ্টি আকর্ষণ করতেই বোর্ডটি পাল্টে ফেলা হল । এতে খুশি শহরবাসী ।

কয়েকদিন আগেই আসানসোল রবীন্দ্রভবনের সামনে পৌরনিগম একটি বোর্ড লাগিয়েছিল । বিএনআর মোড়ে রবীন্দ্রভবনের ঠিক পাশে লাগানো ওই বোর্ডের দুটি ছবির মধ্যে একটিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও গান্ধিজি রয়েছেন । অন্য ছবিটি কবিগুরু এবং জওহরলাল নেহরুর । ছবির নিচে লেখা, "ঐতিহাসিক মুহূর্তে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম ।" কিন্তু বোর্ডে 'ও' এবং 'প্রণাম' শব্দ দুটির বানান ভুল ছিল ৷ লেখা ছিল 'ত্ত' এবং 'প্রনাম'। আর তা নিয়েই বিতর্ক শুরু হয় হয় ।

আরও পড়ুন : Asansol flex : আসানসোল পৌরনিগমের বোর্ডে বানান ভুল নিয়ে বিতর্ক, গুরুত্ব দিলেন না প্রশাসক

বিষয়টি নিয়ে সর্বপ্রথম ইটিভি ভারতে খবর প্রকাশিত হয় ৷ আসানসোল পৌরনিগমের মুখ্য প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় ইটিভি ভারতের মুখোমুখি হয়ে বলেন, " এটা বড় কিছু ভুল নয় । তবে পাল্টে ফেলা হবে ওই বোর্ডটি ।" আজ সকালে দেখা যায় রবীন্দ্রভবনের সামনে ভুল বানানের ওই বোর্ডটি পাল্টে ফেলা হয়েছে । নতুন বোর্ডে আর কোনও বানান ভুল নেই । পৌরনিগমের এই দ্রুত কার্যকারিতায় খুশি শহরের মানুষ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.